বিজ্ঞান থেকে সাধারণ জ্ঞান ২০২২ (part18)

সাধারণ জ্ঞান,সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর,সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২২,সাধারণ বিজ্ঞান বিসিএস,সাম্প্রতিক সাধারণ জ্ঞান,সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলি,বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান,বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান,আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান,বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান 2022,চাকরির প্রস্তুতি সাধারণ বিজ্ঞান,সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর 2022,সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলি,সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর বাংলাদেশ

৫৩০)কোন জলজ জীবটি বাতাসে নিশ্বাস নেয়ঃ-উঃ শুশুক।


৫৩১)সবচেয়ে বড়াে কোশ কোনটি?-উঃ উট পাখির ডিম।।


৫৩২)ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী?-উঃ মাছ।


৫৩৩)কেঁচোর শ্বাস অঙ্গের নাম কী?-উঃ দেহত্বক।


৫৩৪)সাদা রক্ত বা বর্ণহীন রক্তের প্রাণীটির নাম লেখাে।-উঃ তেলাপােকা।


৫৩৫)কোন প্রাণীকে কৃষকের বন্ধু বলা হয়?-উঃ কেঁচোকে।


৫৩৬)কোন কোশ অঙ্গাণুকে কোশের শক্তিঘর বলা হয়?-উঃ মাইটোকন্ড্রিয়াকে।


৫৩৭)জীবাণুবিদ্যার জনক কে?-উঃ লুইপাস্তুর।।



৫৩৮)সবচেয়ে ক্ষুদ্র জীব কোনটি?-উঃ মানব ডিম্বাণ।


৫৩৯)কোন প্রাণীর বহি: ফুলকা দেখা যায়?-উঃ রাজ কাঁকড়া।


৫৪০)কোন প্রাণীর গমন অঙ্গের নাম ক্ষণপদ-উঃ অ্যামিবা।


৫৪১) সবচেয়ে ভারী গ্যাস কোনটি ? রেডন


৫৪২) হিমােগ্লোবিনের কাজ কী?= অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা .


৫৪৩) কঠিনতম মৌলিক পদার্থ কোনটি ? হীরক



৫৪৪) অক্সিজেন সিলিন্ডার কি মেশানাে হয় ?=হিলিয়াম


৫৪৫) সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি?= হিলিয়াম


৫৪৬) জলের চেয়ে হালকা ধাতু কি ? সােডিয়াম ৫৪৭) মানবদেহে মােট কয়টি হাড় রয়েছে? ২০৬ টি



৫৪৮) সবচেয়ে ভারী অধাতু কোনটি?= অ্যাস্টে টাইন। ৫৪৯) বিরল মৃত্তিকা মৌল কোনগুলাে ? সিরিয়াম, লুটেশিয়াম,



৫৫০) মূত্রে জলের পরিমান কোন হরমােন নিয়ন্ত্রণ করে?= এডিএইচ


৫৫১) কোন গ্যাস ক্ষারধর্মী ?= এমােনিয়া গ্যাস ক্ষারধর্মী


৫৫২) ভিটামিন সি এর অপর নাম কি ? এসকরবিক এসিড


৫৫৩) মানব দেহের বৃহত্তম গ্রন্থির নাম কি?= লিভার


৫৫৪)প্রাকৃতিক নির্বাচন তথ্যটির প্রবক্তা কে?=সি আর ডারউইন


৫৫৫) লেবুতে এমন কোন ভিটামিন থাকে যে স্কার্ভি রােগ প্রতিরােধ করে ?=ভিটামিন সি


৫৫৬) নিউটন কিসের একক ?=বলের একক


৫৫৭) মানুষের চোখে কি রকম লেন্স থাকে ? উত্তল লেন্স


৫৫৮) স্যাকারিনের উৎস কি ? আলকাতরা থেকে পাওয়া জৈব যৌগ টলুইন।


৫৫৯) মাইক্রো কথাটির অর্থ কি ?= অতি ক্ষুদ্র


৫৬০। সবচেয়ে হালকা গ্যাস কোনটি?= হাইড্রোজেন


৫৬১। হিমােগ্লোবিনের কাজ কী ?= অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা


৫৬২। পালমােনারী (ফুসফুসীয়) শিরা কী বহন করে ?= অক্সিজেন বাহী রক্ত


৫৬৩। মানব দেহের হৃতিপণ্ড কতাে প্রকোষ্ট বিশিষ্ট ?= চার প্রকোষ্ট বিশিষ্ট


৫৬৪। লােহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কতাে দিন ?= ৫-৬ দিন


৫৬৫) রক্তে কোন ধাতু থাকে ?→ আয়রন থাকে


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url