How to read Current Affairs Effectively

 প্রতিমাসে কারেন্ট এফেয়ার্সে কেনা আমাদের অভ্যাস হিয়ে গেছে কিন্তু অধিকাংশই আমরা শুধু প্রথম দুই-তিন পেজ (MCQ) ছাড়া, তেমন আর পড়ি না। এভাবে করেই জমে থাকে কারেন্ট এফেয়ার্সগুলো।  

কিন্তু এই ৯৪-৯৫ পেজের ছোট্ট বইটায় অনেক কিছু থাকে,দুই তিন মাসের কারেন্ট এফেয়ার্সে পড়লেও অনেক কিছু রিভিশন হয়ে যায়, আমি নিজেই প্রথম প্রথম মডেল টেস্ট, প্রিভিয়াস প্রশ্ন এসব সলভ করতাম না,জরিপ, পুরস্কার সেকশন পাত্তা দিতাম না৷ কিন্তু এটা বোকামি ছাড়া কিছুই না আসলে।
এখন কিছুটা ধারনা দাড় করাইছে যে কিভাবে পড়লে বেস্ট আউটপুট পাওয়া যেতে পারে-
❌

পরীক্ষার তাড়া না থাকলে কখনোই আগেই এমসিকিউ গুলা পড়বেন না।


✅ খাতা-কলম নিয়ে বসবেন দুই ঘন্টায় পুরোটা পড়বেন এই মনোভাব নিয়ে। প্রতিদিন একটা কারেন্ট এফেয়ার্সে কেউ পড়ে না,সেই সময় থাকেও না আসলে।
✅ সংবাদ -প্রবাহ সেকশন থেকে রিডিং শুরু করবেন। দরকারী জিনিস গুলো মার্ক করবেন, বেশি দরকারী হলে লিখে রাখেন। লোকান্তর, দিবস,পদক, জরিপ- এই পৃষ্ঠাগুলোও রিডিং দেন। একান্ত দরকারী নাম,তারিখ,প্রতিষ্ঠান লিখে ফেলেন।
এরমধ্যেই কোন পুরস্কার কেন,সমীক্ষায় কেমন অবস্থান আমাদের জেনে ফেললেন।
✅এখন আপনি৷ শুরুর দুইপেজের এমসিকিউ গুলোতে চোখ বুলান।
✅ প্রতি মাসের কারেন্ট এফেয়ার্সে দুইটা করে ফোকাস/রচনা থাকে। ওইগুলো খুবই গুরুত্বপূর্ণ,নোট করার কাজ কিছুটা কমে।
✅ বিগত মাসের পরীক্ষা,মডেল টেস্ট গুলো প্রাকটিস করেন,যা পারেন নাই লাল কালি দিয়ে মার্ক করেন/খাতায় লিখে রাখেন৷
✅ রিটেন প্রিপারেশনের জন্য দেশ বার্তা+ বিশ্ব দর্পণ সেকশন পড়া জরুরী অনেক।
✅ গ্রন্থালোক সেকশনটা - বাংলা গ্রন্থ সমালোচনা /অবজেক্টিভ এ কাজে লেগে যাবে।
যে কয়টা পৃষ্ঠা লিখলেন,ওইটা আপনার নোট। এরকম প্রতিমাসে ৩/৪ পৃষ্ঠা করে নোট রাখলে,যেকোন এক্সামের আগে এই নোটটা দেখে গেলেই হবে৷ অন্তত ব্রেনে কিছু থাকলো তো না দেখলেও লিখে পড়ার কারনে।




❌ সাম্প্রতিক তথ্য বিভিন্ন গ্রুপ থেকে নিজের টাইমলাইনে শেয়ার দিয়ে রেখে লাভ নাই যতক্ষন পর্যন্ত না আপনি লিখে পড়ছেন। পরীক্ষায় চেহারা চেনা লাগে কিন্তু উত্তর মনে আসে না। কারন কোন না কোন গ্রুপে দেখা হইছিলো কিন্তু আর পরে পাত্তা দেয়া হয় নাই।
তাই শেয়ার দিয়ে রেখেই নিজের দায়িত্ব সারবেন না, নিজের খাতায়েও লিখে রাখবেন কিছু।
একবার লিখা দশবার পড়ার সমান, প্রথম প্রথম বিরক্ত লাগলেও আল্টিমেটলি কিন্তু আপনাকে লিখেই কোন একটা চাকরী পাওয়া লাগবে।
শুভকামনা সবার জন্য,

Next Post Previous Post
1 Comments
  • Anonymous
    Anonymous July 24, 2022 at 1:05 AM

    Current affairs sob chaite valo onek important question thake

Add Comment
comment url