বিজ্ঞান থেকে সাধারণ জ্ঞান ২০২২ (part10)
২৮১। কোন যন্ত্রাংশের সাহায্যে রেশম মথের সূতাে নির্গত করা হয় - স্পিনারেট নামক যন্ত্রাংশের সাহায্যে।
২৮২। লায়ােনেট গ্রন্থির ক্ষরণ উপাদানের কাজ কী -উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করা।
২৮৩ কোন মশাকে বাঘ মশা বলে -এডিস মশাকে।
২৮৪। কোন মাছকে জিওল মাছবলে কই, শিঙি, মাগুরকে।
২৮৫| মাছের ড্রপসি রােগ কী ঘটিত-বীজাণু ঘটিত।
২৮৬া মাছের ডিমপােনা, ধানীপােনা ও চারাপােনার দৈর্ঘ্য কত - যথাক্রমে 6.5-7 মিলিমিটার, 1 ইঞ্চি, 4 ইঞ্চি।
২৮৭ পুকুরে কেন চুন দেওয়া হয় - জলের অম্লত্ব নাশ করা ও রােগ প্রতিরােধ করার জন্য।
২৮৮। ভিটামিন B,র রাসায়নিক নাম কী-প্যান্টোথেনিক অ্যাসিড।
২৮৯। গন্ধক (সালফার) কোন ভিটামিনে হয় – ভিটামিন B1 বা, থিয়ামিনে।
২৯০া দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকা কোথায় থাকে- যথাক্রমে হৃৎপিণ্ডের বাম ও ডান দিকে। ২৯১. মানুষের দাঁতের কঠিন অংশটির নাম কি? এনামেল।
২৯২.কোন প্রানীকে কাঁটার মুকুট আখ্যা দেওয়া হয়? তারা মাছ।
২৯৩.ক্রোমােজোমের নিউক্লিওজম মডেল কোন বিজ্ঞানী প্রবর্তন করেন, রজার ডেভিড কর্ণবার্গ।
২৯৪.ভিনিগার কিসের জলীয় দ্রবন ?-অ্যাসেটিক অ্যাসিড।
২৯৫. লিটমাস পেপারের দ্রবন কোন রঙকে নির্দেশ করে ?-লাল রঙকে।
২৯৬.কোন আঁশ খালি চোখে দেখা যায় না? প্লাকইড (Placoid)।।
২৯৭. কোন স্তন্যপায়ী প্রাণীর দেহে লােম থাকে না?-তিমি।
২৯৮.পেস্ট প্রতিরােধক শস্য গুদামকে কী বলে?-পুসা বিন।
২৯৯.মৌমাছি কতদিন বাঁচে?-৫০-৬০ দিন।
৩০০.কোন ভিটামিন কে বায়ােটিন বলে, ভিটামিন H অপর নাম ভিটামিন B7
৩০১.মহিলাদের হাড়ের ক্ষয় সংক্রান্ত রােগ কোন বয়সে দেখা যায়?.৪০-৪৫ বছর।
৩০২.ফ্যাট কিসে দ্রবণীয়ঃ- ইথার ও ক্লোরােফর্ম।
৩০৩.ক্রেবস চক্রে মােট কত অনু ATP তৈরি হয়?- ১২ অনু।
৩০৪. সেন্টিওলকে আবিষ্কার করেন -বােভেরী (১৮৮৮ সালে)।
৩০৫. স্ট্রেপটোকক্কাস ও গনােকক্কাস কী -গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটিরিয়ার উদাহরণ।
৩০৬. কোশ বিভাজনের কোন দশায় বােকে দশা দেখতে পাওয়া যায়—লেপ্টোটিন উপদশায়।
৩০৭ LIntersex অবস্থা কাকে বলে কোনাে জীব স্ত্রী ও পুরুষ লিঙ্গের মাঝামাঝি দশা প্রাপ্ত হলে।
৩০৮ তেল ট্যানিন, ধাতব কেলাস ইত্যাদি কোন কোশ সঞ্চয় করে?- ইডিওব্লাস্ট।
৩০৯| অস্থিকোশ কধরণের ও কী কী - এই তিন ধরনের : Osteoblast, Osteoclast ও Osteocyte.
৩১০া লেগ হিমােগ্লোবিন কী - এক ধরণের লৌহঘটিত রঞ্জক, যা উদ্ভিদের অকুঁদে অবস্থান করে ও নাইট্রোজেন সংবর্ধনে সহায়তা করে।