street food in Bangladesh (বাংলাদেশের রাস্তার খাবার)

বাংলাদেশ হলো একটা গরীব দেশ। এই দেশের বেশির ভাগ মানুষ'ই গরীব। গরীবরা যা পায় তাই খায়। খাবার নিয়ে বিলাসিতা করার সময় গরীবদের নেই। বাংলাদেশে ছয়টা ঋতু। একেক ঋতুতে একেক রকম খাবার খেতে মজা। শীত কালের খাবার শীত কালেই মজা। ঈদে মানুষ এক রকম খাবার খায়। পহেলা বৈশাখে আরেক রকম খাবার খায়। আসলে উৎসব বুঝে মানুষ খাবার খেতে পছন্দ করে। যেমন হঠাত করে বৃষ্টি এলে- খিচুড়ি, গরুর মাংস আর ইলিশ মাছ ভাঁজা হয়।

বাংলাদেশে ৬৪ টা জেলা। একেক জেলার মানুষের একেক রকম খাবার পছন্দ। আবার ঢাকা শহরের মানুষের খাবারের পছন্দ অন্য রকম। একসময় বাংলাদেশের মানুষের জনপ্রিয় খাবার ছিলো- পান্তা ভাত, কাঁচা মরিচ, আলু ভরতা। এখন অনেক গ্রামের মানুষ সকালবেলা পান্তা ভাত খেতে পছন্দ করে। শহরের মানুষ পছন্দ করে রুটি-পরোটা। সাথে ভাজি, ডাল বা ডিম ভাজি। আমি গ্রামে দেখেছি- আমার দাদা বাড়িতে সকালে সবাইকে লাল চা আর মুড়ি দেওয়া হতো। তার দেড় দুই ঘন্টা পর দেওয়া হতো খিচুড়ি। সাথে নানান রকম ভরতা।

আমাদের দেশে জনপ্রিয় খাবারের অভাব নাই। কেউ পছন্দ করে কাচ্চি। কেউ বিরানী। কেউ পোলাউ, সাথে গরুর মাংস। আসলে যে যেটা খেয়ে আরাম পায়, সেটাই তার প্রিয় খাবার। এই প্রজন্ম পছন্দ করে বার্গার, পিজা আর কোক। কেউ কেউ চিকেন ফ্রাই। আমি সকালে নাস্তা করি হোটেলের খাবার দিয়ে। ফুডপান্ডা কে ফোন দিলেই ওরা খাবার বাসায় এসে দিয়ে যায়। ফুডপান্ডার সার্ভিস ভালো।

ক্ষুধা পেলে মানুষ সামনে যা পায় তা-ই খায়। বাংলাদেশের জনপ্রিয় খাবার নিয়ে আমি কখনও মাথা ঘামাই না। আমি অতি সামান্য খাই। কিন্তু আমি যে খাবার টা খাই সেটা অবশ্যই স্বাদ হতে হবে। মজা না হলে আমি সেই খাবার ছুঁয়েও দেখি না। যাই হোক, বাংলাদেশের জনপ্রিয় খাবার কি কি সেটা সঠিক করে বলা যাবে না। বাংলাদেশেরর প্রতিটা অঞ্চলে কিছু বিখ্যাত খাবার রয়েছে। বাংলাদেশের মানুষের সমস্যা হলো এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলের খাবার খেয়ে নাক কুঁচকায়।

ভাত বাংলাদেশের প্রধান খাদ্য। ধবধবে সাদা ভাত। এরচেয়ে সুন্দর আর কি আছে দুনিয়াতে! আমি ভাত খুব পছন্দ করি। ঝরঝরে ভাত। আজ আমাদের বাসায় একটা অনুষ্ঠান ছিলো। কয়েকজন আত্মীয়স্বজন এসেছেন। পোলাউ রান্না হয়েছে। খিচুড়ি রান্না হয়েছে। গরুর মাংস। মূরগীর মাংস। আরো কি কি যেন ছিলো। শুকনা মরিচের ভরতা করে ছিলো। সাথে হয়তো রসুন আর পেঁয়াজ দিয়েছে। ভরতাটা খেতে দারুন হয়েছে। আমি ভরতা দিয়েই এক প্লেট খুচুড়ি খেয়ে ফেলেছি। ভালো লেগেছে।

একেক অঞ্চলের স্ট্রিটফুড বা ফুটপাতের খাবার একেক রকম। যেহেতু ঢাকাতে থাকি তাই ঢাকার রস্তায় কি ধরণের আইটেম দেখা যায় তা জানি। এখানে কোনটা সেরা জানি না। বেশীরভাগ চোখে পড়ে এমন খাবারের ফটো নিচে দিচ্ছি।

**ঝালমুড়ি

** ফুচকা

**চটপটি

** চিতই পিঠা এবং বিভিন্ন পদের ভর্তা

** ছোলা বুট এবং ডিম

** ডিম কেক (এটা আমার পছন্দ নয়)

* ভাঁপা পিঠা (শীতে প্রচুর দেখা যায়)*

** গরম গরম পপকর্ন

** বুট, বাদাম, ছোলা, সিমের বিচি ভাজা

*রমজান স্পেশাল (বছরে এক মাস)

** বিভিন্ন মৌসুমি ফলের ভর্তা

*কাঁচা কলা ভর্তা

*আমড়া মাখানো

*ঝাল জাম্বুরা

**বড়ই বানানি

*জলপাই ভর্তা----------------------------------------------

*স্ট্রবেরি (লবন মরিচ পেলে বাঙালি সব খেতে পারে)

বাচ্ছা-কচ্ছাদের স্পেশাল খাবার, আমার ছোট বেলার প্রিয় আইটেম।

আছাড়া ফ্রাইড চিকেন, বার্গার, সিঙারা , চমুচা, হালিম, পেয়াজু, আলু চপ, নুডলস, স্যুপ, ফ্রেন্স ফ্রাই, সহ অনেক অনেক খাবার আছে এখানে লিখে দেয়া সম্ভব না।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url