দৈনন্দিন ইসলামী প্রশ্ন-উত্তর(question solve)
খাঁচায় পাখি রাখা
প্রশ্নঃ শখ বা শিশুদের বিনোদনের জন্য বাড়িতে খাঁচায় পাখি রাখার ব্যাপারে ইসলামের হুকুম কি? আর এ বিষয়ে কোরআন-হাদিসে কোনো উৎসাহ আছে কি?
উত্তর : কোরআন-হাদিসে পাখিদের খাঁচায় রাখার কোনো উৎসাহ নেই।
যাইহোক, ইসলামী আইনবিদরা বলেন যে এটা জায়েয যদি তিনি কষ্ট না পান এবং খাওয়ার ব্যাপারে সতর্ক থাকেন। (বুখারী, হাদীসঃ ৬২০৩, ফাতহুল বারীঃ ১০/৭১৫, রদ্দুল মুহতারঃ ৬/৪০১)
সফরে সুন্নত পাঠ করা
প্রশ্ন: আমাকে প্রায়ই ভ্রমণ করতে হয়। মুসাফির কি কসর নামাযের মাঝখানে থাকা অবস্থায় সুন্নত নামায আদায় করবে?
উত্তরঃ মুসাফির নিরাপদ থাকলে এবং তাড়াহুড়ো না করলে মুয়াক্কাদাহ আদায় করবে।
না হলে সংগ্রহ না করলেও সমস্যা নেই। (আদ্দুররুল মুখতার: 1/108, আল-বাহরুর রায়েক: 2/229, ফাতাওয়ায়ে রাহিমিয়া: 5/4)
একাই মুরগি জবাই
প্রশ্নঃ মুরগী ধরে জবাই করলে তা বৈধ হবে কি? মুরগি জবাই করার পরে, মুরগিগুলিকে সরু, পাতলা স্ট্যান্ডে রাখা হয় যা আমরা সাধারণত দোকানে দেখতে পাই। এটা কি সঠিক জিনিস?
উত্তর : মুরগিকে ধরে মুরগিকে একটি স্ট্যান্ডে উল্টে রেখে জবাই করা জায়েয। কিন্তু পশুদের অহেতুক কষ্ট দেয়া মাকরূহ। (মুসলিম : ৩/৫৬১, রদ্দুল মুহতার : ৯/৪২৪, কেফায়াতুল মুফতি : ১১/৬৩৫)
হজে যেতে দেয় না স্বামী
প্রশ্নঃ যদি কোন মহিলার উপর হজ্জ ফরয হয়, সে তার স্বামীকে জানানোর পর স্বামী তাকে হজে যেতে নিষেধ করে, তারপর স্ত্রী যখন মাহরাম হওয়ার পর হজে যেতে চায়, তখন স্বামী তাকে কঠোরভাবে নিষেধ করে। এখন জানার বিষয় হলো, এ অবস্থায় স্ত্রী কি হজে যেতে পারবেন? এক্ষেত্রে স্ত্রীর কী করা উচিত?
উত্তর: স্ত্রীর ওপর হজ ফরজ হওয়ার পর স্বামীর দায়িত্ব হলো মাহরাম হিসেবে তার সঙ্গে থাকা এবং তাকে হজ পালনে সহায়তা করা। যদি সে নিজে যেতে না পারে, ইসলাম অনুযায়ী অন্য একজন উপযুক্ত মাহরাম পাওয়া গেলে তাকে বাধা দেওয়ার অধিকার স্বামীর নেই। অতএব, প্রশ্নবিদ্ধ পরিস্থিতিতে, স্ত্রীর কর্তব্য হল প্রথমে তার স্বামীকে তার সাথে যেতে রাজি করানো। অথবা ব্যক্তিগতভাবে বা কারো মাধ্যমে তাকে তার পছন্দের মাহরামের সাথে যেতে রাজি করানো। (আদ্দুররুল মুখতার: ৬/৪৬৫, রদ্দুল মুহতার: ৬/৪৬৫, আল বাহরুর রায়েক: ২/২৪৩)।