৭টি জনপ্রিয় আয়ের উৎস কি কি?
আমরা যদি অর্থ উপার্জনের মাধ্যমগুলো খুব ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমরা নিজেদেরকে খুব তাড়াতাড়ি প্রস্তুত করতে পারব এই অর্থনৈতিক মুক্তি থেকে বের হয়ে আসতে।
অর্থ উপার্জন করার সবথেকে দুটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষ উপায়। আমরা যদি এই দুটোকে আবার ভাগ করি, তাহলে নিচের সবথেকে জনপ্রিয় ৭টি উপার্জনের প্রবাহ আমরা দেখতে পারবো।
1️⃣ অর্জিত আয় - যেকোনো কাজের বিনিময়ে আমরা এখানে অর্থ উপার্জন করি, যেমন চাকুরী করা, আত্ম উন্নয়নের জন্য ব্যবসা করা।
2️⃣ পরোক্ষ আয় - সামান্য কিছু প্রচেষ্টার মাধ্যমে, নিয়মিতভাবে উপার্জন আসতেই থাকাকে বলা হয় পরোক্ষ হয়। যেমন: অ্যাফিলিয়েট মার্কেটি, লাইসেন্সিং ইত্যাদি।
3️⃣ মূলধন অর্জন - একটি সম্পদ কিনে রাখলাম, একটি নির্দিষ্ট সময়ের পর যখন এর মূল্য বৃদ্ধি হয়ে যায়। যেমন: জমি, সোনা, লোহা ইত্যাদি
4️⃣ রয়্যালটি আয় - আইডিয়া আপনার, এমন কিছু আইনি পদ্ধতি তৈরি করে দেওয়া হয়েছে যার কারণে উপার্জন হতেই থাকে। যেমন: পেইন্টিং, কার্টুন ক্যারেক্টার, কেমিক্যাল ফর্মুলা ইত্যাদি
5️⃣ লাভ থেকে আয় - চাহিদা সম্পন্ন পণ্য কিনছেন এবং নির্দিষ্ট গ্রাহককে বিক্রি করছেন। যেমন: খুচরা, পাইকারি, ডিস্টিবিউশন ব্যবসা ইত্যাদি।
6️⃣ ভাড়া থেকে আয় - আপনার সম্পদ ভাড়া দিয়ে উপার্জন করছেন। যেমন: বাড়ি ভাড়া থেকে আয়, দোকান ভাড়া থেকে আয়, যন্ত্রপাতি ভাড়া থেকে আয় ইত্যাদি।
7️⃣ লভ্যাংশ থেকে আয় - কোনো প্রতিষ্ঠানের শেয়ার কিনে রেখেছেন সেখান থেকে উপার্জন। যেমন: শেয়ার বাজারে বিনিয়োগ করা।
উপার্জনের রাস্তাগুলো সম্পর্কে আমরা যত পরিষ্কার ধারণা তৈরি করব আমাদের ভিতরে ততটাই স্পষ্টতা কাজ করা শুরু করবে, যার দরুন আমরা নিজেরাও খুব ভালোভাবে বুঝতে পারবো কিভাবে অর্থনৈতিক মুক্তি পেতে হয় এবং আমাদের পরিবার ও বন্ধুবান্ধবদের কেউ খুব তাড়াতাড়ি বুঝাতে পারবো যে কিভাবে এই কঠিন বেড়াজাল থেকে মুক্ত হয়ে আসতে হয়?
ধন্যবাদ 🙏