বিয়ে কেন হয় না? এই আমল করুন
তাড়াতাড়ি_বিয়ে হওয়ার পরিক্ষিত আমল-
🟫 প্রতিদিন দুই রাকা'ত সালাতুল হাজত পড়বে (প্রথম রাকা'তে সূরা ফাতেহার পরে আয়াতুল কুরছি আর দ্বিতীয় রাকা'তে সূরা ফাতেহার পরে সূরা এখলাস তথা ক্বুলহুয়াল্লাহ) প্রতিদিন নির্দিষ্ট একই সময়ে হলে ভালো হয়। সালাম ফেরানোর পর পুন:রায় সেজদায় গিয়ে সূরা ফুরকানের ৭৪ নং আয়াত
* ﺭَﺑَّﻨَﺎ ﻫَﺐْ ﻟَﻨَﺎ ﻣِﻦْ ﺍَﺯْﻭَﺍﺟِﻨَﺎ ﻭَ ﺫُﺭِّﯾّٰﺘِﻨَﺎ ﻗُﺮَّﺓَ ﺍَﻋْﯿُﻦٍ ﻭَّ
ﺍﺟْﻌَﻠْﻨَﺎ ﻟِﻠْﻤُﺘَّﻘِﯿْﻦَ ﺍِﻣَﺎﻣًﺎ *
"রব্বানা হাবলানা মিন আঝওয়া জিনা ওয়া যুররিয়্যা তিনা ক্বুর-রতা আ'য়ইউনিউ হবে নইলে উচ্চারণ ঠিক হবেনা) ৪০ বার পড়বে।
এই আমল কমপক্ষে ৪০ দিন করবে। আন্তরিকতার সাথে করলে ইনশা'আল্লাহ এই আমল চলাকালীনই বিয়ে হয়ে যাবে।
অনেকে বলেন ফরজ নামাজের পর সুরা ফুরকানের ৭৪ নং আয়াতটা পড়তে। কারণ হাদিসের ভাষ্যমতে, ফরজ নামাজের পর দুয়া কবুল হয়। আর এটাও একটা দুয়া!! (তিরমিযি -৩৪৯৯ হাসান)
🟫 বিয়ের নিয়ত এ সুন্দরভাবে দুই রাকআত নফল
নামাজ পড়ে ১০০০ বার "ইয়া লাত্বিফু"
পড়ে বিয়ের জন্য দোয়া করবেন।
🟫 বেশি বেশি করে ইস্তেগফার, দুরুদ শরীফ পড়বেন। নিয়মিত সালাতুল হাজত ও তাহাজ্জুদ নামাজ পড়বেন। বিয়ের নিয়ত করে সামর্থ্য অনুযায়ী দান সদকা করবেন। বেশি বেশি কুরআন তেলাওয়াত করবেন। সম্ভব হলে সোমবার ও বৃহস্পতিবার বিয়ের নিয়ত করে রোজা রাখবেন।
MORE POST
🟫 প্রতি ফরজ নামাজের পর দোয়া করবেন,
আর এই দোয়াটা মুখস্থ করে পড়বেন বেশি বেশি করে...
اللَّهُمَّ لاَ سَهْلَ إِلاَّ مَا جَعَلْتَهُ سَهْلاً، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلاً
(হে আল্লাহ! আপনি যা সহজ করেছেন তা ছাড়া কোনো কিছুই সহজ নয়। আর যখন আপনি ইচ্ছা করেন তখন কঠিনকেও সহজ করে দেন)
উচ্চারণঃ আল্লা-হুম্মা লা সাহ্লা ইল্লা মা জা আ'লতাহু সাহ্লান ওয়া আংতা তাজ্ আ'লুল হা'ঝনা ইযা শি তা সাহ্লান।
(সহীহ ইবন হিব্বান ২৪২৭, (মাওয়ারিদ); ইবনুস সুন্নী, নং ৩৫১)
🟫প্রতিদিন অন্তত ১০০ বার পড়বেন
"লা হা'ওলা ওয়ালা ক্বু-ওয়াতা ইল্লা বিল্লাহ্।"
🟫 এই দোয়ার বরকতে মুসা আলাইহিমুস সালাম এর "বিয়ের বন্দোবস্ত" হয় যুগের শ্রেষ্ঠ মানুষ শুয়াইব আলাইহিমুস সালাম এর কন্যার সঙ্গে।