বাংলাদেশের পুলিশের কিছু জঘন্য অপকর্ম
ঘটনা 1
2015 সালের শেষের দিকে। আমি তখন আমার ক্লাস 8 এর ফাইনাল পরীক্ষা শেষ করি।আমার বাবা একজন সহজ সরল মানুষ ছিলেন। জীবনে রাজনীতি করেছেন কিনা জানি না। আমাদের বাজারে একটি ভিআইপি দোকান ছিল যেখানে বাবা কেনাকাটা করতেন, এবং আমি মাঝে মাঝে দোকানে বসতাম। একদিন বিকেলে বাবা দোকানের জন্য কিছু ফল কিনে বাড়ি থেকে খেতে বললেন। বাসা থেকে খেয়ে বাজারে যাব, তারপর বাবা বাসায় আসবে।
পুলিশ এসব অপকর্ম
আমি বাড়ি আসছি. 10 মিনিট পর একজন আমাকে বাজার থেকে ডাকল। তোমার বাবাকে পুলিশ গ্রেফতার করেছে। আমি কি করব বুঝতে পারছিলাম না। কেন নেওয়া হয়েছে জানি না। বিকেলে আমি থানায় বাবার সঙ্গে দেখা করতে গেলেও পুলিশ আমাকে দেখা করতে দেয়নি। আমি একজন পুলিশকে 200 টাকা দিয়েছিলাম এবং তারপর সে আমাকে তার সাথে দেখা করতে দেয়। বাবাকে থানায় দেখে যে আমার খুব খারাপ লেগেছিল তা কাউকে বোঝাতে পারব না।
পুলিশ অফিসার ধর্ষণ করলো
রাতে বাজার থেকে এক চাচা ডাকলেন। আমাকে বাজারে আসতে হবে। রাত সাড়ে এগারোটার দিকে বাজারে গিয়ে দেখি একজন পুলিশ দাঁড়িয়ে আছে এবং বাজার থেকে কয়েকজন চাচা। তারা বলে তোমার বাবাকে নিয়ে গেছে। আমি পুলিশকে জিজ্ঞাসা করলাম তারা কেন আমার বাবাকে নিয়ে গেছে। তারপর পাশের চাচা আমাকে একপাশে নিয়ে এসে বললেন, কেন জিজ্ঞেস করছেন? এসব জিজ্ঞেস করবেন না। তুমি পুলিশকে কিছু টাকা দাও, পুলিশ তোমার বাবার মামলা ক্লিয়ার করবে। যাতে দ্রুত মুক্তি দেওয়া যায়। আমি একজন ছোট মানুষ, আমার বয়স মাত্র 15 বছর। আমি বললাম চাচা কত দিতে হবে? সে বলে তুমি যা চাও ৫-১০ হাজার দাও নাহলে তোমার বাবার মুক্তি হবে না। আমি বললাম টাকা নেই। চাচা বললেন, আমার কাছ থেকে 5000 ধার নিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিন। টাকা নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করলাম।
পুলিশটা ধর্ষক
40 দিন পর বাবা ছাড়া। আর বাবা ধরা পড়ল, বাবা জমায়েত করছিলেন। আমার বাবা কি নাশকতা করছিল? আমি বিশ্বাস করি, আল্লাহর কসম, আমার বাবা এমন কোনো অপরাধ করেননি, যার জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করবে।
ঘটনা 2
2016 আগের ঘটনার 8-9 মাস পর। আমি তখন ক্লাস নাইনে পড়ি। রাতে বাসায় সবাই ঘুমাচ্ছে। তখন দেখি বাড়ির সামনে গেট খুলে ৪-৫ জন পুলিশ দাঁড়িয়ে আছে। আমরা বের হয়ে যাব. পুলিশ আমাকে এবং আমার বাবাকে হাতকড়া পরিয়ে দেয়। মা রেগে গেলেন। কেন তাকে পুলিশে হাতকড়া পরিয়ে দিচ্ছ? তখন কি করলে পুলিশ আমাকে ছেড়ে দিয়ে বাবাকে নিয়ে গেল। আমি রাস্তায় গিয়ে পুলিশকে বললাম বাবার কি হয়েছে, ওকে নিয়ে যাচ্ছেন কেন? তখন পুলিশ বলল, কোন নেতা বা বড় লোককে চেনেন তাহলে তাকে ফোন করে আমার সাথে কথা বলুন। আমি বলেছি না. তখন একজন পুলিশ বলল টাকা আছে? তোমার কিছু থাকলে দাও আর তোমার বাবাকে নিয়ে যাও। আমি বললাম টাকা নেই। তারপর কিছু না বলে পুলিশের গাড়ি চলে গেল বাজারের দিকে। আমি আর মা ছয় হাজার টাকার বড়ি নিয়ে বাজারে যাই। রাত তখন প্রায় 1:30-2। বাজারে যাওয়ার পর দেখলাম এলাকার এক বড় ভাই বাইকে করে আসছেন। আমার কি হল? আমি বললাম আমার বাবাকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি বলেন, পুলিশ কোথায়? আমি বললাম মনে হয় বাজারে আছে। বড় ভাই পুলিশের সঙ্গে কথা বলে জানান, পুলিশ ১০ হাজার টাকা চায়। আমার কাছে ছিল ৬ হাজার টাকা। পুষেশকে দিলাম। পুলিশ আরও ৪ হাজার টাকা দিতে বলে। তারপর আর বললাম না। তারপর বলল, সকালে আমার বড় ভাইকে দিতে হবে। আমি বললাম ঠিক আছে সকালে দেব। পুলিশ বাবাকে ছেড়ে দেয়। সকালে বাকি চার হাজার টাকা বড় ভাইকে দিয়ে দিলাম।
ধর্ষণের মামলা করতে গিয়ে ঘুস খায় পুলিশ
অবশেষে একটি কথা ছিল? জনগণ পুলিশের কাছে নিরাপত্তা চায়, পুলিশকে নিরাপত্তা মনে করে। কিন্তু ওই পুলিশরা আমাদের মতো লোককে ডাকাতি করছে। এটা কোন ব্যাপার না, একদিন সবার বিচার হবে।