মুসলমানরা পৃথিবীতে দূর্বল কেন?

 

musolmanra-prithibite-durbol-kano

বাংলাদেশের বেশিরভাগ ছাত্রই সাধারনত দুটি সাব্জেক্টে দুর্বল হয়। একটা অংক আরেকটা ইংরেজী। আল্লাহর রহমতে, আমি শুধুমাত্র এই দুটি সাবজেক্টে সবল ছিলাম। এছাড়া বাকি সকল সাবজেক্টে দুর্বল। সবচেয়ে বড় দুর্বলতা - কেমেস্ট্রি। সেই দুঃখের কথা আর নাইবা বললাম।

আরেকটি জনপ্রিয় সাবজেক্টে, আমি এখনো পর্যন্ত কোন আগ্রহ পেলাম না। সেটা হলো - ইতিহাস। মানুষ ওই "মৃত মানুষের কাহিনী" এর ভেতরে কি মজা পায়, জানিনা। তাই, এই লেখাটা যারা পড়ছেন, তারা সবাই, আমার চেয়ে ভাল "ইতিহাস" জানেন।

খ্রিস্টাব্দ ৭০০ সাল থেকে ১২০০ সাল পর্যন্ত বিশ্বের ইতিহাস দেখুন। না, কোন দেশের ইতিহাস খুটিনাটি দেখতে হবে না। সারা বিশ্বের ইতিহাস সম্পর্কে একটা সাধারন ধারনা নিন। দেখবেন, ওই ৫০০ বছরে বিশ্বে সবচেয়ে বেশী এগিয়ে ছিলো - মুসলমান জাতি।

আজকের বিশ্বের চিত্র দেখুন। সবচেয়ে বেশী এগিয়ে আছে, আমেরিকা। সেরা বিশ্ববিদ্যালয়, সেরা কোম্পানী, সেরা তারকা, সবকিছুই আছে আমেরিকাতে। যুদ্ধক্ষেত্রে আমেরিকার চেয়ে শক্তিশালী আর কেউ নেই। এভাবে, আমেরিকা দেশটি সবকিছুতে এগিয়ে আছে।

৭০০ সাল থেকে ১২০০ সাল পর্যন্ত মুসলমানরাও তেমন সবদিক থেকে এগিয়ে ছিলো। সেরা বিজ্ঞানী, সেরা ব্যাবসায়ী, সেরা সাহিত্যিক, সেরা জ্ঞানী, সবই ছিলো মুসলিমরা। যুদ্ধ ক্ষেত্রে মুসলিমদের চেয়ে শক্তিশালী আর কেউ ছিলো না। এইভাবে এই 500 বছর, মুসলিমরা বিশ্বের সবচেয়ে উন্নত ছিল।

১২০০ সালের দিকে, মুসলিমরা ভারত, ইন্দোনেশিয়া ইত্যাদি দেশ দখল করে। পরবর্তিতে, ১৩০০ সালের পর থেকে ধীরে ধীরে মুসলিমদের ক্ষমতা কমতে থাকে। ১৬০০ সালের দিকে, ইংরেজদের উত্থান হয়। এর পর থেকে ইংরেজরা বিশ্ব শাসন শুরু করে। আজকের যুগে, মুসলমান জাতি সবকিছুতেই পিছিয়ে আছে।

এর কারন খুঁজতে অনেক ধরনের গবেষনা হতে পারে। এর উপরে থিসিস লেখা হবে, বই লেখা হবে। আসলে, এতকিছু গবেষনার দরকার নেই। কারণটা খুবই সহজ। মুসলিম জাতির পতনের একটাই কারন - মুসলমানরা ইসলাম থেকে দূরে সরে গেছে।

হাজার বছর আগের একজন সাধারন মুসলমান আর আজকের মুসলমান তুলনা করুন। তখনকার একজন মুসলমান হয়তো সারা জীবনে মাত্র ১০/১২ টা মিথ্যা বলতো। তখন ব্যাংক ছিলো না বলে, লোকজন মুসলমানের কাছে টাকা জমা রেখে ভরশা পতো। সেই সময়ের একজন মুসলমানের চরিত্র দেখে অমুসলিমের মনে হতো - "আমি ওর মতন হলাম না কেন !!"। আর শক্তির কথা শুনবেন? তখনকার একজন যোদ্ধা, একহাতে যে তলোয়ার ঘুরিয়ে যুদ্ধ করতো, সেই তলোয়ার এত ভারী যে, আপনি উচু করতেই পারবেন না। সবচেয়ে বড় কথা - ওই যুগে নামাজ না পড়া কোন মুসলমান ছিলো না।

আজকের মুসলমান নামাজ পড়ে না। সারাদিন মিথ্যা বলে। অন্যের টাকা কিভাবে আত্মসাদ করা যায়, সেই ধান্দায় থাকে। আজকের মুসলমানের চরিত্র দেখে অমুসলিমরা খোটা দিয়ে বলেে - "তোমরা অত ধর্ম ধর্ম বলে কি লাভ? স্বভাবটাই তো ভালো করতে পারলে না"।

মুসলমানরা ইসলাম থেকে দূরে সরে গেছে। আরও পড়ুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url