একটি ভাল মৃত্যু এবং একটি ভয়ানক জিনিস জন্য দুআ

প্রশ্নঃ এভাবে দোয়া করা কি সম্ভব যে, হে আল্লাহ আমার মৃত্যু সালাতের সিজদা অবস্থায় হোক নাকি রমজান মাসে?

উত্তর: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শহর মদীনায়, নামাজে সিজদা করার সময়, রমজানে রোজা রাখার সময়, কোরআন তেলাওয়াত করার সময়, হজ-ওমরার সময় মৃত্যুর জন্য দুআ করা বৈধ। কারণ এগুলো হল 'হুসনুল খাতিমা' বা উত্তম মৃত্যুর দুআ। এবং একটি ভাল মৃত্যুর শেষ আশা করা যেতে পারে.


◆ উমর রা. থেকে বর্ণিত, তিনি এই বলে দুআ করতেন,

ঈশ্বর তোমার মঙ্গল করুক

"হে আল্লাহ, আমাকে আপনার পথে শাহাদাত দান করুন এবং আপনার রাসূলের শহরে আমাকে মৃত্যু দান করুন।" [সহীহ বুখারী/ 1890, অধ্যায় 29/13]


◆ আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

‏ إِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدٍ خَيْرًا اسْتَعْمَلَهُ ‏” ‏.‏ فَقِيلَ كَيْفَ يَسْتَعْمِلُهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏”‏ يُوَفِّقُهُ لِعَمَلٍ صَالِحٍ قَمْومْلَ ذيِ الشيخ قالَ الصحيح الإِيْلِ

"আল্লাহ যখন তাঁর বান্দার মঙ্গল চান, তখন তিনি তাকে আমল করার অনুমতি দেন। বলা হল, হে আল্লাহর রাসূল, তিনি কিভাবে তাকে আমল করার অনুমতি দিলেন? তিনি বললেন, "মৃত্যুর পূর্বে তাকে নেক আমল করার তাওফীক দান করেন।"[ সুনানে তিরমিযী (ইফা) অধ্যায়ঃ ৩৫/ তাকদীর, পরিচ্ছেদঃ আল্লাহ জান্নাতবাসী ও জাহান্নামীদের জন্য একটি কিতাব (রেজিস্টার) লিখেছেন।-সহীহ]


➧ ইবনে হাজার রহ. বলেছেন

ومن ثم شرع الدعاة بالتحبة على الدين وبحسن الخاطمة

"এখান থেকে এটা প্রতিষ্ঠিত হয় যে, দ্বীনের উপর দৃঢ়ভাবে দাঁড়ানো এবং হুসনুল খাতিমা বা উত্তম মৃত্যুর জন্য দুআ করা শরিয়তসম্মত।" [ফাতহুল বারী ১১/৪৯১]


➧ বইটির লেখক মাজমাউল আনহার বলেন,

وظم الحجات صلى الله عليه وسلم وتلب المغفرة

"সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন কল্যাণের উপর মৃত্যু এবং ক্ষমার জন্য দোয়া।"


❑ বিষয়টা ভয়ানক:


কেয়ামতের দিন যে মৃত্যুবরণ করবে তাকে সেই অবস্থায় উঠানো হবে।


জাবির রা. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

يُبعَثُ كلُّ عبدٍ على ما MAT عليه المُؤمِنُ على يمانِه والُمنافِقُ على نِفاقِه

“প্রত্যেক বান্দাকে কিয়ামতের দিন সেই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় সে মারা গেছে। মুমিনকে উঠানো হবে ঈমানের ওপর এবং মুনাফিককে উঠানো হবে মুনাফিকির ওপর।” [সহীহ ইবনে হিব্বান, হা/৭৩১৩]


➧ ইমাম নাবী রহ. উক্ত হাদিসের ব্যাখ্যা করে তিনি বলেন, “উক্ত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ দিয়েছেন যে, প্রত্যেক বান্দা- সে পুরুষ হোক বা নারী- কেয়ামতের দিন পুনরুত্থিত হবে। যে অবস্থায় তিনি মারা গেছেন।" নেক আমল ও নেকীর উপর প্রতিষ্ঠিত অবস্থায় মৃত্যুবরণ করলে তাকে নেকীর উপরে উঠানো হবে। আর যদি সে মন্দ ও মন্দ কাজে লিপ্ত অবস্থায় মারা যায় তবে তাকে সেই অবস্থায় উঠানো হবে। এই ভালো-মন্দের সকল অর্থ ও রূপ এখানে প্রযোজ্য।

তাই প্রত্যেক মানুষেরই এই আগ্রহ থাকা উচিত, ভালো অবস্থায় মৃত্যু (ভালো কাজের উপর প্রতিষ্ঠিত) তার মৃত্যু হওয়া উচিত।

হাদিসে বান্দাকে সর্বদা সৎকর্ম ও সৎকাজে নিয়োজিত থাকতে উৎসাহিত করা হয়েছে। কারণ কেউ জানে না কখন তার মৃত্যু হবে।”


পরিশেষে, আমরা প্রার্থনা করি যে, মহান আল্লাহ আমাদেরকে ঈমান, আল্লাহভীতি ও সৎকর্মের সাথে এবং তাঁর প্রতি সন্তুষ্ট হয়ে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন এবং পাপ করার সময় আমাদেরকে অমরত্ব থেকে রক্ষা করুন। আমীন।


▬▬▬▬✿◈✿▬▬▬▬

উত্তর দিতে:

আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলিল রহ.

দাই, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url