computer ki?best ans about question/( part 08)

 


  কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন উত্তর

computer ki?best ans about question/( part 08)

২১১। ফেসবুকে মনের ভাব প্রকাশকে কী বলে?-স্ট্যাটাস


২১২। ফেসবুকের স্ট্যাটাসকে টুইটারে কী বুঝানাে হয়? -টুইট


২১৩। কোন সামাজিক যােগাযােগ সাইটটি সবচেয়ে বেশি জনপ্রিয়? -ফেসবুক


২১৪। জুন ২০১২ পর্যমত্ম পৃথিবীতে Facebook ব্যবহারকারীদের সংখ্যা কত?- ৯০ কোটি।


২১৫। গুগলের ছবি Upload করার সাইটের নাম কি?-Picasa


computer ki


২১৬। কোন মেমােরি মুছে ফেলা খুব কঠিন?-রমের মেমােরি


২১৭। কোথায় কম্পিউটার চালু করার নির্দেশনাবলি সংরক্ষিত থাকে? -ROM


২১৮। সর্বপ্রথম কোন কোম্পানি হার্ডডিস্ক তৈরী করেন?- আইবিএম


২১৯। ডিজিটাল ক্যামেরা কি ধরনের ডিভাইস?-ইনপুট ডিভাইস


২২০ ল্যাপটপের কোন অংশটি মাউসের কাজ করে?– টাচ প্যাড

computer ki


২২১। পেনড্রাইভ প্রথম কখন বাজারে আসে? -২০০০ সালে।


২২২। গেমস খেলার জন্য আলাদা পাের্ট থাকে কোথায়? -গ্রাফিক্স কার্ডে


২২৩। কত সালে প্রথম হার্ডডিক্স তৈরী হয়?=১৯৫৬ সালে।


২২৪। কম্পিউটারের ভাষায় কয়টি অক্ষর আছে? -২টি


২২৫। পেনড্রাইভ এর অপর নাম কি? ফ্লাশ ড্রাইভ।

computer ki


২২৬। ১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার বাহিনীর ওয়েবসাইটে ঢুকে পড়া হ্যাকারের বয়স কত ছিল? ১৯ বছর।


২২৭। বিশ্বের বৃহত্তম মুক্ত জ্ঞান ভান্ডার কোনটি? -উইকিপিডিয়া


২২৮। কেউ যদি অপরের ওয়েব সাইটে ঢুকে কোন কিছু ক্ষতি না করে ফিরে আসে তাকে কী বলা হয়?হােয়াইট হ্যাট হ্যাকার।


২২৯। Melissa ভাইরাস কবে কম্পিউটার ওয়ার্ল্ডকে আক্রমন করে? -১৯৯৯ সালে।


২৩০। Melissa-এর আক্রমনের ভয়ে কোন কোম্পানি তাদের ই-মে সার্ভার বন্ধ রাখে? -Microsoft.

computer ki


২৩১। MelissaVirus তৈরী করেন কে?-ডেভিড স্মিথ।


২৩২। Melissa Virus তৈরীর অপরাধে ডেভিডস্মিথের কী সাজা হয়েছিল?-১০ বছরের জেল?

২৩৩। Mydoom Wormকি?-কম্পিউটার ভাইরাস।


২৩৪। ২০০৪ সালে কোন কম্পিউটার ভাইরাসটি সাইবার জগৎকে ব্যাপক ক্ষতি সাধন করে? - Mydoom Worm


২৩৫। Mydoom Worm কম্পিউটার ভাইরাস একসাথে কয়টি কম্পিউটারকে আক্রমন করে?-২,৫০,০০০।

computer ki


২৩৬। কেউ যদি অপরের ওয়েবসাইটে ঢুকে তার ওয়েবসাইট এলােমেলাে করে ফেলে তাকে কী বলা হয়? -ব্লাক হ্যাট হ্যাকার।


২৩৭। অন্যের ওয়েবসাইটের গােপন অংশে অবৈধভাবে ঢুকে পড়াকে কী বলা হয়?- হ্যাকিং


২৩৮। ইন্টারনেট থেকে কোনাে তথ্য কপিকরে হুবহু নিজের মতাে চালিয়ে দেওয়াকে কী বলা হয়? -পেস্নজারিজম।।


২৩৯। কম্পিউটার ভাইরাস কি?-একধরণের প্রােগ্রাম।


২৪০। সর্বপ্রথম প্রবর্তিত বাংলা লেখা সফটওয়্যারের নাম কি? -শহিদলিপি।

computer ki


২৪১। শহিদ লিপি সফটওয়্যার কত সালে প্রবর্তন করা হয়? -১৯৮৫ সালে।


২৪২। এলাইনমেন্ট কয় ধরণের ? ৪ ধরণের।


২৪৩। একটি কীবাের্ডে কয়টি ফাংশন-কী থাকে? ১২টি।


২৪৪। দুটি বর্ণ পরস্পরকে যুক্ত করতে সংযোগকারীমধ্যবর্তী “Key”কোনটি? -G


২৪৫। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অনুমােদিত বাংলা কীবাের্ড লেআউট এর নাম কী? -ন্যাশনাল কীবাের্ড।

computer ki


২৪৬। মাইক্রোসফট ওয়ার্ড চালুর সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবেকোনটি খােলে?-নতুন ডকুমেন্ট।


২৪৭। অভ্র কত সালে প্রবর্তিত হয়? -২০০৭ সালে।


২৪৮। ইংরেজি বাটন দ্বারা বিজয় বাংলা কীবাের্ডে কী লেখা যায়? - জ ও ঝ।


২৪৯। উইকিপিডিয়া তৈরী করেন কে?-সারাবিশ্বের মানুষ


২৫০। ইন্টারনেট কী? উ: দুই বা ততােধিক ভিন্ন স্ট্যান্ডার্ড-এর নেটওয়ার্ককে মধ্যবর্তী সিস্টেম | (যেমন: গেটওয়ে, রাউটার)-এর মাধ্যমে আন্ত-সংযুক্ত করে যে মিশ্র প্রকৃতির নেটওয়ার্কের ডিজাইন করা হয়, তাকে ইন্টারনেট বলে।

computer ki


২৫১। কম্পিউটার কে আবিস্কার করেন?উঃ হাওয়ার্ড এইকিন।

২৫২। বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি? উঃ ENIAC

২৫৩। বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটারের নাম কি? উঃ UNIVAC

২৫৪। প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি? উঃ Mark-1

২৫৫। প্রথম তৈরি পার্সোনাল কম্পিউটারের নাম কি? উঃ এ্যালটেয়ার ৮৮০০।

computer ki


২৫৬। প্রথম মিনি কম্পিউটারের নাম কি? উঃ পিডিপি-১

২৫৭। মিনি কম্পিউটারের জন্মদাতা কে? উঃ কেনেথ এইচ ওলসেন।

২৫৮। মানব মসিত্মষ্কের কোন বৈশিষ্ট্য কম্পিউটারে নেই? উঃবুদ্ধি বিবেচনা।

২৫৯। পামটম কি? উঃ একধরণের ছােট কম্পিউটার।

২৬০। বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘর কোথায় অবস্থি উঃ যুক্তরাষ্ট্রের আটলান্টায়।

computer ki


Next Post Previous Post
2 Comments
  • Good
    Good July 11, 2022 at 8:21 PM

    Tnx Vai for this information

    • UK বিভিন্ন প্রশ্ন ও উত্তর
      UK বিভিন্ন প্রশ্ন ও উত্তর July 12, 2022 at 12:07 AM

      wc vaiya pasei thakben

Add Comment
comment url