বাংলাদেশের পরবর্তী প্রাইম মিনিস্টার কে হতে পারে?

মন্তব্য ১

বাংলাদেশ সামনে দুটি পরিস্থিতির শিকার হতে পারে।

১.হয়ত মানুষ উগ্রবাদী হয়ে যাবে

২.অথবা মানুষ নাস্তিক্যবাদ,সেকুলারিজম,জাতীয়তাবাদ,আধুনিকতার স্রোতে গা ভাসাবে।

#এটার উপরই আসলে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন,তা নির্ভর করবে।তবে অনুমান করা যায়ঃ

*সেনাবাহিনি ক্ষমতায় আসতে পারে।

*বিএনপির দ্বারা হয়ত একাজ সম্ভব হবেনা।

#বাংলাদেশ প্রাইম মিনিস্টার

*সকল আলেমরা ঐক্যবদ্ধ হলে তারা ক্ষমতায় আসতে পারবে হয়ত,কিন্তু দলীয় এমন বিভাজন যেমনঃতাবলীগ,পীর,আহলে হাদীস,জামাত,হেফাজত,চরমোনাই এভাবে আলাদা আলাদা থাকলে হয়ত সম্ভব হবেনা।আল্লাহই ভালো জানেন।

*অথবা গৃহযুদ্ধ লেগে যেতে পারে।

*আবার পাশের কোনো দেশ যদি বাংলাদেশ দখলের অপচেষ্টা চালায়,তাহলে হয়ত আরেকটা ১৯৭১ আপনাকে,আমাকে ফেস করতে হবে।

#মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিলেন

মন্তব্য ২

বলা যায় না, তবে একটা তালিকা করা যায়ঃ

১. হাসানুল হক ইনু।

২. শেখ হাসিনা।

৩. দেলোয়ার হোসেন সাইদি।

৪. খালেদা জিয়া।

৫. সজীব ওয়াজেদ জয়।

৬. চরমোনাই পীর। 

৭. সালমান এফ রহমান।

৮. তারেক রহমান।

#বাংলাদেশের প্রধানদের তালিকা

৯. শারমিন আহমেদ।

১০. মাহফুজ আনাম।

১১. আসাদুল্লাহ আল গালিব।

১২. রাকিন আহমেদ।

১৩. এন এম লারমা।

১৪. মতিয়া চৌধুরী।

১৫. মামুনুল হক।

#বাংলাদেশে প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন

মন্তব্য ৩

আমি রাজনীতি বিশেষজ্ঞ নই।তবে রাজনীতি নিয়ে আমার কিছুটা আগ্রহ আছে।সে হিসেবে আমার মনে হচ্ছে বাংলাদেশের পরবর্তী প্রাইম মিনিস্টার হতে পারেন শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।এবার পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানেও শেখ হাসিনা তার মেয়েকে পাশে রেখেছেন।তাছাড়া সজীব ওয়াজেদ জয়কে আমার ওভাবে যোগ্য মনে হচ্ছে না।

#বাংলাদেশের প্রধানমন্ত্রী কত তম ২০২০

মন্তব্য ৪

বাংলাদেশের নেতৃত্ব বরাবরের মতো নারীদের হাতে থাকবে বলেই মনে হচ্ছে।সে হিসেবে আওয়ামী লীগের তরফ থেকে পরবর্তী প্রাইম মিনিস্টার হতে পারে শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এবং বিএনপি'র পক্ষ থেকে যদি কেউ প্রধানমন্ত্রী হন,তাহলে তারেক জিয়ার মেয়ে জায়মা রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url