বিজ্ঞান থেকে সাধারণ জ্ঞান ২০২২ (part03)

সাম্প্রতিক সাধারণ জ্ঞান,গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান,আসার মত সাধারণ জ্ঞান,কমন পড়ার মত সাধারণ জ্ঞান,২০২১ সালের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,পরীক্ষায় আসার মত সাধারন জ্ঞান,সাধারণ জ্ঞান,সাধারণ জ্ঞান ২০২১,সাধারণ বিজ্ঞান,অতি সাম্প্রতিক আলোচিত সাধারণ জ্ঞান,সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২ pdf,২০২২ সালের বিভিন্ন পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান,সাধারণ জ্ঞান প্রশ্ন ২০২১,২০২২ সালে চাকরির পরীক্ষায় আসা সকল সাধারণত জ্ঞান,সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২১
৫৮ পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কী -শিউলি।

৫৯। গাইগার কাউন্টার কী কাজে লাগে-পদার্থের তেজস্ক্রিয়তা নিরূপণের কাজে।

৬০। কার্সিনােজেন কাকে বলে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে।

৬১। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড কাকে বলে- জলে জৈব ও অজৈব পদার্থ জারিত করতে প্রয়ােজনীয় অক্সিজেনের পরিমাণকে।

৬২। সমুদ্রের গভীরতা মাপতে কোন যন্ত্র ব্যবহৃত হয় -ইকো সাউন্ডার।

৬৩। টাটকা ফল ৰা, মাছ সাধারণত কোন পদ্ধতিতে সংরক্ষিত করে প্যাকেট ফুড করা হয় -শূন্যস্থান শুষ্ককরণ পদ্ধতিতে।

৬৪। তেজস্ক্রিয়তা মাপার একক কী-কুরি।

৬৫| অগভীর মজে যাওয়া পুকুর ও গভীর পরিষ্কার জলের পুকুরের মধ্যে কোনটিতে B.0.0.কম হবে -পরিষ্কার জলের পুকুরের।

৬৬। রেড ডেটা বুককী বিলুপ্তপ্রায় উদ্ভিদগােষ্ঠীর নাম গােত্রের তালিকা।

৬৭। জৈব পদার্থ অবিকৃত অবস্থায় সংরক্ষণের উপায় কী - ৫% ফর্মালডিহাইড দ্রবণে ভিজিয়ে রাখা।

৬৮। বিজ্ঞানের কোন শাখার সঙ্গে ইকথিওলজি। যুক্ত মাছ সম্পর্কিত।

৬৯। দ্বিপদ নামকরণের অর্থ কী- দুটি শব্দে কোনাে জীবের বৈজ্ঞানিক নাম।

৭০া দ্বিপদ নামকরণের প্রবক্তা কে -ক্যারােলাস লিনিয়াস।

৭১। হার্বেরিয়াম কী -শুকনাে উদ্ভিদের নমুনা সংরক্ষণকারী কেন্দ্র।

৭২। পশ্চিমবঙ্গের সংরক্ষণ তালিকাভুক্ত দুটি উদ্ভিদের নাম কী -সূর্যশিশির ও নয়নতারা।

৭৩ যে লেন্সের প্রান্তভাগ মধ্যভাগের তুলনায় স্ফীত তাকে কী বলে-অবতল লেন্স।


৭৪। পশ্চিমবঙ্গের সংরক্ষণ তালিকাভুক্ত দুটি প্রাণীর নাম কী-বাঘ ও ধনেশ পাখি।


৭৫। উত্তল লেন্সকে কেন অভিসারী লেন্স বলা হয় – উত্তল লেন্সে সমান্তরাল রশ্মিগুচ্ছ। আপতিত হলে লেন্সের দুই তলে প্রতিসরণের পরে তা একটি অভিসারী রশ্মিগুচ্ছে। পরিণত হয় বলে।


৭৬। মুখ্য বা, প্রধান ফোকাস কাকে বলে - উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল, নির্দিষ্ট রঙের সরু রশ্মিগুচ্ছ উত্তল লেন্সে আপতিত হয়ে। প্রতিসরণের পর লেন্সের প্রধান অক্ষের ওপর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে বলে লেন্সের মুখ্য ফোকাস।।


৭৭। TYMV-র অক্ষরের অর্থ কী -Turnip.


৭৮| এন্ডপ্লাজমিক রেটিকিউলামের কাজ কী ?-স্টেরয়েড হর্মোন সংশ্লেষণ করা।


৭৯। মানব দেহের ক্ষুদ্রতম গ্রন্থির ওজন কত –০.৫ গ্রাম।


৮০া স্বাধীনভাবে ভাসমান জলজ মূলবিহীন উদ্ভিদ কোনটি – Utricularia Sp.


৮১ উৎসেচক(Enzyme) নামকরণ করেন। কোন বিজ্ঞানী -Wilhelm FriedrichKuhne.


৮২। ভারতে Pinus এর কতগুলি প্রজাতি সম্পর্কে জানা যায়-৬টি।


৮৩। জেনােটাইপ কথার প্রবর্তক কে - জোহানসেন।


৮৪। মানুষের প্রতিটি হাতে কতগুলি হাড় থাকে-৩০টি।।


৮৫া বাণিজ্যিক কাঠ কোন গােত্রভুক্ত উদ্ভিদ থেকে পাওয়া যায় - সােলানেসি।


৮৬া বাষ্পমােচন বিরােধী উপাদানগুলি কী - অ্যাবসিসিক অ্যাসিড, ফিনাইল ও অ্যাসপিরিন।।


৮৭। সােডিয়াম গ্লাইকোকোলেট কী-পিত্তলবণ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url