২০৩০ সালের মধ্যে সবচেয়ে চাহিদাপূর্ণ পেশা কোনগুলো হবে?

২০৩০ সালের মধ্যে সবচেয়ে চাহিদাপূর্ণ পেশা কোনগুলো হবে?

আগামি দশ বছর অর্থাৎ ২০৩০ সালের মধ্যে সবচেয়ে চাহিদাপূর্ণ পেশা সম্পর্কে উল্লেখ করতে হলে এই তিনটি সেক্টর বিশেষ ভাবে উল্লেখ করতে হবে।

  • স্বাস্থ্য
  • তথ্য-প্রযুক্তি
  • শিক্ষা

এই সেক্টর গুলোর সাথে সম্পৃক্ত এবং ভবিষ্যতে বেশি চাহিদা থাকবে এমন আরো কিছু পেশাসম্পর্কে উল্লেখ করা হলো

  1. প্রকৌশল-স্থাপনা।
  2. ওয়েব ডেবলপার।
  3. চিকিৎসা এবং নার্সিং।
  4. সেলস ও মার্কেটিং।
  5. সাইবার সিকিউরিটি নিনজা।
  6. মেডিক্যাল টেকনোলজিস্ট।
  7. অনলাইন টিউটর।
  8. ব্যংকিং এন্ড ফিন্যান্স।
  9. ডিজিটাল মার্কেটিং।
  10. রেজিস্ট্রার নার্সিং।
  11. সফটওয়্যার ডেবলফার।
  12. ট্রেইনার এবং শিক্ষকতা।
  13. উদ্ভাবন ও ডিজাইনিং।
  14. কনষ্ট্রাকশন শ্রমিক।
  15. টেলিকম।
  16. ডাটা ডিটেকটিভ

17. কম্পিউটার সম্পৃক্ত সকল পেশা সমুহ।

"Keyword" "leslie jordan" "loretta lynn" "nba scores" "mlb playoffs" "black adam" "halloween ends" "padres" "phillies" "michael j fox" "pumpkin patch near me" "astros" "yankees game today" "san diego padres" "lakers" "halloween" "nba" "powerball" "spirit halloween" "halloween costumes" "nfl standings" "powerball numbers" "houston astros" "yankees" "mariners" "party city"

বিশ্বব্যাপী চাহিদার সাথে নিজেকে সঠিকভাবে তৈরি করে,চাহিদাপূর্ণ পেশাগুলোতে প্রশিক্ষন গ্রহন করতে হবে। চাহিদাপূর্ণ পেশা সমুহে প্রশিক্ষণের মাধ্যমে একজন ব্যক্তি তথা একটা দেশ উন্নতির চরম শিখরে আরোহন করে। তাই ভবিষ্যৎ চাহিদার উপর ভিত্তি করে পরিকল্পনার সাথে অগ্রসর হওয়া বঞ্চনিয় নয়ত আমরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url