বিজ্ঞান থেকে সাধারণ জ্ঞান ২০২২ (part05)
১১৯। কোন গ্যাসকে অক্সিজেন বাহক বলা হয় -নাইট্রজেন -ডাই-অক্সাইড
১২০। জণ্ডিসের সময় বেড়ে যাওয়া বিলিরুবিন কোথা থেকে উৎপন্ন হয় -হিমােগ্লোবিন।
১২১। কার্ল লিনিয়াস কত সালে 'Genera Plantarum' রচনা করেন -1737 সালে।
১২২। স্কার্ভি রােগ কী কারণে হয় -ভিটামিন C এর অভাবে।
১২৩। কোন যন্ত্র ফুসফুসের অক্সিজেন নেওয়ার পরিমাণ নির্ণয় করে - ডগলাস ব্যাগ বা,
স্পাইরােমিটার।
১২৪। লােহিত কণিকা অতিরিক্ত বেড়ে গেলে কী হয় -পলিসাইথিমিয়া।
১২৫া মাইনর কার্পের উদাহরণ কোন-কোন মাছ -বাটা ও পুঁটি।
১২৬। বাঘ মশা কাকে বলে -এডিস মশাকে।
১২৭। পশ্চিমবঙ্গের ঘরে ঘরে ব্যবহৃত একটি বিদেশি মাছের নাম কী -তেলাপিয়া।
১২৮। জলাভূমির জলভাগের সাধারণ গভীরতা কত -২.৫-৩০০ সেন্টিমিটার।
১২৯। বিপন্ন প্রজাতির একটি উদ্ভিদের নাম কী?- ঘৃতকুমারী।
১৩০। মানুষের শরীরে সবচেয়ে ছােট গ্রন্থি কোনটি -পিনিয়াল বডি।
১৩১। পােকানাশক ব্যবহার করলে উৎপাদন কতটা বাড়ে -৫০%।
১৩২। কোন প্রােটোজোয়ার সবচেয়ে বেশি ক্রোমােজোম আছে- Aulacantha (১৬০০টি)।
১৩৩। স্ত্রী ও পুরুষের মধ্যে কাদের টিউবেকটোমি করা হয়- মহিলাদের।
১৩৪। হেপাটাইটিস B ভাইরাসে DNA /RNa.. র মধ্যে কোনটি থাকে – DNA.
১৩৫| APOD' কথায় Anxiety, Phobia Obsessionএর পর চতুর্থটি কী -Depression.
১৩৬। একটি আমেরিকান মুরগির ব্রিডের নাম কী-রােড আইল্যান্ড রেড।
১৩৭। মিউটেশন নামকরণ করেন কোন বিজ্ঞানী - Hugo De Vries.
১৩৮। জীবাণুর ক্রিয়ায় মৃত পাতাকীসে পরিণত হয় -হিউমাসে (Humus) |
১৩৯। কোন প্রাণীর রক্তের রঙ বেগুনি -গােলকৃমি।
১৪০। কোন বিজ্ঞানী ল্যামার্কের বক্তব্যকে ভুল প্রমাণ করেন -ভাইসম্যান।
১৪১। চোখের জলে কোন উৎসেচক পাওয়া যায়- লাইসােজাইম।
১৪২। সদ্যজাত শিশুদের প্রতি মিনিটে হৃৎস্পন্দন কত বার -১২০ বার।
১৪৩। মস্তিষ্কের বাইরে যে পাতলা আবরণ থাকে তার নাম কী -মেনিনজেস।
১৪৪। অ্যান্টিজেন কোথায় পাওয়া যায় মানুষের দেহে ও দেহের বাইরে।
১৪৫। পশ্চিমবঙ্গের কোথায় রেশম গবেষণা কেন্দ্র আছে -বহরমপুরে।
১৪৬া মহিলাদের হৃৎপিণ্ডের ওজন কত -২৮০ গ্রাম।
১৪৭। নিউক্লিওলাসে কোনগুলি বেশি পরিমাণে পাওয়া যায় – RNA, DNA ও প্রােটিন।
১৪৮। ক্রোমােজোম তত্ত্বের প্রবক্তা কে- ওয়াল্টার সাটন ও থিওডাের বােভেরি।
১৪৯। কোন সজিতে Raphide পাওয়া যায় -কচু, ওল।
১৫০। কোন যন্ত্রের সাহায্যে জলের নিচের তল দেখা যায় -হাইগ্রোস্কোপ।
১৫১ লেন্স পরিমাপের যন্ত্রের নাম কী -ফ্যাকোমিটার।
১৫২। চাপের পরিবর্তন পরিমাপক যন্ত্রের নাম কী-টেসিমিটার।
SCOT 'PUARA'