computer ki?best ans about question/( part 09)

               কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন উত্তর 




২৬১। বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম কি? উঃ আইবিএম-১৬২০ সিরিজ।


২৬২। বাংলাদেশে প্রথম মেইনফ্রেম কম্পিউটার কোথায় অবস্থায় করা হয়? উঃ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে।।

২৬৩। মাইক্রোসফট কি? উঃ কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান।


২৬৪। এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয় - উঃহাইব্রিড কম্পিউটার।


২৬৫। CIH' ভাইরাস কত তারিখে কম্পিউটারে বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টি করে? উ: ২৬ এপ্রিল ১৯৯৯।


computer ki



২৬৬। কম্পিউটারের প্রথম প্রােগ্রামিং ভাষা কোনটি? উঃ ADA


২৬৭। Which one is a graphics software? E: Adobe Photoshop.


২৬৮। এক কিলােবাইটের বিটের সংখ্যা কত? উঃ 1024 byte


২৬৯। Web Page কি? উঃ সার্ভারে রাখা ফাইল।

computer ki



২৭০। http এর পূর্ণরূপ কি? উঃ hyper text transfer protocol. 


২৭১। চার্লস ব্যাবেজকে কিসের জনক বলা হয়? উঃ- কমপিউটারের।


২৭২। ইনপুট ও আউটপুটকে সংক্ষেপে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? উঃ- |O


২৭৩। নিয়ন্ত্রণ ইউনিট কে কি বলে? উঃ- Control Unit


২৭৪। কার্যনীতির ভিত্তিতে কমপিউটারের শ্রেণিবিভাগ কয়টি ও কি উঃ- তিনটি যথাঃ ক) অ্যানালগ। খ) ডিজিটাল। গ) হাইব্রিড।


২৭৫। কমপিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? উঃ- কম্পুটার

computer ki



২৭৬। কয়েকটি ইনপুট ডিভাইস লিখ। উঃ- কী-বাের্ড, মাউস, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি।


২৭৭। কয়েকটি আউটপুট ডিভাইস লিখ।উঃ- প্রিন্টার, প্লটার, মনিটর, প্রজেক্টর ইত্যাদি।


২৭৮। কমপিউটার শব্দের অর্থ কী? উঃ- গণনা করা।


২৭৯। কী-বাের্ডের কন্ট্রোল কী-র সংখ্যা কয়টি? উঃ- ২টি।


২৮০৷ মাউসের কিক বলতে কী বুঝায়? উঃ- মাউসের বাম বােতাম চাপা।

computer ki



২৮১। সি.পি.ইউ এর অংশ নয় কী? উঃ- মেমােরি।


২৮২। কখন প্রথম মাইক্রো প্রসেসর প্রযুক্তির আবির্ভাব ঘটে? উঃ- ১৯৮১ সালে।


২৮৩ কমপিউটার পেরিফেরালস্ কত ভাগে ভাগ করা যায়? উঃ- তিন ভাগে।


২৮৪। ডিফারেন্স ইঞ্জিন বা বিয়ােগকরণ যন্ত্র তৈরী হয় কতসালে? উঃ- ১৭৮৬ সালে।


২৮৫। নির্গমন মুখ সরঞ্জাম কী? উঃ- আউটপুট ডিভাইস।

computer ki



২৮৬। কমপিউটার স্মৃতি ব্যবস্থাকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়? উঃ- দুই ভাগে।


২৮৭। কমপিউটারের প্রধান বৈশিষ্ট কী? উঃ- কান্তিহীনতা।


২৮৮। প্রথম ইলেকট্রনিক কমপিউটারের নাম কী? উঃ- ইউনিভ্যাক


২৮৯। কমপিউটারের প্রধান ভাষা কোনটি? উঃ- ইংরেজি।


২৯০। কমপিউটারের প্রথম প্রজন্ম কতসালের মধ্যে? উঃ- ১৯৫১-১৯৫৮ সাল।

computer ki



২৯১। বাংলাদেশে প্রথম স্থাপিত কমপিউটারের নাম কী? উঃ- আই.বি.এম.১৬২০ মেইনফ্রেম।।


২৯২। কতসালে বাংলাদেশে কমপিউটার স্থাপিত হয়? উঃ- ১৯৬৪ সালে।


২৯৩। কাজের ধরণ ও প্রকৃতির উপর নির্ভর করে কমপিউটারকে কতভাগে ভাগ করা যায়? উঃ-৩ ভাগে।


২৯৪। মাউস একটি কোন ধরনের ডিভাইস? উঃ- ইনপুট ডিভাইস।


২৯৫। মাউসে কয়টি বাটন থাকে? উঃ- ২ টি।।

computer ki




২৯৬। কমপিউটারের হার্ডওয়ারকে কত ভাগে ভাগ করা যায়? উঃ- পাঁচ ভাগে।।


২৯৭। কমপিউটার কেমন করে কাজ করে? উঃ- ইনপুট-সিপিইউ-আউটপুট।


২৯৮। সি.পি.ইউ এর পূর্ণ রূপ হচ্ছে।

:- Central Processing Unit.


২৯৯। মাইক্রোপ্রসেসর আবিষ্কারের সাল-? উঃ- ১৯৭১।


৩০০। কোন কমপিউটার পরিমাপন পদ্ধতিতে কাজ করে? উঃ- অ্যানালগ কমপিউটার।

computer ki




৩০১। বাংলাদেশে প্রথম স্থাপিত কমপিউটার। উঃ- আই.বি.এম.১৬২০ মেইনফ্রেম।

২৯২। কতসালে বাংলাদেশে কমপিউটার স্থাপিত হয়? উঃ- ১৯৬৪ সালে।

২৯৩। কাজের ধরণ ও প্রকৃতির উপর নির্ভর করে কমপিউটারকে কতভাগে ভাগ করা যায়? উঃ-৩ ভাগে।

২৯৪। মাউস একটি কোন ধরনের ডিভাইস? উঃ- ইনপুট ডিভাইস।

২৯৫। মাউসে কয়টি বাটন থাকে? উঃ- ২ টি।

computer ki



২৯৬। কমপিউটারের হার্ডওয়ারকে কত ভাগে ভাগ করা যায়? উঃ- পাঁচ ভাগে।

২৯৭। কমপিউটার কেমন করে কাজ করে? উঃ- ইনপুট-সিপিইউ-আউটপুট।

২৯৮। সি.পি.ইউ এর পূর্ণ রূপ হচ্ছে। E:- Central Processing Unit.

২৯৯। মাইক্রোপ্রসেসর আবিষ্কারের সাল-? উঃ- ১৯৭১।

৩০০।কোন কমপিউটার পরিমাপন পদ্ধতিতে কাজ করে? উঃ- অ্যানালগ কমপিউটার।

computer ki



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url