বিজ্ঞান থেকে সাধারণ জ্ঞান ২০২২ (part09)
২৪৯। নিউরােস্পােরা ছত্রাক কোথায় ব্যবহৃত হয় – জেনেটিক্সে গবেষণাগারে, উপাদান হিসাবে।
২৫০া বায়ােটা কী কোনাে নির্দিষ্ট স্থানের সব প্রজাতির জীবের একত্রীকরণ।
২৫১। রান্নার গ্যাসে (upc) কোন-কোন উপাদান থাকে -বুটেন ও প্রােপেন।।
২৫২। উদত্যাগী পদার্থগুলি কোনটি -সােডিয়াম কার্বনেট
২৫৩। ব্রোমিন কী-এক ধরনের তরল অধাতু।
২৫৪। আর্সেনিক ও অ্যান্টিমণি কী ধাতুকল্প।
২৫৫। সােডা ওয়াটারের উপাদান কী-জল ও কার্বন-ডাই অক্সাইড। .
২৫৬া কোন কঠিন পদার্থের দ্রাব্যতা, উষ্ণতা বাড়লে কমে যায় অ্যামােনিয়াম সালফেট।
২৫৭ চাপ বাড়ালে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতার কী পরিবর্তন হয় -বাড়ে।
২৫৮। ওজোন কীসের রূপভেদ-অক্সিজেন।
২৫৯। জৈব তেল থেকে ডালডা তৈরিতে কী ব্যবহৃত হয় -তরল হাইড্রোজেন।
২৬০। রকেটে জ্বালানী হিসাবে কী ব্যবহৃত হয়-তরল হাইড্রোজেন।
২৬১। গন্ধহীন গ্যাস কোনটি -অক্সিজেন।।
২৬২| দম দেওয়া ঘড়ির স্প্রিং গােটানাে অবস্থায় থাকলে কী ধরণের শক্তি সঞ্চিত থাকে - স্থিতিশক্তি।
২৬৩া আগুন নেভানাের জন্য কোন গ্যাস ব্যবহৃত হয় -কার্বন-ডাই অক্সাইড।
২৬৪ একই পারমাণবিক সংখ্যাযুক্ত কিন্তু বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে কী বলা হয় -আইসােটোপ।
২৬৫| জলপূর্ণ বিকারে ভাসমান একখন্ড বরফ গলে গেলে বিকারের জলতলের কী পরিবর্তন হবে -নিচে নেমে যাবে।
২৬৬া কাকে প্রােটিস্টার অন্তর্ভুক্ত করা হয় -ব্যাকটিরিয়াকে।
২৬৭ কোন কোন শৈবাল থেকে ওষুধ তৈরি হয় -ক্লোরেল্লা,সারগাসাম ও ল্যামিনেরিয়া।
২৬৮। কলােনিয়াল শৈবাল ও আবর্তন শৈবাল কাকে বলা হয় -ভলভক্সকে।
২৬৯। পামেলা দশা কার মধ্যে দেখা যায় -ক্ল্যামাইডােমােনাসের মধ্যে।
২৭০ ভাউকেরিয়াকী -একটি সিনােসাইটিক শৈবাল।
২৭১। নিউমােনিয়া জীবাণুর আকৃতি কেমন - গােলাকার।
২৭২। কার জীবনচক্রে টরুলা দশা দেখা যায় – মিউকরের।
২৭৩। মিউকর কোন উৎসেচক উৎপন্ন করে -ডায়াস্টেজ উৎসেচক।
২৭৪। মাছের পাখনা পচন রােগ কী ঘটিত রােগ-জীবাণু ঘটিত।
২৭৫| হাঙরের লেজ ও রুই মাছের লেজ কী প্রকৃতির - যথাক্রমে হেটেরােসারকাল ও হােমােসারকাল প্রকৃতির।
২৭৬। কে প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেন -ডারউইন।
২৭৭। কোন দুটি প্রাণী স্তন্যপায়ী হলেও ডিম পাড়ে -প্লাটিপাস ও ট্যাকাইগ্লসাস।
২৭৮| মেহলিস গ্রন্থি কোন প্রাণীর দেহে দেখতে পাওয়া যায় -ফিতাকৃমির।
২৭৯। মানুষের দেহে নেফ্রনের কাজ কী -রক্তের পরিশ্রতকরণ করা।
২৮০া ক্যানাইন বা, ছেদক দাঁত কোন প্রাণীর মুখমণ্ডলে অবর্তমান -গিনিপিগের।