computer ki?best ans about question/( part 10)
কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন উত্তর
কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন উত্তর
৩০১। ডিজিটাল কমপিউটার কত প্রকার? উঃ- ৪ প্রকার।
৩০২। সবচেয়ে শক্তিশালী কমপিউটার হল । উঃ- সুপার কমপিউটার।
৩০৩। বাংলাদেশে কয়টি সুপার কমপিউটার রয়েছে? উঃ- একটিও নয়।
৩০৫। বাংলাদেশের প্রথম কম্পিউটারটি কি ছিল? উঃ- মেইনফ্রেম।
৩০৬। মাইক্রো শব্দের অর্থ কী? উঃ- ক্ষুদ্র।
computer ki
৩০৭। পি.সি (P.C) শব্দের অর্থ কি? উঃ- পার্সোনাল কমপিউটার।
৩০৮। PDA কোন ধরনের কমপিউটার? উঃ- মাইক্রো কমপিউটার।
৩০৯। চার্লস ব্যাবেজ কোন যন্ত্র তৈরি করেন? উঃ- ডিফারেন্স ইঞ্জিন।
৩১০। সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কমপিউটার কি? উঃ- ইউনিভ্যাক।
computer ki
৩১১। প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে কোন প্রতিষ্ঠান? উঃ- অ্যাপল।
৩১২। কমপিউটারের প্রজন্ম কয়টি? উঃ- ৫টি।
৩১৩। কমপিউটারের সথে অন্য সকল ইলেকট্রোনিক যন্ত্রের সবচেয়ে বড় পার্থক্য কি? উঃ- প্রােগ্রামিং যন্ত্র।
৩১৪। কমপিউটারের প্রধান বৈশিষ্ট কয়টি? উঃ- ২টি।
computer ki
৩১৫। বর্তমান যুগকে কী বলা হয়? উঃ- তথ্যপ্রযুক্তির যুগ।
৩১৬। কমপিউটারের কাজ করার গতি হিসাব করা হয় কী হিসেবে? উঃ-ন্যানো সেকেন্ডে।
৩১৭। ১ মিলি সেকেন্ডে ১ সেকেন্ডের এক ভাগের সমান কত? উঃ- এক হাজার।
৩১৮। ১ ন্যানাে সেকেন্ড হল এক সেকেন্ডের কত ভাগ? উঃ- একশত কোটি ভাগের এক ভাগ সময়।
৩১৯। কমপিউটারে ভুল ফলাফল প্রদর্শন করলে কি বুঝতে হবে? উঃ- ডাটা ইনপুট করা ভুল হয়েছে।
computer ki
৩২০। ১ ন্যানাে সেকেন্ড = কত সেকেন্ড? উঃ- সে,
৩২১। Hardware বলতে কি বুঝ? উঃ- শক্ত সামগ্রী।
৩২২। কি কমপিউটারের বাস নয়? উঃ- ভি.ই.এস.এ।
৩২৩। কোন ডিস্ক সরাসরি ফরমেট করা যায় না? উঃ- ফপি ডিস্ক।
৩২৪। কী-বাের্ডের ঈঃত্য,অষঃ,ঝরভঃ কী-গুলোকে কীবলে। উঃ- Modifier Key.
computer ki
৩২৫। কী-বাের্ডে কতগুলাে কী থাকে? উঃ-১০৪-১১০ টি।
৩২৬। কমপিউটারের স্পেশাল ডিভাইস কোনটি। উঃ- মাদারবাের্ড।
৩২৭। কমপিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে? উঃ- তিন ধরনের।
৩২৮। সি.পি.ইউ কে কয় ভাগে ভাগ করা যায়? উঃ- তিন ভাগে।
৩২৯। প্রথম প্রজন্মের কমপিউটারে ইনপুট আউটপুট হিসেবে কী ব্যবহার করা হতাে। উঃ- পাঞ্চকার্ড।
computer ki
৩৩০। টেড হফ কোন বিশ্ববিদ্যালয়ের শিক ছিলেন? উঃ- স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।
৩৩১। 'টেড হফ'কতসালে মাইক্রোপ্রসেসরের একটি কার্যকরমডেল তৈরি করেন? উঃ- ১৯৭০ সালে।
৩৩২। টেড হফ এর তৈরি মাইক্রোপ্রসেসরের নাম কী ছিল? উঃ- কমপিউটার ইন এ চিপ।
৩৩৩। মাইক্রোপ্রসেসরের কাজ কী? উঃ- তথ্য প্রক্রিয়াকরণ করা।
৩৩৪। মাইক্রোপ্রসেসরের অংশ কোনটি? উঃ- এএল ইউ, কন্ট্রোল ইউনিট, র্যাম প্রভৃতি
computer ki
৩৩৫। মাইক্রোপ্রসেসরের অংশ নয় কোনটি? উঃ- রেজিস্টার অ্যারে।
৩৩৬। মাইক্রোপ্রসেসরের কোন অংশ তথ্য প্রক্রিয়াকরণেরকাজ করে? উঃ- গাণিতিক ইউনিট।
৩৩৭। মাইক্রোপ্রসেসরের কোন অংশটি ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয়? উঃ- ALU.
৩৩৮। গাণিতিক যুক্তি ইউনিটে প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করার জন্য যে অস্থায়ী উপাত্ত ব্যবহার করা হয় তার নাম কী?উঃ- অপারেন্ড।
৩৩৯। মাইক্রোপ্রসেসরের গাণিতিক যুক্তি ইউনিটের কাজ কয় ভাগে ভাগ করা যায়? উঃ- তিন ভাগে।
computer ki
৩৪০। ইন্সট্রাকশন সাইকেল/নির্দেশ চক্রকে কতভাগে ভাগ করা যায়? উঃ-২ ভাগে।
৩৪১। রেজিস্টার হচ্ছে? উঃ- কেন্দ্রীয় প্রক্রিয়াকরণের অংশে অস্থায়ী তথ্য ধারণের স্থান।
৩৪২। গাণিতিক ফলাফল সংরণের জন্য কোন রেজিষ্টার ব্যবহার করা হয়? উঃ- অকুমােলেটর রেজিস্টার।
৩৪৩। কমপিউটারের বাস গুলো কী? উঃ-কন্ট্রোল বাস, ডাটাবাস, ফেস সাইকেল, PCI.
৩৪৪। র্যামের বৈশিষ্ট কি?উঃ- বিদ্যুৎ চলে গেলে ডাটা মুছে যায়।।
computer ki
৩৪৫। প্রথম কমপিউটার প্রােগ্রামার কে? উঃ-লেডি অগড়া আগাস্ট।
৩৪৬।L.B.M এর পূর্ণরূপ কোনটি? F:- International Business Machine.
৩৪৭। কাজের প্রকৃতি অনুসারে কমপিউটারকে তিন ভাগে ভাগ করা হয় সেগুলাে কী কী? উঃ- এনালগ, ডিজিটাল, হাইব্রিড।
৩৪৮। প্রিন্টার তিন ধরনের হয় সেগুলাে কী? উঃ- লেজার, ইনকজেট, ডট ম্যাট্রিক্স।
৩৪৯। লাইট পেন হল এক ধরনের —-কী?উঃ- ইনপুট ডিভাইস।
computer ki
৩৫০ ডট মেট্রিক্স প্রিন্টারের মুদ্রণ হয় কিসের সাহায্যে উঃ- পিন ও রিবণের সাহায্যে।
Nice
Nice post