বিজ্ঞান থেকে সাধারণ জ্ঞান ২০২২ (part01)
১। যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে কি বলে ?-রেইন গেজ।।
২। ”এক্স রশ্মি কে আবিষ্কার করেন ?-উইলহেলম কনরাড রন্টজেন।
৩। লুনার কস্টিক আসলে কি ?-সিল্ডার নাইট্রেট।
৪। গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে ?- ক্লোরােপ্লাস্টে।
৫। ব্রঙ্কাইটিস কিসের রােগ ?-শ্বাসনালীর রােগ।
৬। ব্যাঙের শীতঘুমকে কি বলে ?-হাইবারনেশান।
৭। কোন কোষ অঙ্গানুকে ক্লডের ডানা বলা হয় ? রাইবােজোম।
৮। গতিশীল ট্রেনে বসে থাকা ব্যাক্তির কাছে ট্রেনের গতিবেগ কেমন মনে হবে ? - স্থির মনে হবে।
৯। কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার ?-সামুদ্রিক কচ্ছপ।
১০। কোন বিজ্ঞানী রক্তের শ্রেনীবিভাগ করেন ?- কার্ল ল্যান্ডস্টেইনার।
১১। কোন প্রকার উতসেচক রক্ততঞ্চনে সাহায্য করে ?-থ্রম্বােকাইনেজ।
১২। কোন গ্রন্থি থেকে গােনাডােট্রপিক হরমােন ক্ষরিত হয় ?-পিটুইটারি গ্রন্থি।
১৩। জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয় ?-জিওলাইট।
১৪। হাইগ্রোমিটারে কি পরিমাপ করা হয় ?-বায়ুর আপেক্ষিক আদ্রর্তা।
১৫। ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কি উৎসেচক থাকে?-লাইসােজম।
১৬। কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয় ?-ভিটামিন A ও ০।
১৭। মৃত্যুর পর পেশি কঠিন হয়ে যাওয়ার কারন কি?-এটিপি কমে যাওয়া
১৮। স্ত্রী দেহে স্তন গ্রন্থি কীসের প্রকৃত রুপান্তর - ঘর্মগ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ড।
১৯। বেশি ভিটামিন নিলে শরীরে কি সমস্যা দেখা দেয় ?- মাথা ব্যাথা ও তন্দ্রাচ্ছন্নতা।
২০। মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি?-এনামেল।
২১। নিষেকের পর কোষের ক্রোমােজোম সংখ্যা কত হয় ?-২০
২২। পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে ?-ভিটামিন বি ১২
২৩। কোন স্তন্যপায়ী প্রানীর দেহে লােম থাকে না?- তিমি।
২৪। যেসব প্রানীদের রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদের কি বলে ?-কপ্রফ্যাগি।
২৫। কোন কীটনাশকের ছােয়ায় পতঙ্গদের মৃত্যু ঘটতে পারে ?-প্যারাথিয়ন।
২৬। কোন অ্যাসিডের উপস্থিতির জন্য বৃষ্টির জল আম্লিক প্রকৃতির হয় -নাইট্রিক অ্যাসিড ও নাইট্রাস অ্যাসিড।
২৭। ধুমায়মাননাইট্রিক অ্যাসিডের রঙ কী -বাদামি।
২৮। নাইট্রিক অ্যাসিডকে অনেকদিন রেখে দিলে কেমন রঙ হবে-হলুদ।
২৯৷ লাফিং গ্যাস আসলে কী-নাইট্রাস অক্সাইড।
৩০। ফোকাস দৈর্ঘ্য কাকে বলে - লেন্সের আলােককেন্দ্র থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দৈর্ঘ্যকে।
৩১। বিক্ষিপ্ত প্রতিফলনের বেলায় রশ্মির আপতন কোণ ও প্রতিফলন কোণ কেমন হয়সমান হয়।