বিজ্ঞান থেকে সাধারণ জ্ঞান ২০২২ (part20)

সাধারণ জ্ঞান,সাধারণ জ্ঞান বাংলাদেশ,সাধারণ জ্ঞান আন্তর্জাতিক,সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০১৮,সাধারণ বিজ্ঞান বিসিএস,বিসিএস সাধারণ বিজ্ঞান,সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর,চাকরির প্রস্তুতি সাধারণ বিজ্ঞান,বিসিএস সাধারণ বিজ্ঞান প্রস্তুতি,৮ম শ্রেণি বিজ্ঞান,৮ম শ্রেণি বিজ্ঞান অধ্যায় ২,৮ম শ্রেণি বিজ্ঞান অধ্যায় ২ জীবের বৃদ্ধি ও বংশগতি,নবম-দশম সাধারণ গণিত ৯.২,৮ম শ্রেণি বিজ্ঞান অধ্যায় ২ জীবের বৃদ্ধি ও বংশগতি সৃজনশীল।,নবম-দশম সাধারণ গণিত ত্রিকোণমিতি

৬০১) পৃথিবীর গঠনে কোন উপাদান সর্বাধিক পরিমাণে থাকে ?-অক্সিজেন


৬০২) মটর গাছের মূলে আসলে বসবাসকারী জীবাণুর নাম কি?-রাইজবিয়াম


৬০৩) সালােকসংশ্লেষের কোন দশায় কার্বন-ডাই-অক্সাইড বিজারিত হয় ?-অন্ধকার দশা


৬০৪) কাঁচের টুকরাে গ্লিসারিনে ডােবালে অদৃশ্য হয় কেন ?-কারণ কাজ ও গ্লিসারিন এর প্রতিসরাঙ্ক সমান


৬০৭) দেহ প্রহরী কোষ কাকে বলে ?-শ্বেত রক্ত কণিকা


৬০৮) sodium silicate সাবান ব্যবহার করা হয় কেন?-সাবান শক্ত ও কম ক্ষয় হওয়ার জন্য


৬০৯) বিশ্বের কঠিনতম ধাতু কোনটি?-হীরক


৬১০) এককোষী প্রাণী আমিবার গমন অঙ্গ কি ?- ক্ষণপদ


৬১১) জলের সঙ্গে লবন মেশালে জলের কী পরিবর্তন হয়?- হিমাঙ্ক কমে


৬১২)আলাের রং কিসের মাধ্যমে নির্ধারিত হয়?- আলাের তরঙ্গদৈর্ঘ্য


৬১৩) কয়লা র অসম্পূর্ণ দহনে কি সৃষ্টি হয় ?-CO2


৬১৪) ধাতুর ওপর দস্তার প্রলেপ দেওয়া কে কি বলে?-গ্যালভানাইজেশন


৬১৫) ভরবেগের নিত্যতা সূত্র প্রতিষ্ঠিত হয় নিউটনের কোন গতি সূত্র থেকে ?-তৃতীয়। গতিসূত্র থেকে৷


৬১৬)উদ্ভিদ দেহের অতিরিক্ত জল বেরােয় কোন পদ্ধতিতে?-বাষ্পমােচন।


৬১৭) জিহবার অগ্রভাগ এ কোন স্বাদ কোরক থাকে ?-মিষ্টি।


৬১৮) জলের বাষ্পীভবনের লীন তাপ কত ?-537 cal/gm


৬১৯) মিশ্র গ্রন্থি কোনটি?-অগ্নাশয়, বৃক্ক,লালাগ্রন্থি.


৬২০) মায়াটম পেশী কোন প্রাণীতে থাকে - মাছ।


৬২১) তড়িৎ প্রবাহের একক কি ?-অ্যাম্পিয়ার


৬২২) ভিনিগার কার লঘু দ্রবণ ?-অ্যাসিটিক অ্যাসিড


৬২৩) প্রথম আবিষ্কৃত জীবাণু কোনটি?-টোবাকো মােজাইক ভাইরাস


৬২৪) শিক্ষা স্মৃতি ইত্যাদি মানসিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোন মস্তিষ্ক ?-গুরু মস্তিষ্ক


৬২৫)হাঙররা জল থেকে কিসের মাধ্যমে প্রয়ােজনীয় অক্সিজেন নেয় ?-গিলস্লিট


৬২৬) মস্তিষ্কের আবরণীর নাম কি ?- মেনিনজেস


৬২৭) মানব দেহের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি?-পিটুইটারি গ্রন্থি


৬২৮) কোন ভিটামিনের অভাবে ওজন হ্রাস পায়,? - B6


৬২৯) হলুদ বর্ণের পরিপূরক রং কি?-নীল


৬৩০) কিউসেক কি মাপার একক?-জল


৬৩১) ফল পাকাতে কোন হরমােন ব্যবহার করা হয়?-ইথিলিন


৬৩২) পেলেগ্রা কোন ভিটামিনের অভাবে হয় ?-B 5


৬৩৩) পরিব্যক্তি বাদের প্রবক্তা কে?-দ্য ব্রিজ



৬৩৪) পৃথিবীর সর্ববৃহৎ অমেরুদন্ডী প্রাণী কি?-অক্টোপাস।



৬৩৫) নির্জন কোষের তড়িচ্চালক বলের মান কত?-1.5 ভােল্ট।



৬৩৬) পারমাণবিক চুল্লিতে কোন জল ব্যবহার করা হয় ?-ভারী জল।


৬৩৭) ভিনিগার কিসের লঘু দ্রবন- অ্যাসিটিক অ্যাসিড।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url