বিজ্ঞান থেকে সাধারণ জ্ঞান ২০২২ (part02)

 

সাধারণ জ্ঞান,বিজ্ঞান মঞ্চ পরীক্ষা ২০২২,সাম্প্রতিক সাধারণ জ্ঞান,সাধারণ জ্ঞান ২০২২,বিজ্ঞান মঞ্চ,বিজ্ঞান মঞ্চ পুরস্কার,বিজ্ঞান মঞ্চ পরীক্ষার তারিখ,পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ,অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২,সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২২,বিজ্ঞান মঞ্চ পরীক্ষা সিলেবাস,অর্থনৈতিক সমীক্ষা ২০২২ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক সাধারণ জ্ঞান মডেল টেস্ট ২০২২ বাংলাদেশ,সাধারণ বিজ্ঞান,৫০ টি সাধারণ জ্ঞান,সাধারণ জ্ঞান মডেল টেস্ট,সাধারণ বিজ্ঞান বিসিএস,পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

৩২। বর্ণালি কাকে বলে - বহুবর্ণী আলাের বিচ্ছুরণে উৎপন্ন একাধিক একবর্ণী আলাের পথকে বর্ণালি বলে।


৩৩। অশুদ্ধ বর্ণালি কাকে বলে -যে বর্ণালিতে উপাদান বর্ণগুলি একে অন্যের ওপর পড়ায় তাদের স্পষ্টভাবে আলাদা করা যায় না তাকে অশুদ্ধ বর্ণালি বলে।


৩৪। আয়নায় আমাদের বাঁ হাতকে ডান হাত বলে মনে হয় কেন - সমতল দর্পণে প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটে বলে।


৩৫। প্রতিবিম্ব কপ্রকারের ও কী কী -এই দুধরণের সদবিম্ব ও অসদবিম্ব।


৩৬া সমতল দর্পণে রশ্মির আপতন কোণ 4s ডিগ্রী হলে প্রতিফলন কোণ ও চ্যুতি কোণ কত হবে। প্রতিফলন কোণ 45 ডিগ্রী ও চ্যুতি কোণ 90 ডিগ্রী হবে।


৩৭। সমতল দর্পণের মাধ্যমে বস্তুর সদবিম্ব সৃষ্টি করতে পারা যায় কীভাবে – কোনাে বস্তু থেকে আসা এক গুচ্ছ অভিসারী রশ্মি দর্পণের ওপর আপতিত হলে প্রতিফলনের ওপর তারা বিন্দুতে মিলিত হয়। ফলে চোখ, বিন্দুতে বস্তুর সদবিম্ব দেখতে পায়।।


৩৮| আলােকের কোন প্রতিফলনের জন্য পুকুরের পাড়ে থাকা কোনাে গাছের ছায়া আঁকাবাঁকা দেখায় -আলােকের বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য।


৩৯। বিচ্ছুরণ কাকে বলে - প্রিজমের মতাে কোনাে প্রতিসারক মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার ফলে বহুবর্ণী আলাে বিশ্লিষ্ট হয়ে একাধিক একবর্ণী আলাে উৎপন্ন হওয়াকে : বিচ্ছুরণ বলে।


৪০| লেন্স কাকে বলে - নির্দিষ্ট জ্যামিতিক আকৃতির দুটি মসৃণ তল দিয়ে আবদ্ধ স্বচ্ছ আলােকীয় মাধ্যমকে লেন্স বলে।


৪১। সাদা কপার সালফেটে জল মেশালে কোন রঙ হবে -নীল।


৪২। কোন পরীক্ষার সাহায্যে নাইট্রিক অ্যাসিড ও নাইট্রেট লবণ সনাক্ত করা হয় -বলয় পরীক্ষা।

৪৩। পটাশিয়াম ফেরােসায়ানাইড কী –একধরণের জটিল লবণ।


৪৪। অক্সিজেন গ্যাস বায়ুর চেয়ে ভারি না হাল্কা-সামান্য ভারি।।


৪৫। অক্সিজেন অধাতুর সঙ্গে বিক্রিয়া করে কী অক্সাইড তৈরি করে -আম্লিক অক্সাইড।


৪৬। অক্সি-অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা কত -৩,০০০ সেন্টিগ্রেড।


৪৭। হাইড্রোজেনশব্দের অর্থ কী -জল উৎপাদক।

৪৮| হাইড্রোজেন গ্যাস উৎপাদনে কী ধরণের দস্তা ব্যবহার করা হয় বাণিজ্যিক দস্তার ছিবড়া।


৪৯। অক্সি-হাইড্রোজেন শিখার উষ্ণতা কত -২:০০০ ডিগ্রি সেন্টিগ্রেড।


৫০। অন্তধতি কাকে বলে - কোনাে গ্যাস কোনাে কঠিন পদার্থের মধ্যে শােষিত হলে তাকে অন্তর্ভূতি বলে।


৫১। কোনাে বিক্রিয়ায় সদ্যমুক্ত হাইড্রোজেনকে কী বলে –জায়মান হাইড্রোজেন।


৫২। অ্যামােনিয়া গ্যাস কোন বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেন -প্রিস্টলি, ১৭৭৪ সালে।


৫৩। মার্বেল পাথরের রাসায়নিক উপাদান কী-ক্যালসিয়াম কার্বনেট।


৫৪। বায়ুর চেয়ে কার্বন ডাই-অক্সাইড কতগুণ ভারি -প্রায় দেড়গুণ।


৫৫। ইলেক্ট্রোস্টিক প্রিসিপাইটেটরক কাজে লাগে -বাতাসে ভাসমান ধূলিকণাকে অধঃক্ষেপিত করতে।


৫৬। সবুজ উদ্ভিদ ও প্রাণীর সুষম অনুপাত কত- ৯৯:১।


৫৭। গ্রিন হাউস এফেক্টকী -বায়ু মণ্ডলে কার্বন-ডাই অক্সাইড, মিথেন, CFC প্রভৃতি গ্যাসের পরিমাণ বাড়ার ফলে সূর্যরশ্মির মাধ্যমে উত্তপ্ত ভূ-পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপ-তরঙ্গ বায়ুমণ্ডল ভেদ করে মহাশূন্যে ফিরে যেতে না পারায় পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বাড়ার প্রতিক্রিয়া।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url