নিম্ন মধ্যবিত্ত মানুষের মাসিক খরচের তালিকা

একজন নিম্ন মধ্যবিত্ত মানুষের মাসিক খরচের তালিকা :-
করোনায় কঠিন সময়ে মধ্যবিত্ত বাঙালী,আমেরিকায় সর্বনিম্ন বেতন কত,এখনই খরচ কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের,নিত্যপণ্য,কম খরচে বাজার,আমেরিকায় কাজ,আমেরিকায় বেতন কত,মানি সেভ কিভাবে করবেন,অল্প পুজিতে লাভজনক ব্যবসা,অল্প পুজিতে লাভজনক ব্যবসার আইডিয়া,লাভজনক ব্যবসা,ব্যবসার আইডিয়া,ঝুঁকিহীন ব্যবসা,গরীবের দুখের কথা,আসছে বৈশ্বিক মন্দা,লাভজনক ব্যবসার আইডিয়া,প্রতিদিন ১০০০০ টাকা আয়,ঝুঁকিহীন ব্যবসার আইডিয়া,১০০০০ টাকা,দ্রব্য মুল্য,সমসাময়িক ঘটনা,প্রতিদিন ৩০০০ আয়

১। চাউল ১ বস্তা = ২৫০০/-

২। তৈল ৫ লিটার = ১০০০/-

৩। বাসা ভাড়া = ৫০০০/-
৪। তরকারী =২০০০/-
৫। মাছ =২০০০/-
৬।ঔষধ+ডাক্তার = ২৫০০/-
৭।প্রসাধনী = ১০০০/-
৮।মুদি বাজার =২০০০/-
৮। বিদ্যুৎ বিল = ৬০০/-
৯।মোবাইল খরচ = ৫০০/-
-------------------------------------------------
সর্বমোট = ১৯,১০০/-
গোশত বাদই দিলাম,ধরে নিলাম খাওয়ার তৌফিকই নাই।
তারপর হাত খরচ আছে,কোন আত্মীয় স্বজনরা আসলে মেহমানদারী করা এবং আত্মীয় স্বজনদের দাওয়াতে যাওয়া,কাপড় চোপড় কেনা এসব কিছু-ও বাদ।
সংসারের বড় ছেলে বাবা দিনমজুর, তাকে কোনো রকম হেল্প করতে পারছিনা

কিন্তু বেতন ১৫ হাজার টাকা....!!
চা-পান, ইন্টারনেট অন্যান্য খরচ চলাফেরা সব বাদই দিলাম।
আমাদের সমাজে আমার মতো আরও অনেক মধ্যবিত্ত শ্রেণির মানুষ আছে যারা কোভিড-১৯(করোনা) ভয়ে আতঙ্কিত হয়নি, যতোটা না বর্তমান দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতির ফলে হচ্ছে।

আসলে বুঝতে পারছি না ব্যবসায়ীদের কাছে আমদের সরকার জিম্মি নাকি আমাদের সরকারের কাছে ব্যবসায়ীরা জিম্মি??
দিন দিন ক্রয় ক্ষমতা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে,,,,, আর কিছু লোক বলছে আমরা এখন কোনো কিছুর অভাবে নেই।


আমার মতো হাজারও মধ্যবিত্ত পরিবারের একটাই দাবি এতো উন্নয়নের দরকার নেই, আগেতো নিজে ও নিজের পরিবার বাঁচতে হবে তাই না।
হুম দেশের উন্নয়ন হোক এটা শুধু আমি নই সবাই চায়,,, তবে এমন উন্নয়ন হোক আমরা কেউ চাই না...!!


আজ যারা রাষ্ট্রের উচ্চ পর্যায়ে আছে সত্যিই কি তারা আমদের মতো মধ্যবিত্ত পরিবারের কথা চিন্তা করে??
তারা তো পেয়াজ ছাড়া রান্না করতে বলে,,বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়া,,, তেলের পরিবর্তে কি পানি দিয়ে রান্না করতে বলবে???
এমন ভাবে দিন চলতে থাকলে আমদের সামনে কি পরিস্থিতি অপেক্ষা করছে তা কখনও ভেবে দেখেছেন কি???

দাবি আমাদের একটাই "" নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমান""
দেশ বাচাঁন, দেশের মানুষ বাচাঁন....!!""
#এক মধ্যবিত্ত পরিবারের একমাত্র ছেলের বাস্তব জীবনের সত্য কথা।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url