বিজ্ঞান থেকে সাধারণ জ্ঞান ২০২২ (part11)

সাধারণ জ্ঞান,বিসিএস সাধারণ বিজ্ঞান,সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২২,বিসিএস সাধারণ জ্ঞান,সাধারণ জ্ঞান বই,100 সাধারণ বিজ্ঞান,আসাম সাধারণ জ্ঞান,সাধারণ জ্ঞান ক্লাস,ভূগোল সাধারণ জ্ঞান,সাধারণ জ্ঞান ভূগোল,সাধারণ জ্ঞান বাংলাদেশ,প্রফেসরস এর থেকে সাধারণ বিজ্ঞান 40 bcs question solution,সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর,সাধারণ জ্ঞান মনে রাখার কৌশল,গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান,গণিত ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান,বিসিএস সাধারণ বিজ্ঞান প্রস্তুতি

৩১১। ইন্টারফেরন কী - এক ধরণের কোশ নিঃসত রাসায়নিক পদার্থ, যা বীজাণু প্রতিরােধক পদার্থ


৩১২। টাইফয়েড জীবাণুর আকৃতি কেমন –দণ্ডাকার।


৩১৩। ক্যাপসিড আবরণের এককগুলিকে কী বলে - ক্যাপসােমিয়ার।


৩১৪। ক্ষুদ্রতম ও বৃহত্তম বীজাণুর নাম কী - রাইনাে ভাইরাস (10 nm), পক্স ভাইরাস - ভ্যারিওলা (300 - 400 mm) |


৩১৫| মৌমাছি গড়ে কতদিন বাঁচে ?.৫০ থেকে ৬০ দিন।


৩১৬া মহিলাদের দেহে অস্টিওপােরােসিস কোন বয়সে দেখা যায় ? ৪০ থেকে ৪৫ বছর।

বয়সে।



৩১৭ ফ্যাট কিসে দ্রবনীয় ?-ইথার ও ক্লোরােফর্ম।


৩১৮| ক্রেবস চক্রে মােট কত অনু এটিপি তৈরি হয়? উঃ ১২ অনু।


৩১৯। ক্ষুদ্রান্ত্রের 'C' আকৃতির অংশকে কি বলে ? উঃ ডিওডিনাম।


৩২০া দেহকলা স্থানে তরল সঞ্চিত হয়ে ফুলে উঠলে তাকে কি বলে ? ইডেমা।


৩২১। “Heart of Heart'কাকে বলে ?-হিজ-এর বান্ডিল।


৩২২। হৃদপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর মােটা হয় ? বাম নিলয়।


৩২৩। কোন স্তন্যপায়ী প্রানীর RBCনিউক্লিয়াস যুক্ত ?উট।


৩২৪। কোন গ্রন্থি হরমােন উৎপাদন করে না? প্লীহা।


৩২৫া দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি ?- ভেগাস।


৩২৬। গ্যাস্ট্রিন কোথায় ক্ষরিত হয়?- পাকস্থলী।



৩২৭ কোন হরমােন রক্তচাপ বাড়ায় ? আড্রিনালিন।



৩২৮। লিনিয়াস সারা উদ্ভিদ জগতকে কয় ভাগে ভাগ করেছিলেন ?.২৪ টি ভাগে


৩২৯। প্রাকৃতিক শ্রেনিবিন্যাস কোন বিজ্ঞানী প্রবর্তন করেন ?- বেন্থাম ও হুকার


৩৩০। পাইরিনয়েড ডানা কোন কোষ অঙ্গানুতে পাওয়া যায় ?- প্লাস্টিড


৩৩১। সার হিসাবে ব্যাবহার করা হয় এমন শৈবালের নাম কি ?. অ্যানাবিনা নস্টক।


৩৩২। কোন ধাতুর আকরিকের নাম গ্যালেনা? সীসা


৩৩৩। পিউটার ধাতু সংকর উপাদানে কি কি থাকে ?-৫০% সীসা ও ৫০% টিন


৩৩৪] তড়িৎ রাসায়নিক শ্রেণিতে তামার স্থান হাইড্রোজেনের উপরে না নিচে ? নিচে


৩৩৫| সােরেল সিমেন্ট কি কাজে ব্যাবহার করা হয় ?-দাঁতের চিকিৎসায় ব্যাবহার করা

হয়।


৩৩৬। স্থায়ী চুম্বক তৈরি করতে কোন লােহা ব্যাবহার করা হয় ? ইস্পাত


৩৩৭৷ যে কোনাে লেবু জাতীয় ফলে কোন অ্যাসিড থাকে ? সাইট্রিক অ্যাসিড


৩৩৮| টায়ালিন' কোন জাতীয় খাদ্যকে পাচিত করে ?- শ্বেতসার


৩৩৯. কলেরা ব্যাকটেরিয়ার আকৃতি কেমন -কমাকৃতি।


৩৪০. প্রাণীজ ফ্যাট কঠিন ও উদ্ভিজ ফ্যাট তরল অবস্থায় থাকে কোন তাপমাত্রায় – ঘরের তাপমাত্রায়।


৩৪১. ভাউকোরিয়া কী-একটি সিনােসাইটিক শৈবাল।


৩৪২. নিউমােনিয়া ব্যাকটেরিয়ার আকৃতি কেমন -গােলাকার।


৩৪৩. কার জীবনচক্রেটলা দশা দেখা যায় -মিউকরের।।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url