computer ki?best ans about question/( part 11)

কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন উত্তর 

computer ki?best ans about question/( part 11)


কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন উত্তর

৩৬০াক্লোন কী?উঃ- আই.বি.এম পিসির নকল।


computer ki


৩৬১। মাইক্রোপ্রসেসরের ৮০৮০ ভিত্তিক কমপিউটারের নাম কী ছিল। উঃ- আলতেয়ার।।


৩৬২। কোন সালে আই.বি.এম পিসি নামে মাইক্রো কমপিউটার বাজারে ছাড়ে? উঃ- ১৯৮১ সালে।


৩৬৩। মাইক্রোসষ্ট কোম্পানির এর প্রধান সফ্টওয়্যার স্থপতির নাম কী / প্রতিষ্ঠাতার নাম কী? উঃ- বিল গেটস।


৩৬৪। সামরিক রণকৌশল নির্ণয়, আবহাওয়া পূর্বাভাস, তেল ও গ্যাস অনুসন্ধান প্রভৃতি কাজে ব্যবহৃত হয় কোন কমপিউটার? উঃ- সুপার কমপিউটার।


৩৬৫। মাদারবাের্ডের সাথে সংযুক্ত থাকে কি?উঃ- প্রসেসর ও র্যাম।


computer ki



৩৬৬। ফার্মওয়ার সংরতি থাকে কোথায়। উঃ- রমে।


৩৬৭। কমপিউটারের যাবতীয় গাণিতিক ও যুক্তিমূলক সমস্যা সমাধান করে উঃ- ALU


৩৬৮। কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয়? উঃ- ডটিা প্রসেসিং করা।


৩৬৯। মাইক্রো প্রসেসর কত সালে আবি®কৃত হয়? উঃ- ১৯৭১ সালে।


৩৭০। ইউনিভ্যাকমার্ক-১ কোন প্রজন্মের কমপিউটার? উঃ- প্রথম প্রজন্মের। Dbinaryschool01


computer ki



৩৭১। কত সালে ট্রানজিস্টার উদ্ভাবন করা হয়? উঃ- ১৯৪৮ সালে।


৩৭২। ইন্টেল কোন দেশের কোম্পানি? উঃ- যুক্তরাষ্ট্র।


৩৭৩। কোন প্রজন্মের কমপিউটারের সঙ্গে মনিটরের সংযােগ শুরু হয়। উঃ- তৃতীয় প্রজন্মের।


৭৪। মাইক্রোপ্রসেসর প্রচলন হয় কোন প্রজন্মের কমপিউটারে?উঃ- চতুর্থ।


৩৭৫। কমপিউটারের প্রধান বৈশিষ্ট কী?উঃ- নির্ভুলতা।



computer ki



৩৭৬। মাই কমপিউটার হল —উঃ- ডকুমেন্টর ফোল্ডার।


৩৭৭। কোনটি স্টোরেজ ডিভাইস? উঃ-হার্ডডিস্ক।


৩৭৮। নেটওয়ার্কিং এর সুবিধা কী? উঃ- একসাথে অনেক লােক ব্যবহার করতে পারে।


৩৭৯। কমপিউটার কার্যম করার জন্য কী প্রয়ােজন? F:- Operating System.


৩৮০। হাইব্রিড কমপিউটার কী কাজে ব্যবহার করা হয়? উঃ- নভােযান-এ।


computer ki



৩৮১। কোনটি ফাংশন কী?উঃ- F10.


৩৮২। মাইক্রো কমপিউটার হল —-উঃ- ড্রাইভ ফোল্ডার।


৩৮৩। সফটওয়্যার কী? উঃ- এক বা একাধিক প্রােগ্রামের সমষ্টি।


৩৮৪। BIOSকী? উঃ- একটি ফার্মায়্যার। # mhinanvschoolo1


৩৮৫। তৃতীয় প্রজন্মর কমপিউটারের বৈশিষ্ট্য কী? উঃ..C.


computer ki



৩৮৬। আকার ও আকৃতি অনুসারে কমপিউটার কত প্রকার? উঃ- চার প্রকার।


৩৮৬। আই.বি.এম ১৬২০ কমপিউটারটি কী ধরনের কমপিউটার? উঃ- মেইনফ্রেম কমপিউটার।


৩৮৭। কোনটিকে রিডরেঞ্জ কমপিউটার বলা হয়? উঃ- মিনিফ্রেম কমপিউটার।


৩৮৮। কমপিউটার সংগঠন বা হার্ডওয়্যারের প্রধান অংশ কয়টি? উঃ- তিনটি।


৩৯০। প্রথম গণনা যন্ত্রের নাম কী? উঃ- অ্যাবাকাস।


computer ki



৩৯১। পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনাযন্ত্রের নাম কী? উঃ- MARK-1


৩৯২। মার্ক-১ এর দৈর্ঘ্য ছিল? উঃ- ৫১ ফুট লম্বা।


৯৩। সংরতি প্রােগ্রামের ধারণা দেন কে? উঃ- ডজন ভন নিউম্যান।


৩৯৪। সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কমপিউটার কোনটি? উঃ- ইউনিভ্যাক।


৩৯৫। আমাদের দেশে কত সালে কপিরাইটার আইন প্রণয়ন করা হয়। উঃ- ১৯৬২ সালে।


computer ki



৩৯৬। সিস্টেম সফ্টওয়্যার কত প্রকার? উঃ- ৪ প্রকার।


৩৯৭। মিডিয়া প্লেয়ার সফ্টওয়্যার কত প্রকার? উঃ- ২ প্রকার।


৩৯৮। কর্যগত দিক থেকে কমপিউটারের সফ্টওয়্যারকে কত ভাগে ভাগ করা যায়? উঃ- ৩ ভাগে।


৩৯৯। সফ্টওয়্যার কত প্রকার? উঃ- ২ প্রকার।


৪০০৷ ডাটাবেজ সংক্রান্ত সফ্টওয়্যার কোনটি? উঃ- D Base.


computer ki
Next Post Previous Post
3 Comments
  • Good
    Good July 17, 2022 at 4:27 AM

    Nice post???

  • Anonymous
    Anonymous July 18, 2022 at 2:45 AM

    Nice post

  • Anonymous
    Anonymous July 23, 2022 at 6:39 AM

    Nice vaiya

Add Comment
comment url