বিজ্ঞান থেকে সাধারণ জ্ঞান ২০২২ (part06)
১৫৫| হরগােবিন্দ খােরানা জেনেটিক কোড আবিষ্কার করেন কত সালে -১৯৬৬ সালে।
১৫৬া কোন প্রকার RNA কোন ধারণ করে -mRNA.
১৫৭। গর্ভবতী মাকে প্রথম কোন ভ্যাক্সিন দেওয়া হয় -টিটেনাস টক্সয়েড।
১৫৮। বিজ্ঞানী জেনার গুটিবসন্তের ভ্যাক্সিন আবিষ্কার করেন কত সালে- ১৭৯৬ সালে।
১৫৯। কেলভিন চক্র প্রথম কোন উদ্ভিদে আবিষ্কৃত হয়-ক্লোরেল্লা।
১৬০। পাখির ডানা ও পতঙ্গের ডানা পরস্পর কী ধরনের অঙ্গ -সমবৃত্তি অঙ্গ।।।
১৬১। প্রথম জীবাশ্ম আবিষ্কার করেন কে - জেনােফেন।।
১৬২। কোন শ্রেণির প্রাণীর দেহে সরলতম হৃৎপিণ্ড রয়েছে-মাছ।
১৬৩া রেসারপিন কোন গাছের উপক্ষার –সর্পগন্ধা।
১৬৪। কোন গাছের ছালের নিচের রস থেকে রাবার তৈরি হয় -প্যারা রাবার।
১৬৫। জলজ উদ্ভিদের কাণ্ড আসলে কী এক অতি উন্নতমানের এরেনকাইমা।
১৬৬। বাষ্পমােচনের হার পরিমাপের যন্ত্রের নাম কী -গ্যানং পােটোমিটার।
১৬৭ পাপড়ির ফুটে ওঠা কী ধরনের চলন -ফোটোন্যাস্টি।
১৬৮। মানুষের মেরুদণ্ডে অস্থির সংখ্যা কটি-৩৩টি।
১৬৯। টিনিয়া নিষিক্ত ডিম্বাণুমুক্ত প্রােগ্নটিডসকে কী বলে – গ্রাভিডয়ােপ্লটিডস।
১৭০]এক্সোমিক্সিস, জেনােমিক্সিস,সিউডােমিক্সিক, কারিওমিক্সিসএর মধ্যে কোন শব্দটির সঙ্গে অন্যগুলাের মিল নেই -সিউডােমিক্সিক।
১৭১াপিউপার সমার্থক শব্দ কোনটি -মূককীট।
১৭২।হৃৎপিণ্ডের কোন বৈশিষ্ট্য উভচরে থাকে কিন্তু সরীসৃপে থাকে না - কোনাস আঠেরিওসাস।
১৭৩াসরীসৃপের কোন অঙ্গ সাপের নেই -পা।
১৭৪ামাছের চলন পেশী কী ধরণের পেশী-মায়ােটোম।।
১৭৫. মেটাসিল, অপ্টোসিল, ডায়ােসিল, হিমমাসিলএর মধ্যে কোন শব্দটির সঙ্গে অন্যগুলাের মিল নেই -হিমােসিল৷
১৭৬. লায়নেট গ্রন্থির সমার্থক শব্দ কোনটি -ফিলিপ্পিগ্রন্থি।
১৭৭. মানুষের লালাগ্রন্থির সংখ্যা কটি -৩ জোড়া।
১৭৮. কোন কারণে প্যারেনকাইমা, কোলেনকাইমার মতাে – সজীব কোশের উপস্থিতি।
১৭৯. কোন বৈশিষ্ট্য জাইলেমে থাকে না -সঙ্গীকোশ।
১৮০. কার্বন আত্তীকরণের প্রথম যৌগ কী -ফসফোগ্লিসারিক অ্যাসিড।
১৮১. উদ্ভিদজগতে জীবন্ত জীবাশ্মের উদাহরণ। কী -Gingko biloba.
১৮২. প্রস্বেদন এর সমার্থক শব্দ কোনটি -বাষ্পমােচন।
১৮৩. কোনাে দণ্ড চুম্বকের কেন্দ্রে চৌম্বকত্বের মান কত -শূন্য।
১৮৪. কোন কাজে জিব্বারেল্লিনের কোনাে ভূমিকা নেই -কোশ বিভাজন।
১৮৫. জাইলেম প্যারেনকাইমা কোন জাতীয় কোশ – জীবিত ও কুপযুক্ত।
১৮৬. সূর্য থেকে আলাে পৃথিবীতে আসতে কত সময় লাগে -৮ মিনিট।
১৮৭. রিব মেরিস্টেমের সমার্থক শব্দ কোনটি - ফাইল মেরিস্টেম।