Students and Politics paragraph 150 words (ছাত্র রাজনীতি)
Students and Politics (ছাত্র রাজনীতি)
It is a fact that students are citizens of tomorrow. So, political training should start from this period as many of them will be called to discharge political duties afterwards. Students like other members of society have the right to see that the country is governed well. Students are the selfless sections of society. (Student politics in Bangladesh)They may easily criticise the governmental policies and raise demonstrations against, corruption. Students are the young generations of the country. They are full of enthusiasm, energy and vigour in every aspect of life. Their participation will free the country from being static and sloth. Students read history, public administrations, social science, political science and economics, while they may be allowed to read these subjects in theories. they may be allowed to realise them in practical realities of political life. People, against students participation in politics hold that it is a serious and exciting occupation and that it is detrimental to the pursuit of study. Again politics requires patience, tolerance, efficiency and a good deal of experience. We should bear it in mind properly.
বঙ্গানুবাদ :
এটি সত্য যে ছাত্রছাত্রীরা হলেন আগামী দিনের নাগরিক। তাই এসময় থেকে রাজনীতির চর্চা শুরু করা উচিত যেহেত। তাদের অনেককেই এর পর থেকে রাজনৈতিক দায়িত্ব পালনে আহবান করা হবে। ছাত্রছাত্রীদের সমাজের অন্যান্য সদস্যের ন্যায়। অধিকার থাকতে হবে যাতে দেশটি ভালােভাবে পরিচালিত হতে পারে। ছাত্রছাত্রীরা হলাে সমাজের নিঃস্বার্থ অংশ। তারা সহজে। সরকারি নীতির সমালােচনা করতে পারে ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ উচ্চারণ করতে পারে। ছাত্রছাত্রীরা হলাে দেশের নতুন প্রজন্ম। তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে শারীরিক উদ্যাম, শক্তি ও মানসিক শক্তিতে পূর্ণ। তাদের অংশগ্রহণ দেশকে জড়তা ও মন্থর গতি হওয়া থেকে মুক্ত করবে। ইতিহাস, জনপ্রশাসন, সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা যখন তত্ত্বীয় অংশ পড়ার অনুমতি পায় তখন ব্যবহারিক বাস্তবতায় ছাত্ররাজনীতির অনুধাবন ও অনুমােদন করতে পারে। ছাত্ররাজনীতি একটি আকর্ষণীয়। পেশা হলেও এটি মারাত্মক ও পড়াশােনার জন্য ক্ষতিকর বলে জনসাধারণ এর বিরােধী। আবার রাজনীতিতে ধৈর্য, সহিষ্ণুতা, যােগ্যতা ও অভিজ্ঞতা প্রয়ােজন। আমাদের এটি যথাযথভাবে মনে রাখা উচিত।