বিজ্ঞান থেকে সাধারণ জ্ঞান ২০২২ (part08)
২১৭| স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে অণুঘটকরূপে কী ব্যবহৃত হয় – ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড।
২১৮| পেরেকের ওপর হাতুড়ি মারা কোন বলের উদাহরণ –ঘাত বলের।
২১৯। প্রদীপের পলতেতে তেল কোন পদ্ধতিতে ওপরে ওঠে-কৈশিক ক্রিয়ায়।
২২০া কোল গ্যাসের মধ্যে থাকে এমন তিনটি হাইড্রোকার্বন কী কী -মিথেন, ইথিলিন ও অ্যাসিটিলিন।
২২১। তড়িৎলেপন প্রক্রিয়ায় ক্রোমিয়ামের প্রলেপ দিতে হলে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কী ব্যবহার করবেন -ক্রোমিক সালফেট ও ক্রোমিক অ্যাসিড।
২২২। শুকনাে ব্যাটারিতে যে দণ্ডটি ধনাত্মক দ্বার হিসাবে কাজ করে সেটি কী দিয়ে তৈরি হয় -পিতল।
২২৩া লাল ফুল লাল দেখায় কেন - লালফুল সাদা আলাের লাল রঙের রশ্মি ভিন্ন অন্য সব রশ্মিকে শােষণ করে বলে।
২২৪। ইথানল থেকে ইথিলিন তৈরি করা হয় কোন পদ্ধতিতে নির্জলীকরণ।
২২৫া ক্ষারকীয় লবণ কোনগুলি -Pb (OH) CI, Pb (OH) NO3I
২২৬.ফেনল কী -একটি জৈব বীজবারক।
২২৭। পারমানবিক সংখ্যার আবিষ্কারক কে ?- বিজ্ঞানী মােসলে
২২৮| ফসফিন কি পদার্থ ?-যৌগিক
২২৯। ভর সংখ্যার অপর নাম কি ?-নিউক্লিয়াস সংখ্যা
২৩০। MKS পদ্ধতিতে ভরের একক - কিলােগ্রাম
২৩১া লােহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় -দস্তা
২৩২/ আন্তঃআনবিক শক্তি কি?-আকর্ষন শক্তি
২৩৩। অনুর তাপ মাত্রা বাড়লে কোনটি হয় না?-আকর্ষন শক্তি বৃদ্ধি পায়
২৩৪। পদার্থের তিন অবস্থার কারন -আন্তঃআনবিক শক্তির পার্থক্য
২৩৫। কোনটির আয়তন নেই?-গ্যাসীয় পদার্থের
২৩৬। জল কয় অবস্থায় থাকতে পারে ?-৩।
২৩৭৷ সরাসরি বাষ্পে পরিনত হওয়াকে কি বলে ?-উর্ধ্বপাতন
২৩৮। কোনটি উদ্বায়ী পদার্থ নয় ?-লবন।
২৩৯। আন্তঃআনবিক আকর্ষন সবচেয়ে কম কোন পদার্থের?-নাইট্রোজেন
২৪০। তাপ বর্জন করে তরল না হয়ে সরাসরি কঠিন হওয়াকে কি বলে?-সমীভবন
২৪১। পায়রার বায়ুথলির সংখ্যা কটি -৯ টি।
২৪২। স্থলজ উদ্ভিদের তুলনায় জলজ উদ্ভিদে কীসের সংখ্যা বেশি-পত্ররন্ধ্রের।
২৪৩। মিথাইল বর্গও অ্যালডিহাইড বর্গ কোথায় থাকে – ক্লোরােফিল a ও b তে |
২৪৪। গােলকৃমি ও ফিতাকৃমি যথাক্রমে কোন পর্বের অন্তর্গত - নিমাথেলমিনথিস ও প্লাটিহেলমিনথিস।
২৪৫| ল্যাকটিক অ্যাসিড থেকে কত কিলাে ক্যালােরি শক্তি উৎপন্ন হয় –36.
২৪৬া ফিতাকৃমির মুখ্য পােষক কে -মানুষ।
২৪৭| পলিপেপটাইড সংশ্লেষে অক্ষম কে?- Psendogene বা, ছদ্মজিন, যা DNAর একটি
খন্ডক।
২৪৮। জীবাণুর প্রােটিন দিয়ে তৈরি আবরণকে কী বলে -ক্যাপসিড।