বিজ্ঞান থেকে সাধারণ জ্ঞান ২০২২ (part16)
৪৭০) মিল্ক অব ম্যাগনেশিয়া কী?উঃ ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড।
৪৭১) তাপ ও তড়িতের কু-পরিবাহী এমন একটি পদার্থের নাম লেখাে।-উঃ অভ্র।
৪৭২) তামার প্রধান আকরিকটির নাম লেখাে।-উঃ জিংকব্লেন্ড।
৪৭৩) ডিনামাইট প্রস্তুত করতে কোন জৈব যৌগ ব্যবহার করা হয়?-উঃ গ্লিসারল।
৪৭৪) তড়িতের সর্বোত্তম পরিবাহী ধাতু কোনটি?-উঃ রুপা।
৪৭৫) তড়িৎ বিয়ােজন তত্ত্বটির প্রবক্তা কে?-উঃ আরহেনিয়াস।
৪৭৬) অ্যামােনিয়া গ্যাস শুষ্ক করার জন্য ব্যবহৃত পদার্থটির নাম লেখাে।-উ: পােড়াচুন।
৪৭৭) অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকটির নাম লেখাে।-উঃ বক্সাইট।
৪৭৮) চিনিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড যােগ করলে যে কালাে রং-এর পদার্থ উতপন্ন হয় তার নাম কী ? উঃ চিনিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড (H2SO4) যােগ করলে সালফিউরিক অ্যাসিড চিনির সব জলীয় উপাদান শােষণ করে চিনিকে কালাে কার্বনে পরিণত করে।
৪৭৯) স্বর্ণকারের কারখানা থেকে কোন গ্যাস নির্গত হয়ে বায়ুমন্ডলকে দুষিত করে ?
উঃ নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO2) গ্যাস নির্গত হয়ে বায়ুমন্ডলকে দুষিত করে।
৪৮০) ধুমায়মান সালফিউরিক অ্যাসিডে ধুমায়িত গ্যাসটির নাম কী ? উঃ ধুমায়মান সালফিউরিক অ্যাসিডে ধুমায়িত গ্যাসটির নাম হল সালফার ট্রাই-অক্সাইড (so3) |
৪৮১) অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ কী? উঃ তিন আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl) এবং এক আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের (HNO3) মিশ্রণকে অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ বলে।
৪৮২) অয়েল অফ ভিট্রিয়ল -এর রাসায়নিক নাম ও সংকেত লেখাে। উঃ সালফিউরিক অ্যাসিড এবং এর সংকেত হল H2SO4 |
৪৮৩) অ্যাকোয়াফরটিস -এর রাসায়নিক নাম ও সংকেত লেখাে। উ: অ্যাকোয়াফরটিস -এর রাসায়নিক নাম হল নাইট্রিক অ্যাসিড এবং এর সংকেত হল HNO3 |
৪৮৪) একটি বায়ু দূষক গ্যাসের নাম লেখাে ? উঃ সালফার ডাই-অক্সাইড (s02) |
৪৮৫) একটি বরধাতুর নাম লেখাে।-উঃ প্লাটিনাম।
৪৮৬) একটি জারক অ্যাসিডের নাম লেখাে।-উঃ নাইট্রিক অ্যাসিড।
৪৮৭) একটি অজারক অ্যাসিডের নাম লেখাে।-উঃ হাইড্রোক্লোরিক অ্যাসিড।
৪৮৮) অম্ল বৃষ্টির জন্য দায়ী একটি গ্যাসের নাম লেখাে।-উঃ সালফার ডাই অক্সাইড।
৪৮৯) তীব্র জল শােষক অ্যাসিডটির নাম লেখাে।-উঃ গাঢ় সালফিউরিক অ্যাসিড।
৪৯০) বাথরুম পরিষ্কার করার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়? উঃ মিউরিয়াটিক অ্যাসিড।
৪৯১) একটি নিষ্ক্রিয় মৌলের নাম লেখাে।-উঃ ক্রিপটন।
৪৯২) একটি জৈব সারের নাম লেখাে।-উঃ ইউরিয়া।
৪৯৩) একটি তড়িৎযােজী যৌগের উদাহরণ দাও।-উঃ cacl2.
৪৯৪) একটি তড়িৎবিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও।-উঃ খাদ্যলবণ।
৪৯৫) একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও।-উঃ C6H6
৪৯৬) মানুষের পাকস্থলীতে কী অ্যাসিড উৎপন্ন হয়?-উঃ HCl
৪৯৭) জলের বাষ্পীভবনের লীনতাপ কত?উঃ ৫৩৭ ক্যালােরি/গ্রাম
৪৯৮) চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক হ্রাস পায় না বৃদ্ধি পায়?-উঃ বৃদ্ধি পায়।