বিজ্ঞান থেকে সাধারণ জ্ঞান ২০২২ (part17)

সাধারণ জ্ঞান,বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান,সাম্প্রতিক সাধারণ জ্ঞান,সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী,বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান,সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর,বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২১,ভূগোল সাধারণ জ্ঞান,সাধারণ জ্ঞান ভূগোল,সাধারণ জ্ঞান বাংলাদেশ,বাংলাদেশ সাধারণ জ্ঞান,সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলি,সাধারণ জ্ঞান আন্তর্জাতিক,এশিয়া মহাদেশ সাধারণ জ্ঞান,সাধারণ জ্ঞান এশিয়া মহাদেশ

৪৯৮) চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক হ্রাস পায় না বৃদ্ধি পায়-উঃ বৃদ্ধি পায়।


৪৯৯) কোন তাপকে থার্মোমিটারে ধরা হয় না?-উঃ লীনতাপকে।


৫০০) সি জি এস পদ্ধতিতে লীনতাপের একক কী?-উঃ সি জি এস পদ্ধতিতে লীনতাপের একক ক্যালােরি/গ্রাম।


৫০১) জলের স্ফুটনাঙ্ক কত?উঃ ১০০ ডিগ্রী সেলসিয়াস। ৫০২) বরফের গলনাঙ্ক কত?উঃ ০ ডিগ্রী সেলসিয়াস।


৫০৩) বিশুদ্ধ জল ও লবণ জল এদের মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি-উঃ লবণ জলের।


৫০৪) নির্দিষ্ট গলনাঙ্ক ও হিমাঙ্ক নেই এমন দুটি পদার্থের নাম লেখাে।-উঃ মােম এবং

কাঁচ।


৫০৫) তাপ প্রয়ােগে গলে না এমন দুটি পদার্থের নাম লেখাে।-উঃ ম্যাগনেশিয়াম অক্সাইড এবং ক্যালশিয়াম অক্সাইড।


৫০৬) প্রেসার কুকারে দ্রুত রান্না হওয়ার কারণ কী? উঃ প্রেসার কুকার যন্ত্রে আবদ্ব পাত্রে জলীয় বাষ্পের চাপ বাড়িয়ে ১০০ ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় ফোটানাে হয় বলে রান্না খুব তাড়াতাড়ি হয়।


৫০৭) রকেটে ও জেটপ্লেনে নিউটনের কোন নীতিটি কার্যকর করা হয়েছে। উঃ নিউটনের তৃতীয় গতিসূত্রটি কার্যকর করা হয়েছে।।


৫০৮) ডানামােতে কোন শক্তি কোন শক্তিতে রুপান্তরিত হয়। উঃ যান্ত্রিক শক্তি তড়িত শক্তিতে রুপান্তরিত হয়।


৫০৯) চাঁদের মহাকর্ষ বল পৃথিবীর অভিকর্ষ বলের কত অংশ-উঃ ১/৬ অংশ।


৫১০) বাঁধের জলে কোন শক্তি সঞ্চিত থাকে?উঃ স্থিতিশক্তি।



৫১১) নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়?-উঃ দ্বিতীয় সূত্র থেকে।


৫১২) পৃথিবী পৃষ্ঠের কোন স্থানে বস্তুর ওজন সর্বাধিক হয়?-উঃ মেরু অঞ্চলে।


৫১৩) কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক?-উঃ 4 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায়।


৫১৪) x-রশ্মি কে আবিষ্কার করেন?উঃ বিজ্ঞানী রন্টজেন।


৫১৫) সব ধরণের শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রুপান্তরিত হয়?-উঃ তাপশক্তিতে।


৫১৬) ৪.০.কীসের একক?উঃ তড়িৎ শক্তি খরচের একক। ৫১৭)মানুষের গায়ের রঙ নির্ভর করে কোন উপাদানের উপর?-উঃ মেলানিন।


৫১৮)চাঁদে শব্দ করলে শােনা যায় না কেন?-উঃ চাঁদে বায়ুমন্ডল নেই বলে।


৫১৯)উড স্পিরিট কী?উঃ মিথাইল অ্যালকোহল।।


৫২০)বায়ােলজি শব্দের প্রবর্তক কে?উঃ ল্যামার্ক


৫২১)আমের বিজ্ঞানসম্মত নাম কী?-উঃ ম্যাঙ্গিফেরা ইন্ডিকা।


৫২২)প্রাণীর সবচেয়ে লসিকা গ্রন্থি কোনটি?-উঃ প্লীহা।


৫২৩)মানবদেহের সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থিটির নাম কী?-উঃ যকৃৎ


৫২৪)আমাদের দেহকোষ রক্ত হতে কী কী গ্রহণ করে?উঃ অক্সিজেন ও গ্লুকোজ।


৫২৫)অ্যাসিড আবিস্কার হয় কবে?-উঃ ১৯৮১ সালে


৫২৬)ইউরােসিল কোথায় থাকে?উঃ RNA তে।


৫২৭)কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয় ?-উঃ পরিবহন পদ্ধতিতে


৫২৮)কে প্রথম রােবট আবিস্কার করেন ?-উঃ উইলিয়াম গে ওয়ালটার ।


৫২৯)কোন এনজাইমের দ্বারা কাটা ডিএনএ জোড়া দেওয়া হয়?-উঃ লাইগেজ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url