বিজ্ঞান থেকে সাধারণ জ্ঞান ২০২২ (part04)
৮৮। সালােকসংশ্লেষে ক্লোরােফিলের ভূমিকা কী -সূর্যের আলাে শােষণ করা ও আলােক রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিভাজিত করা।
৮৯। ক্যালসিটোনিনএর উৎপত্তিস্থল কোথায়-অগ্ন্যাশয়ে।
৯০। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে মূত্রের pH মান কত - ৭.৩।
৯১। অভিস্রবন প্রক্রিয়ায় দ্রাবক কোন অভিমুখে যায় –কম থেকে বেশি।
৯২। লিগামেন্ট কার মধ্যে সংযােগ সাধন করে-দুটি হাড়ের মধ্যে।
৯৩ কোনাে প্রাণী কত বছর না পাওয়া গেলে তা বিলুপ্ত হিসাবে ধরা হয় -৫০ বছর।
৯৪। কোনটি অমরানিঃসৃত হর্মোন -হিউম্যান কোরিওনিক গােনাডােট্রপিন (HCG),
৯৫। তরুণাস্থির কোশ কোনটি-কন্ট্রোসাইট।
৯৬। কোন পতঙ্গ জলে ডিম পাড়ে- ড্রাগন ফ্লাই।
৯৭। মানুষের সবচেয়ে মজবুত হাড় কোনটি -ফিমার।
৯৮। স্তন্যপায়ী প্রাণীদের কধরণের দাঁত থাকে -৪ ধরণের।
৯৯। পতঙ্গের দেহে কোন প্রােটিন পাওয়া যায় -কাইটিন।
১০০। উদ্ভিদ কোশে কীসের পরিমাণ সবচেয়ে বেশি- শর্করা।
১০১। অ্যাটাকামাইট (Attacamite) কোন ধাতুর আকরিক – তামা।
১০২। জার্মান সিলভারের উপাদান কী কী -২৫-৩০% তামা, ২৫-৩৫% দস্তা ও ১০-৩৫% নিকেল।
১০৩। চিনামাটি বাক্যাওলিনকোন ধাতুর আকরিক - অ্যালুমিনিয়াম (Al03 2sio, | 2Ho) |
১০৪। হাইড্রোজেন গ্যাসের নাম কে দেন -বিজ্ঞানী ল্যাভয়সিয়ে।
১০৫| ফসজিনের (Phosgene) রাসায়নিক নাম কী -কার্বনিল ক্লোরাইড।
১০৬া হাইড্রোজেনের তুলনায় ভারি হওয়া সত্ত্বেও কোন গ্যাস বেলুনে ব্যবহার করা হয় - হিলিয়াম। (He)| ১০৭৷ সােডিয়াম পরমাণুর প্রথম কক্ষে ইলেক্টনের সংখ্যা কটি-২টি।
১০৮| পর্যায় সারণীতে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি -ফ্লোরিন (Florin) |
১০৯। ক্লোরিন পরমাণুর বাইরের কক্ষে (তৃতীয়) ইলেক্ট্রনের সংখ্যা কটি -৭টি।
১১০। বায়ুমণ্ডলে নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ শতকরা কত ভাগ - ০.৯৫% ( আয়তন। হিসাবে)।
১১১। হাইডােজেনের কোন আইসােটোপের পরিমাণ প্রকতিতে বেশি -হাইডােজেনের ৩টি আইসােটোপের মধ্যে একমাত্র প্রােটিয়ামের (H) পরিমাণই বেশি (৯৯.৯৮৫%)।
১১২। ভারতের কোথায় ভারি জল তৈরি করা হয় -নাঙ্গাল ও নারােরা।
১১৩। বদ্ধ ঘরে কোনাে ব্যক্তি কাঠের আগুন জ্বালিয়ে বেশিক্ষণ থাকলে তার মৃত্যুর কারণ হবে কোন গ্যাস -কার্বন মনাে-অক্সাইড। (co)|
১১৪। রাশিয়ায় রকেটের জ্বালানি হিসাবে যে। প্রােটিন প্রপেল্যান্টব্যবহৃত হয় তার মূল উপাদান কী -কেরােসিন ও তরল অক্সিজেন : (ol
১১৫| সরলতম হাইড্রোকার্বনের নাম কী -মিথেন।
১১৬। সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে। হাইড্রোজেনের কীরকম বন্ধন দেখা যায় । একবন্ধন (single bond) |
১১৭। কোন-কোন হাইড্রোকার্বনকে অ্যালকিনস(Alkenes) বলে - যেসব হাইড্রোকার্বনের অন্তত দুটি কার্বন (C) পরমাণুর মধ্যে দ্বি-বন্ধন। (Double bond) থাকে (যেমন-ইথিলিন)।
১১৮। ক্লোরিন গ্যাসের গন্ধ কেমন -ব্লিচিং পাউডারের মতাে ঝাঁঝালাে।