বিজ্ঞান থেকে সাধারণ জ্ঞান ২০২২ (part09)

সাধারণ জ্ঞান,সাধারণ বিজ্ঞান বিসিএস,চাকরির প্রস্তুতি সাধারণ বিজ্ঞান,সাধারণ বিজ্ঞান,বিসিএস সাধারণ বিজ্ঞান,সাধারণ বিজ্ঞান এমসিকিউ,বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান,সাধারণ জ্ঞান বাংলাদেশ,বিসিএস সাধারণ জ্ঞান প্রস্তুতি,বিগত ৩০ বছরে বার বার আসা সাধারণ জ্ঞান mcq,বাংলাদেশ বিষয়াবলি সাধারণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক সাধারণ জ্ঞান সকল mcq প্রশ্ন এক সাথে,সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী ৫০ টি প্রশ্নোত্তর,পৌনঃপুনিক দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে রুপান্তর,সাধারণ জ্ঞানের সকল গুরুত্বপূর্ণ তথ্য
২৪৯। নিউরােস্পােরা ছত্রাক কোথায় ব্যবহৃত হয় – জেনেটিক্সে গবেষণাগারে, উপাদান হিসাবে।


২৫০া বায়ােটা কী কোনাে নির্দিষ্ট স্থানের সব প্রজাতির জীবের একত্রীকরণ।


২৫১। রান্নার গ্যাসে (upc) কোন-কোন উপাদান থাকে -বুটেন ও প্রােপেন।।


২৫২। উদত্যাগী পদার্থগুলি কোনটি -সােডিয়াম কার্বনেট


২৫৩। ব্রোমিন কী-এক ধরনের তরল অধাতু।


২৫৪। আর্সেনিক ও অ্যান্টিমণি কী ধাতুকল্প।


২৫৫। সােডা ওয়াটারের উপাদান কী-জল ও কার্বন-ডাই অক্সাইড। .


২৫৬া কোন কঠিন পদার্থের দ্রাব্যতা, উষ্ণতা বাড়লে কমে যায় অ্যামােনিয়াম সালফেট।


২৫৭ চাপ বাড়ালে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতার কী পরিবর্তন হয় -বাড়ে।


২৫৮। ওজোন কীসের রূপভেদ-অক্সিজেন।


২৫৯। জৈব তেল থেকে ডালডা তৈরিতে কী ব্যবহৃত হয় -তরল হাইড্রোজেন।


২৬০। রকেটে জ্বালানী হিসাবে কী ব্যবহৃত হয়-তরল হাইড্রোজেন।


২৬১। গন্ধহীন গ্যাস কোনটি -অক্সিজেন।।


২৬২| দম দেওয়া ঘড়ির স্প্রিং গােটানাে অবস্থায় থাকলে কী ধরণের শক্তি সঞ্চিত থাকে - স্থিতিশক্তি।


২৬৩া আগুন নেভানাের জন্য কোন গ্যাস ব্যবহৃত হয় -কার্বন-ডাই অক্সাইড।


২৬৪ একই পারমাণবিক সংখ্যাযুক্ত কিন্তু বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে কী বলা হয় -আইসােটোপ।


২৬৫| জলপূর্ণ বিকারে ভাসমান একখন্ড বরফ গলে গেলে বিকারের জলতলের কী পরিবর্তন হবে -নিচে নেমে যাবে।


২৬৬া কাকে প্রােটিস্টার অন্তর্ভুক্ত করা হয় -ব্যাকটিরিয়াকে।


২৬৭ কোন কোন শৈবাল থেকে ওষুধ তৈরি হয় -ক্লোরেল্লা,সারগাসাম ও ল্যামিনেরিয়া।


২৬৮। কলােনিয়াল শৈবাল ও আবর্তন শৈবাল কাকে বলা হয় -ভলভক্সকে।


২৬৯। পামেলা দশা কার মধ্যে দেখা যায় -ক্ল্যামাইডােমােনাসের মধ্যে।


২৭০ ভাউকেরিয়াকী -একটি সিনােসাইটিক শৈবাল।


২৭১। নিউমােনিয়া জীবাণুর আকৃতি কেমন - গােলাকার।


২৭২। কার জীবনচক্রে টরুলা দশা দেখা যায় – মিউকরের।


২৭৩। মিউকর কোন উৎসেচক উৎপন্ন করে -ডায়াস্টেজ উৎসেচক।


২৭৪। মাছের পাখনা পচন রােগ কী ঘটিত রােগ-জীবাণু ঘটিত।


২৭৫| হাঙরের লেজ ও রুই মাছের লেজ কী প্রকৃতির - যথাক্রমে হেটেরােসারকাল ও হােমােসারকাল প্রকৃতির।


২৭৬। কে প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেন -ডারউইন।


২৭৭। কোন দুটি প্রাণী স্তন্যপায়ী হলেও ডিম পাড়ে -প্লাটিপাস ও ট্যাকাইগ্লসাস।


২৭৮| মেহলিস গ্রন্থি কোন প্রাণীর দেহে দেখতে পাওয়া যায় -ফিতাকৃমির।


২৭৯। মানুষের দেহে নেফ্রনের কাজ কী -রক্তের পরিশ্রতকরণ করা।


২৮০া ক্যানাইন বা, ছেদক দাঁত কোন প্রাণীর মুখমণ্ডলে অবর্তমান -গিনিপিগের।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url