বাংলা সাহিত্য নিয়ে ২০টি প্রশ্ন উত্তর

 

বাংলা সাহিত্যের ইতিহাস,বাংলা সাহিত্য,চর্যাপদ প্রশ্ন উত্তর,বাংলা সাহিত্যের আদিযুগ,বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত প্রশ্ন,চর্যাপদ প্রশ্ন ও উত্তর,বাংলা সাহিত্যে অন্ধকার যুগের প্রশ্ন উত্তর,বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্ন ও উত্তর,প্রশ্ন উত্তর,বাংলা শিক্ষা,বাংলা প্রশ্ন ও উত্তর,বৈষ্ণব পদাবলী প্রশ্ন উত্তর,বাংলা অনার্স,বাংলা সাহিত্যের ইতিহাসের প্রশ্ন,বাংলা সাহিত্যের মধ্যযুগ,বাংলা সাহিত্যের বিগত বছরের প্রশ্ন,চর্যাপদ- বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন

১.সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’ উক্তিটি কার?

 উত্তরঃ প্রমথ চৌধুরী


২. ‘যে শুনেই মনে রাখতে পারে’ তাকে এক কথায় কী বলে? 

উত্তরঃ শ্রুতিধর


৩. ’উপর্যুক্ত শব্দটির অর্থ কী? 

উত্তরঃ উপরে উল্লিখিত


৪.’হাত করা’ দ্বারা কীঝানো হয়েছে? 

উত্তরঃ পটানো


৫. ’খাতক’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

 উত্তরঃ মহাজন


৬. ’একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন যতি চিহ্নের ব্যবহকার করা হয়? 

উত্তরঃ কোলন


৭. অপরিণত অর্থে কাঁচা শব্দের ব্যবহার কোনটি? 

উত্তরঃ কাঁচা বয়স


৮. ‘মাথা দেওয়া’ শব্দটির অর্থ কী?

 উত্তরঃ দায়িত্ব গ্রহণ


৯. ’পরীক্ষায় সফল হও।’ এটি কী ধরনের বাক্য?

 উত্তরঃ ইচ্ছাসূচক


১০. ’গৃহহীন চিরদিন থাকে পরাধীন’ – নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

 উত্তরঃ কর্তৃকারকে শূন্য


১১. যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারাইতো সত্যিকারের পুরুষ’ – এখানে তারই কোন পদ?

 উত্তরঃ সর্বনাম পদ


১২. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?

 উত্তরঃ পীতাম্বর [পীত অম্বর যাহার = পীতাম্বর (অর্থ শ্রীকৃষ্ণ)]


১৩. ’কবিতা’ শব্দের বহুবচন কোনটি?

উত্তরঃ কবিতাগুচ্ছ


১৪. নিচের কোন তারিখ বাচক শব্দ?

 উত্তরঃ একুশে


১৫. ’রাজ্ঞী’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

 উত্তরঃ রাজ্ + নী


১৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’ এর রচয়িতা কে?

 উত্তরঃ আনোয়ার পাশা


১৭. শুদ্ধ বানান কোনটি?

 উত্তরঃ পিপীলিকা


১৮. ’বীরবল’ করা ছদ্মনাম?

 উত্তরঃ প্রমথ চৌধুরী


১৯. ’চাঁদ’ এর সমার্থক শব্দ নয় কোনটি? 

উত্তরঃ সবিতা


২০. সাধু এবং চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে? 

উত্তরঃ লেখ্য।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url