বিভিন্ন পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান

প্রশ্নঃ পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?

উত্তরঃ নীলনদ


প্রশ্নঃ জাপানের বৃহত্তম দ্বীপ কোনটি?

উত্তরঃ হোনসু।


✬প্রশ্ন: জাতীয় শিশু দিবস কত তারিখ?

উত্তরঃ ১৭ মার্চ।


প্রশ্নঃ পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি?

উত্তরঃ আমাজন।


✬প্রশ্ন: বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ কোনটি?

উত্তরঃ ভুটান।


প্রশ্নঃ ব্রাসেলস কোন দেশের রাজধানী?

উত্তরঃ বেলজিয়াম।


✬প্রশ্ন: কাপ্তাই কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ কর্ণফুলী।


✬প্রশ্ন: নিশীথ সূর্যের দেশকে বলা হয়- কোন দেশ?

উত্তরঃ নরওয়ে।


✬প্রশ্ন: পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি কত সালে বিভক্ত?

উত্তর: 1961 সালে।


✬প্রশ্ন: পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি কত সালে একত্রিত হয়?

উত্তর: 3 অক্টোবর 1990।


✬প্রশ্ন: মাওরিরা কোন দেশের অধিবাসী?

উত্তরঃ নিউজিল্যান্ড।


প্রশ্নঃ ইতালির রাজধানী কোন শহরে?

উত্তরঃ রোম।


প্রশ্নঃ চাকমা ভাষায় রচিত প্রথম উপন্যাসের নাম কি?

উত্তরঃ ফেবো।


✬প্রশ্নঃ ঢাকা বিশ্বের বৃহত্তম মেগা সিটি?

উত্তর: 11 তম।


প্রশ্নঃ ফ্রান্সের রাষ্ট্রপতির বাসভবনের নাম কি?

উত্তরঃ এলিসি প্যালেস।


✬প্রশ্ন: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে কতটি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়?

উত্তর: 270 টি.


✬প্রশ্ন: সুন্দরবনের কোন নদী বাংলাদেশ ও ভারতকে পৃথক করেছে?

উত্তরঃ হাড়িয়াভাঙ্গা নদী।


প্র: ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: 1885 সালে।


✬প্রশ্ন: কোন দেশের সরকারপ্রধানকে "চ্যান্সেলর" বলা হয়?

উত্তরঃ জার্মানি ও অস্ট্রিয়া।


প্রশ্নঃ জার্মানির রাজধানীর নাম কি?

উত্তরঃ বার্লিন।


✬প্রশ্নঃ যুগসন্ধিক্ষণের কবি কে?

উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত।


✬প্রশ্নঃ মুসলিম লীগ কত সালে গঠিত হয়?

উত্তরঃ 1906 সালে।


✬প্রশ্ন: বাংলাদেশে আর্থিক বছরের সময়কাল কীভাবে গণনা করা হয়?

উত্তর: জুলাই-জুন।


✬প্রশ্নঃ কাকে মুসলিম রেনেসাঁর কবি বলা হয়?

উত্তরঃ ফররুখ আহমদ।


প্রশ্নঃ বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস কবে?

উত্তরঃ ২ জুলাই।


✬প্রশ্ন: সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলাকে স্পর্শ করেছে?

উত্তর: 5


✬প্রশ্নঃ নওগাঁ জেলার সাক্ষরতা আন্দোলনের নাম কি?

উত্তরঃ উজ্জীবিত নওগাঁ।


✬প্রশ্নঃ ইরিত্রিয়ার মুদ্রার নাম কি?

উত্তরঃ নাকফা।


প্রশ্নঃ বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপিত হয় কত সালে?

উত্তরঃ 1862 সালে।


✬প্রশ্নঃ নাড়ি গবেষণা কেন্দ্র কোথায়?

উত্তরঃ ঈশ্বরদী, পাবনা।


✬প্রশ্ন: নেপালের রাজা জ্ঞানেন্দ্র কবে ক্ষমতায় আসেন?

উত্তরঃ 2001 সালে।


✬প্রশ্ন। কোন দেশের সংবিধান অলিখিত?

উত্তরঃ যুক্তরাজ্য।


প্রশ্নঃ এভারেস্ট প্রথম কবে জয় করা হয়?

উত্তর: 1953 সালে।


✬প্রশ্নঃ বাংলাদেশ ধান গবেষক ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ গাজীপুর।


প্রশ্নঃ বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস কবে?

উত্তরঃ ২ জুলাই।


✬প্রশ্ন: বিশ্বের একমাত্র ভাষার দেশ?

উত্তরঃ উত্তর কোরিয়া।


✬প্রশ্নঃ টুঙ্গিপাড়া কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ মধুমতি।


✬প্রশ্নঃ বিশ্বের সর্বোচ্চ ভাষার দেশ কোনটি?

উত্তরঃ পাপুয়া নিউ গিনি।


✬প্রশ্নঃ কোন দেশকে সূর্যালোকের দেশ বলা হয়?

উত্তর: জাপান-কে.


প্রশ্নঃ শহীদ মিনারের স্থপতি কে?

উত্তরঃ হামিদুর রহমান।


প্রশ্নঃ জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

উত্তরঃ সৈয়দ মইনুল হোসেন।


✬প্রশ্ন: বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে?

উত্তর: 5


✬ প্রশ্নঃ পৃথিবীর কয়টি মহাদেশ?

উত্তরঃ ৭টি।


প্রশ্নঃ পৃথিবীর মহাদেশগুলোর নাম কি?

উত্তরঃ এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া ও অ্যান্টার্কটিকা।


✬প্রশ্নঃ পৃথিবীর মহাসাগর কয়টি?

উত্তর: 5


প্রশ্নঃ বিশ্বের মহাসাগরগুলোর নাম কি?

উত্তর: প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, পশ্চিম মহাসাগর, দক্ষিণ মহাসাগর।


✬প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?

উত্তরঃ এশিয়া।


প্রশ্ন: স্বাধীনতার আগে পূর্ব তিমুর কোন দেশের অধীনে ছিল?

উত্তরঃ ইন্দোনেশিয়া।


✬প্রশ্নঃ পৃথিবীর দিন ও রাত কখন সমান হয়?

উত্তর: 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর।


✬প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম জলপ্রপাতের নাম কি?

উত্তরঃ নায়াগ্রা (মার্কিন যুক্তরাষ্ট্র)।


প্রশ্নঃ পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত কোনটি?

উত্তর: দেবদূত (ভেনিজুয়েলা)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url