ঈমান ও ইসলাম কী? এ দু'টির সাধারণ মূলনীতি কী?

ঈমান ও ইসলাম কী? এ দু'টির সাধারণ মূলনীতি কী?


উত্তর:

ঈমান ও ইসলামের মধ্যে পার্থক্য,ঈমান,ঈমান ও ইসলাম,ইসলাম,ঈমান কি,ঈমান ও ইসলাম কী এক নাকি আলাদা,ঈমান ও ইসলাম ভিন্ন জিনিস,ইমান ও ইসলামের পরিচয় কী?,ঈমান ও ইসলামের সম্পর্ক,ঈমান ও ইসলামের সাদৃশ্য,ঈমান ও ইসলামের পার্থক্য,ঈমান ইসলাম কি,ঈমান ও ইসলামের বিষয় ৫ টি হাদিস,ইসলাম ও ঈমানের পার্থক্য,ঈমান এবং ইসলামের মধ্যে পার্থক্য কী?,পবিত্র কোরআন ঈমান ও ইসলাম সম্পর্কে কি বলে।,ঈমান কাকে বলে,ইমান ও ইসলাম-এর পার্থক্য কী?,ঈমান ও ইহসান কি,ইসলামী পরিভাষায় ঈমান কাকে বলে?

ঈমান হলাে আল্লাহ ও তাঁর রাসূল রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আদেশ করেছেন সেগুলাের ওপর দৃঢ় ঈমান স্থাপন করা এবং সে অনুযায়ী আমল করাকে বলে ইসলাম। একমাত্র আল্লাহর সমীপে আত্মসমর্পণ করা ও তাঁরই আনুগত্য স্বীকার করাকে ইসলাম বলে। ঈমান ও ইসলামের সাধারণ মূলনীতি নিম্নোক্ত আয়াতে একত্রিত হয়েছে। আল্লাহ তা'আলা বলেছেন,



قولوا اما بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهم وإشميل وإحلق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي ألبيون من ربهم لا فرق بين أكبر تیم و




“তােমরা বল, ‘আমরা ঈমান এনেছি আল্লাহর ওপর এবং যা নাযিল করা হয়েছে আমাদের ওপর ও যা নাযিল করা হয়েছে ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকূব ও তাদের সন্তানদের ওপর, আর যা প্রদান করা হয়েছে মূসা ও ঈসাকে

এবং যা প্রদান করা হয়েছে তাদের রবের পক্ষ থেকে

নবীগণকে



আমরা তাদের কারাে মধ্যে তারতম্য করি না। আর আমরা তাঁরই অনুগত”। [সূরা আল-বাকারা, আয়াত: ১৩৬] রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদীসে জিবরীলে ও অন্যান্য হাদীসে ঈমান ও ইসলামের ব্যাখ্যায় বলেছেন,


আরও পড়ুন




الإيمان أن تؤمن باللير، ولايته، وثبه، وله، واليوم الآخر، وتؤمن بالقدر ځيه ومميزه والإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله صلى الله عليه وسلم

. وتقيم الصلاة، وتؤتي الكاة، وتصوم رمضان، وتحج

البيت




“ঈমান হলাে আল্লাহর প্রতি, তাঁর ফিরিশতাদের প্রতি, তাঁর কিতাবসমূহের প্রতি, তাঁর রাসূলগণের প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান আনবে, আর তাকদিরের ভালাে-মন্দের প্রতি ঈমান রাখবে। ইসলাম হলাে, তুমি এ কথার সাক্ষ্য প্রদান করবে যে, আল্লাহ ব্যতীত কোনাে (সত্য) ইলাহ নেই এবং নিশ্চয় মুহাম্মাদ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, রমযানের সাওম পালন করবে এবং বাইতুল্লাহর হজ পালন করবে।” এ হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানকে অন্তরের বিশ্বাস ও ইসলামকে শরী'আতের বাহ্যিক আমলের দ্বারা ব্যাখ্যা করেছেন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url