বিজ্ঞান থেকে সাধারণ জ্ঞান ২০২২ (part07)
১৮৮. কোন বৈশিষ্ট্য দেখে মালভেসি (জবা) গােত্র চেনা যাবে-একগুচ্ছ পুংকেশর।
১৮৯. কোন ধরণের দাঁত গিনিপিগের দাঁতের সজ্জাক্রমে থাকে না -ছেদক।
১৯০. গিনিপিগে কোন বৈশিষ্ট্য থাকে না -মূত্র-জনন নালী একত্রে থাকে না।
১৯১. Balanoglossus নােটোকর্ডকে কী বলে- স্টোমােকর্ড।
১৯২. লিংগুয়াশব্দটির সমার্থক শব্দ কোনটি -জিহ্বা।
১৯৩. কোন বৈশিষ্ট্যে অমেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ডী প্রাণী থেকে আলাদা -অঙ্কীয় স্নায়ুরজ্জ্ব।
১৯৪. মাছে কোন বৈশিষ্ট্যটি থাকে না -শুকনাে আঁশ।
১৯৫.গিনিপিগে কোন শিরা থাকে না রেনাল পাের্টাল।
১৯৬. ট্যালাসএর সমার্থক শব্দ কোনটি -টার্গাস।।
১৯৭. একজন বিজ্ঞানী ব্যাঙের ক কোশে খ কোশের চেয়ে দ্বিগুণ প্রােটিন সংশ্লেষ ঘটে লক্ষ্য করলেন। ক কোশে কোন জিনিসটি বেশি থাকার জন্য এটা হয়েছে - খকোশের চেয়ে বেশি গ্যামেট থাকার জন্য।
১৯৮. কোন স্তর থেকে হৃৎপিণ্ডের কপাটিকা তৈরি হয় -মেসােকার্ডিয়াম।।
১৯৯. কোন বৈশিষ্ট্যে পাইনের কাণ্ড সূর্যমুখীর কাণ্ড থেকে আলাদা - সঙ্গীকোশের অনুপস্থিতি।।
২০০. কোন বৈশিষ্ট্যটিব্রায়ােফাইটে থাকেনা -রেণুপত্র।
২০১. নাইট্রোজেন স্থিতিকারী শৈবাল কী -অ্যানাবেনা।
২০২. যৌগিক রেসিমের সমার্থক শব্দ কোনটি-প্যানিকল।
২০৩. কোন বৈশিষ্ট্য অনিয়ত পুষ্পবিন্যাসে থাকে- পুষ্পের অভিকেন্দ্রীয় সজ্জাক্রম।
২০৪. সূর্যমুখী কাণ্ডের নালিকা বাণ্ডিল সংযুক্ত দ্বিসমপার্শ্বীয় মুক্ত, কুমড়া কাণ্ডের নালিকা বাণ্ডিল সংযুক্ত দ্বিসমপার্শ্বীয় মুক্ত, ভুট্টা কাণ্ডের নালিকা বাণ্ডিল সংযুক্ত সমপার্শ্বীয় মুক্ত, আমপাতার নালিকা বাণ্ডিল সংযুক্ত সমপার্শ্বীয় মুক্তর মধ্যে কোনটি ঠিক?-কুমড়াে কাণ্ডের নালিকা বাণ্ডিল সংযুক্ত দ্বিসমপার্শ্বীয় মুক্ত।
২০৫.তড়িত্বহী তারের কাছে চুম্বক থাকলে যে বিক্ষিপ্ত হয় তা কে প্রমাণ করেন -বিজ্ঞানী ওরগেড।
২০৬. কোনাে রঙের আলাের তীব্রতা কিসের ওপর নির্ভর করে বিস্তারের ওপর।
২০৭. বুলেট পুফ গাড়িতে কোন ধরণের কাচ ব্যবহৃত হয় – Pyrex glass.
২০৮. আলােড়িত তরলের কিছু সময় পর স্থিতাবস্থায় আসার কারণ কী - তরলের সান্দ্রতা।
২০৯. মদ্যপ গাড়ি চালকদের ধরার জন্য পুলিশ কোন যন্ত্র ব্যবহার করে ব্রেদালাইজার।
২১০.জলের ওপরে তেলের সরকে রঙিন দেখার কারণ কী?- আলাের ব্যতিচার ধর্ম।
২১১.বিশুদ্ধ সুর পাওয়া যায় শুধুমাত্র কিসে –সুরশলাকায়।
২১২. Electric Field Intensity কী ধরণের রাশি-স্কেলার রাশি।
২১৩. 220 ভােল্টে 110 ভাবেল্টের বাতি জ্বালাতে কী ব্যবহার করতে হয় – রেসিসটার (Resister)
২১৪. কুলম্বের সূত্র পরীক্ষা করতে কোন যন্ত্র ব্যবহৃত হয় -Torrion balance.
২১৫. ঘড়ির পেণ্ডুলাম তৈরি হয় কী দিয়ে ইনভার।।
২১৬। পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ-ডাই-অক্সাইড কী হিসাবে ব্যবহৃত হয় -ধনাত্মক অণুঘটক হিসাবে।