বাংলাদেশের ইতিহাস সম্পর্কিত কিছু তথ্য
**প্রাচীনকালে বাংলাদেশ বঙ্গ নামে পরিচিত ছিল। তবে 'বাংলাদেশ' নামকরণ করেন বাংলার সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ তিনি বাংলার নামকরণ করেন "মূলক ই বাঙ্গালা" (মূলক= দেশ, বাঙ্গালা=বাংলা)।
**বাঙালি কোন একক জাতি নয়। বাঙালি জাতি গড়ে উঠেছে বিভিন্ন জাতের সংমিশ্রণে যেমন অস্ট্রিক, নেগ্রিটো, দ্রাবিড় প্রভৃতির। বাঙালি জাতির প্রধান অংশ মূলত অস্ট্রিক গোষ্ঠী থেকে গড়ে উঠেছে।
**প্রাচীন বাংলায় মোট ১১ টি জনপদ ছিল। এগুলো হলো বঙ্গ, রাঢ়, সমতট, হরিকেল, আরাকান, চন্দ্রদ্বীপ, গৌড়, বিক্রমপুর, কামরূপ, বরেন্দ্র এবং পুন্ড্র।
**প্রাচীন বাংলা তথা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে শাসন করে পাল বংশ। তাদের শাসনকাল প্রায় ৪০০ বছরেরও বেশি সময়। **সম্রাট আকবর বাংলা সালের প্রবর্তন করেন। সম্রাট আকবরের উজির আমীর উল্লাহ সিরাজী বাংলা সাল প্রতিষ্ঠা করেন ১৫৮৪ সালে। তখন এর নাম ছিল তারিখ-ই- ইলাহী বা ফসলী সন। ১৫৮৪ সালের ১০/১১ মার্চ এটি বঙ্গাব্দ হিসেবে পরিচিত হয়। বাংলা সালের প্রবর্তক হিসেবে আকবর ছাড়াও রাজস্ব মন্ত্রী টোডরমল এবং আমীর উল্লাহ সিরাজীর নাম উল্লেখ করা হয়। তৎকালীন কৃষকদের নিকট থেকে খাজনা বা রাজস্ব আদায়ের প্রতিবন্ধকতা এড়ানোর জন্য বাংলা সনের চালু করা হয়।
**প্রাচীন ভারতের সবচেয়ে সমৃদ্ধশালী রাজ্য ছিল বাংলা। তৎকালীন বিশ্বের মোট জিডিপির ২৫ শতাংশের অংশীদার ছিল ভারতবর্ষ। আর ভারতবর্ষের মোট জিডিপির ৫০ শতাংশের অংশীদার ছিল বাংলা প্রদেশ।
**ভারতবর্ষে উৎপাদিত মসলিনের একমাত্র যোগানদাতা ছিল বাংলা প্রদেশ ।
**বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন তুর্কি সেনাপতি বক্তিয়ার খিলজি। ১২০৪ সালে তিনি বাংলা আক্রমন করে দখল করেন। এরপর প্রায় সাড়ে পাঁচশ বছর বাংলা মুসলিম শাসকদের দ্বারা শাসিত হয়।
**সর্বপ্রথম ঢাকাকে রাজধানী করা হয় ১৬১০ সালে। এরপর ১৯০৫ সালে বঙ্গভঙ্গের মাধ্যমে প্রতিষ্ঠিত নতুন বাংলা প্রদেশের রাজধানী হয় ঢাকা। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র গঠনের পর পূর্ব পাকিস্তান প্রদেশের রাজধানী হয় ঢাকা। সর্বশেষ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজধানী হিসেবে স্বীকৃতি পায় ঢাকা। আরও জানুন