বিজ্ঞান থেকে সাধারণ জ্ঞান ২০২২ (part06)

সাধারণ বিজ্ঞান,সাধারণ বিজ্ঞান বিসিএস,কমন পড়ার মত সাধারণ জ্ঞান,সাম্প্রতিক সাধারণ জ্ঞান,সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর,সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২২,সাম্প্রতিক সাধারন জ্ঞান,২০২২ সালের বিভিন্ন পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান,সাধারণ বিজ্ঞান mcq,সাধারণ বিজ্ঞান 2020,ভূগোল সাধারণ জ্ঞান,সাধারণ জ্ঞান ভূগোল,আসার মত সাধারণ জ্ঞান,বিসিএস সাধারণ বিজ্ঞান,চাকরি পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান প্রশ্ন ২০২১,২০২১ সালের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান
 ১৫৪। কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলীয় আর্দ্রতার পরিবর্তন না করে নির্দেশ করা যায় - হাইগ্রোমিটার।


১৫৫| হরগােবিন্দ খােরানা জেনেটিক কোড আবিষ্কার করেন কত সালে -১৯৬৬ সালে।


১৫৬া কোন প্রকার RNA কোন ধারণ করে -mRNA.


১৫৭। গর্ভবতী মাকে প্রথম কোন ভ্যাক্সিন দেওয়া হয় -টিটেনাস টক্সয়েড।


১৫৮। বিজ্ঞানী জেনার গুটিবসন্তের ভ্যাক্সিন আবিষ্কার করেন কত সালে- ১৭৯৬ সালে।


১৫৯। কেলভিন চক্র প্রথম কোন উদ্ভিদে আবিষ্কৃত হয়-ক্লোরেল্লা।


১৬০। পাখির ডানা ও পতঙ্গের ডানা পরস্পর কী ধরনের অঙ্গ -সমবৃত্তি অঙ্গ।।।


১৬১। প্রথম জীবাশ্ম আবিষ্কার করেন কে - জেনােফেন।।


১৬২। কোন শ্রেণির প্রাণীর দেহে সরলতম হৃৎপিণ্ড রয়েছে-মাছ।


১৬৩া রেসারপিন কোন গাছের উপক্ষার –সর্পগন্ধা।


১৬৪। কোন গাছের ছালের নিচের রস থেকে রাবার তৈরি হয় -প্যারা রাবার।


১৬৫। জলজ উদ্ভিদের কাণ্ড আসলে কী এক অতি উন্নতমানের এরেনকাইমা।


১৬৬। বাষ্পমােচনের হার পরিমাপের যন্ত্রের নাম কী -গ্যানং পােটোমিটার।


১৬৭ পাপড়ির ফুটে ওঠা কী ধরনের চলন -ফোটোন্যাস্টি।


১৬৮। মানুষের মেরুদণ্ডে অস্থির সংখ্যা কটি-৩৩টি।


১৬৯। টিনিয়া নিষিক্ত ডিম্বাণুমুক্ত প্রােগ্নটিডসকে কী বলে – গ্রাভিডয়ােপ্লটিডস।


১৭০]এক্সোমিক্সিস, জেনােমিক্সিস,সিউডােমিক্সিক, কারিওমিক্সিসএর মধ্যে কোন শব্দটির সঙ্গে অন্যগুলাের মিল নেই -সিউডােমিক্সিক।


১৭১াপিউপার সমার্থক শব্দ কোনটি -মূককীট।


৭২।হৃৎপিণ্ডের কোন বৈশিষ্ট্য উভচরে থাকে কিন্তু সরীসৃপে থাকে না - কোনাস আঠেরিওসাস।


১৭৩াসরীসৃপের কোন অঙ্গ সাপের নেই -পা।


১৭৪ামাছের চলন পেশী কী ধরণের পেশী-মায়ােটোম।।


১৭৫. মেটাসিল, অপ্টোসিল, ডায়ােসিল, হিমমাসিলএর মধ্যে কোন শব্দটির সঙ্গে অন্যগুলাের মিল নেই -হিমােসিল৷


১৭৬. লায়নেট গ্রন্থির সমার্থক শব্দ কোনটি -ফিলিপ্পিগ্রন্থি।


১৭৭. মানুষের লালাগ্রন্থির সংখ্যা কটি -৩ জোড়া।


১৭৮. কোন কারণে প্যারেনকাইমা, কোলেনকাইমার মতাে – সজীব কোশের উপস্থিতি।


১৭৯. কোন বৈশিষ্ট্য জাইলেমে থাকে না -সঙ্গীকোশ।


১৮০. কার্বন আত্তীকরণের প্রথম যৌগ কী -ফসফোগ্লিসারিক অ্যাসিড।


১৮১. উদ্ভিদজগতে জীবন্ত জীবাশ্মের উদাহরণ। কী -Gingko biloba.


১৮২. প্রস্বেদন এর সমার্থক শব্দ কোনটি -বাষ্পমােচন।


১৮৩. কোনাে দণ্ড চুম্বকের কেন্দ্রে চৌম্বকত্বের মান কত -শূন্য।


১৮৪. কোন কাজে জিব্বারেল্লিনের কোনাে ভূমিকা নেই -কোশ বিভাজন।


১৮৫. জাইলেম প্যারেনকাইমা কোন জাতীয় কোশ – জীবিত ও কুপযুক্ত।


১৮৬. সূর্য থেকে আলাে পৃথিবীতে আসতে কত সময় লাগে -৮ মিনিট।



১৮৭. রিব মেরিস্টেমের সমার্থক শব্দ কোনটি - ফাইল মেরিস্টেম।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url