বিজ্ঞান থেকে সাধারণ জ্ঞান ২০২২ (part12)

সাধারণ জ্ঞান,সাধারণ বিজ্ঞান ও কম্পিউটার থেকে বাছাই করা প্রশ্ন,100 সাধারণ বিজ্ঞান,ভূগোল সাধারণ জ্ঞান,সাধারণ জ্ঞান ভূগোল,বিজ্ঞান,সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর,বাংলাদেশ বিষয়াবলি সাধারণ জ্ঞান mcq প্রশ্ন,সাধারণ জ্ঞান সাম্প্রতিক আন্তর্জাতিক বিষয়াবলী,বিগত ৩০ বছরে বার বার আসা গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান mcq,সাধারণ জ্ঞান সাম্প্রতিক আন্তর্জাতিক বিষয়াবলী থেকে ৫০টি mcq প্রশ্নোত্তর,শিক্ষা বিজ্ঞান সাজেশন 2022,2000 বিজ্ঞান প্রশ্ন,বুদ্ধিমান নাকি সাধারণ

৩৪৪. মিউকর কোন উৎসেচক উৎপন্ন করে -ডায়াস্টেজ উৎসেচক।


৩৪৫. শ্বেত রক্ত কনিকা আবিষ্কৃত হয় কবে-১৯২২ সালে।


৩৪৬. কে প্রথম কেঁচোকে কৃষকের বন্ধুবলেন –ডারউইন।


৩৪৭. কোন প্রাণী দুটি স্তন্যপায়ী হলেও ডিম পাড়ে – প্লাটিপাস ও ট্যাকাইগ্লসাস।


৩৪৮.IVF কী – In vitro fertilization


৩৪৯, জলরন্ধ্র থাকে কোন উদ্ভিদে -কচু, টম্যাটো।।


৩৫০. রেট্রোভাইরাস-এর উদাহরণ কী –HIV.


৩৫১. কোথায় সােয়ান কোশ লক্ষ্য করা যায় - স্নায়ুকোশ বা নিউরােনে।


৩৫২.হকি স্টিক তৈরিতে কোন কাঠ ব্যবহৃত হয় –স্যালিক্স কাঠ।


৩৫৩. কার কোশ বিভাজন ঘটে না-ভাইরাসের।


৩৫৪.EDTA রক্ততঞ্চন বিরােধী হিসাবে কোথায় ব্যবহৃত হয় – ব্লাড ব্যাঙ্কে।


৩৫৫. শিশুদের প্রােটিন অপুষ্টিজনিত রােগ কী-ম্যারাসমাস ও কোয়াসিওকর।


৩৫৬. ডিহাইড্রেশনের সময় দেহ তরলের পরিমাণের শতকরা কত বিনষ্ট হলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে -20%,


৩৫৭. ভিটামিন এর অভাবে কী ঘটতে পারে - জেরফথ্যালমিয়া।


৩৫৮. স্টার্চ, সেলুলােজ, গ্লাইকোজেন কী – পলিস্যাকারাইডের উদাহরণ।।


৩৫৯. গ্যাস্ট্রিন কী -পাকস্থলী মধ্যস্থ G কোশ থেকে ক্ষরিত একপ্রকার পেপটাইড হর্মোন।


৩৬০. GnRH টি মস্তিষ্কের কোথা থেকে ক্ষরিত হয় –হাইপােথ্যালামাস।


৩৬০. GnRH টি মস্তিষ্কের কোথা থেকে ক্ষরিত হয় –হাইপােথ্যালামাস।


৩৬১. দুটি কুঁজ বিশিষ্ট উট কোথায় পাওয়া যায় -গােবি মরুভূমিতে।


৩৬২. Donkeyকী - গৃহপালিত) পােষা বুনাে গাধা।


৩৬৩. Aseel, Basara, Chittagong ইত্যাদি কী - দেশি জাতের মুরগী।


৩৬৪. লাইসােজোম কোশ অঙ্গাণু কী হিসাবে কাজ করে - অটোফ্যাগােজোম ও হেটেরােফ্যাগােজোম হিসাবে।


৩৬৫. মাইটোকনড্রিয়া কী কারণে স্বপ্রজননশীল -DNA থাকার জন্য।


৩৬৬. সাইন্যাপসিস কী -হােমােলােগাস ক্রোমােজোমের জোড়বন্ধন অবস্থা।


৩৬৭. কোলাজেন তন্তু কী হিসাবে প্রােটিন ধারণ করে?- রাসায়নিকভাবে।


৩৬৮. কোন পেশীর নিঃসাড়কাল সবচেয়ে বেশিক্ষণ স্থায়ী ?-হৃৎপেশীর।


৩৬৯, মাম্পস, মােজাইক ও পােলিও ভাইরাসের আকৃতি কেমন – মাম্পস ডিম্বাকার, মােজাইক দণ্ডাকার, পােলিও গােলাকার।


৩৭০. সাধারণ ঠান্ডা লাগার জন্য কোন ভাইরাস দায়ী – Rhino Virus.


৩৭১) একটি কবজা সন্ধির উদাহরন হল -হাঁটুসন্ধি।।


৩৭২) অগ্ন্যাশয়ের আলফা কোশ থেকে ক্ষরিত হরমােনটির নাম -গ্লকাগন।


৩৭৩) বহুবিভাজন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে এমন একটি প্রানী হল -আমিবা।


৩৭৪) মানুষের ডিম্বানুতে অটোজোমের সংখ্যা হল -22 টি।


৩৭৫) পর্নকান্ড হল একটি পরিবর্তিত কান্ড।


৩৭৬) রাসায়নিক বিবর্তনবাদের প্রবক্তা হলেন -ওপারিন ও হ্যালডেন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url