বিজ্ঞান থেকে সাধারণ জ্ঞান ২০২২ (part19)

সাধারণ জ্ঞান,সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর,সাধারণ জ্ঞান আর্ন্তজাতিক বিষয়াবলি,সাম্প্রতিক সাধারন জ্ঞান,সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ mcq প্রশ্ন,পদার্থ বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন ssc,বিজ্ঞানের প্রশ্ন উত্তর,প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২২,বিসিএস প্রস্তুতি | ১০-১৫তম বিসিএস সাধারণ জ্ঞান আর্ন্তজাতিক বিষয়াবলি | gk international |,পদার্থবিজ্ঞান গতি,bada studija part -19,general science part 11,forest department

৫৬৬) তেজস্ক্রিয় তার এককের নাম কি?= কিউরি


৫৬৭) কোন গ্যাস বর্ণহীন অথচ বিষাক্ত ?= সায়ানােজেন


৫৬৮| অনুচক্রিকার গড় আয়ু কতাে দিন ?= ১০ দিন


৫৬৯। রক্ত শুন্যতা বলতে বুঝায় ? রক্তে হিমােগ্লোবিনের পরিমান কমে যাওয়া


৫৭০) কোন ধাতুর উপর আলাে পড়লে ওই ধাতুর রােধ কমে?= সেলেনিয়াম


৫৭১) মানব দেহে রক্ত সঞ্চালন তন্ত্র আবিষ্কার করেন কে ?= উইলিয়াম হার্ভে ||


৫৭২) সমুদ্র পথে দূরত্ব মাপা হয় কোন এককে ?= নট


৫৭৩) কোন বিজ্ঞানী সর্বপ্রথম হীরক প্রস্তুত করেন ?= ময়সা


৫৭৪) মানুষের দীর্ঘতম হাড় কোনটি ? উরুর হাড় নাম femur


৫৭৫) হাইড্রোমিটার যন্ত্র কি কাজে ব্যবহৃত হয় ? = তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতে হাইড্রোমিটার ব্যবহার করা হয়।


৫৭৬) ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি ?= অপ্সরা।


৫৭৭) শব্দের গতি সবচেয়ে বেশি কোথায় ?= কঠিন মাধ্যমে।


৫৭৮। শব্দের গতি সবচেয়ে কম কোথায় ?= বায়বীয় মাধ্যমে।


৫৭৯। আলাের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে কোন জায়গায় মরিচিকায়


৫৮০। অক্সিজেনের কটি আইসােটোপ পাওয়া যায়?= ৩টি


৫৮১। কোথা থেকে রক্ত উৎপন্ন হয়?= দ্রুণজ মেসােফার্ম থেকে।


৫৮২।সবচেয়ে হালকা ধাতু কোনটি ?= লিথিয়াম


৫৮৩) মানুষের করােটির অস্থি সংখ্যা কত?= ২২টি


৫৮৪) উদ্ভিদের জল সংবহন কার্য সাধিত হয় কিসের মাধ্যমে?= জাইলেম কলার মাধ্যমে।


৫৮৫) আত্মঘাতীস্থলী-কাকে বলে?= লাইসােজোম


৫৮৬) কেঁচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়?= তুক


৫৮৭)সবচেয়ে নমনীয় ধাতু কোনটি ?= সােনা


৫৮৮) আপতকালীন হরমােন কোনটি অ্যাড্রিনালিন


৫৮৯) বৃহত্তম মাছের নাম কি ?→ Rhinodon


৫৯০) s পদ্ধতিতে বলের পরম একক কি ?-নিউটন


৫৯১) দার্শনিকের উল এর অপর নাম কি ?-জিংক অক্সাইড (zno)


৫৯২) কোন অমেরুদন্ডী প্রাণীর রক্তে কোন শ্বাস রঞ্জক থাকে না?-আরশােলা।


৫৯৩) সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন প্রস্তুত করা হয় ?-ছাল


৫৯৪) মানবদেহে সর্বাধিক পরিমাণ যে মৌলটি থাকে তার নাম কি ?-অক্সিজেন


৫৯৫) মাছ কোথা থেকে নিঃশ্বাস প্রশ্বাস নেয় ?-ফুলকা


৫৯৬) Electromagnetহিসেবে সাধারণত কোন ধাতু ব্যবহার করা হয় ?- লােহা


৫৯৭) কে প্রথম গবেষণা করে এইডস রােগের কথা জানান ?-এম এস গাটালিয়ের।


৫৯৮) লেবু বা বেল গাছের কাঁটা আসলে কি ?-পাতা


৫৯৯) একজন পূর্ণবয়স্ক ব্যক্তির মস্তিষ্কের গড় ওজন কত ?-1. 36 কেজি


৬০০) চুন জলে কি থাকে ?-ক্যালসিয়াম হাইড্রোক্সাইড


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url