ফেসবুক ব্যবহার করা কখন হারাম?
UK বিভিন্ন প্রশ্ন ও উত্তর
2 Aug, 2022
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
উত্তরঃ
১)
ফেসবুকের নেশা যখন আমার আপনার নামাজকে বিলম্বিত করিয়ে দেয় তখন হারাম ফেসবুক ব্যবহার করা। .
২)
যখন আমার আপনার ওয়ালে ও পেজে অনইসলামিক কিছু থাকে, আল্লাহ ও তার রাসূল নারাজ হন এমন কিছু থাকে, তখনো ফেসবুক ব্যবহার করা হারাম।
.
৩)
যখন আপনার প্রোফাইল পিকচারে একজন উলঙ্গ বা অর্ধোলঙ্গ নারীর ফটো থাকে, তখনো ফেসবুক হারাম।
MORE POST
৪)
যখন ফেসবুক আমাকে আপনাকে
আল্লাহর যিকির ও কুরআন তিলাওয়াত থেকে দুরে
সরিয়ে রাখে, তখনো,, ফেসবুক হারাম।
.
৫)
যখন ফেসবুকের পুরো সময়টাই অনর্থক চ্যাট, অনর্থক ঝগড়া-ও গালি গালাজে ব্যয় হয়, তখনো ফেসবুক হারাম।
.
৬)
যখন ফেসবুকে বেগানা নারী বা পুরুষের সাথে অবৈধ সম্পর্কের মাধ্যম হয়, তখনো ফেসবুক হারাম।
ইত্যাদি আরোও অনেক কারণে ফেসবুক ব্যবহার করা হারাম।
.
আল্লাহ তা'আলা বলেছেন...
.
সে যে কথাই উচ্চারণ করে, তা সংরক্ষন করে রাখার জন্য তার কাছে সদা প্রস্তত প্রহরী আছে,
(সূরা ক্বাফ আয়াত নং ১৮)।
.
আল্লাহ আমাদের সবাইকে হারাম বর্জন
করে ফেসবুক ব্যবহার করার তাওফিক দান করুন।
#আমিন
Enter
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।ফেসবুক ব্যবহার করা কখন হারাম?
.
.
উত্তরঃ ১) ফেসবুকের নেশা যখন আমার আপনার নামাজকে বিলম্বিত করিয়ে দেয়
তখন হারাম ফেসবুক ব্যবহার করা।
.
২) যখন আমার আপনার ওয়ালে ও পেজে অনইসলামিক কিছু থাকে, আল্লাহ ও তার রাসূল নারাজ হন এমন কিছু থাকে, তখনো ফেসবুক ব্যবহার করা হারাম।
.
৩) যখন আপনার প্রোফাইল পিকচারে একজন উলঙ্গ বা অর্ধোলঙ্গ নারীর ফটো থাকে, তখনো ফেসবুক হারাম।
.
৪) যখন ফেসবুক আমাকে আপনাকে
আল্লাহর যিকির ও কুরআন তিলাওয়াত থেকে দুরে
সরিয়ে রাখে, তখনো,, ফেসবুক হারাম।
.
৫) যখন ফেসবুকের পুরো সময়টাই অনর্থক চ্যাট, অনর্থক ঝগড়া-ও গালি গালাজে ব্যয় হয়, তখনো ফেসবুক হারাম।
.
৬) যখন ফেসবুকে বেগানা নারী বা পুরুষের সাথে অবৈধ সম্পর্কের মাধ্যম হয়, তখনো ফেসবুক হারাম।
ইত্যাদি আরোও অনেক কারণে ফেসবুক ব্যবহার করা হারাম।
.
আল্লাহ তা'আলা বলেছেন...
.
সে যে কথাই উচ্চারণ করে, তা সংরক্ষন করে রাখার জন্য তার কাছে সদা প্রস্তত প্রহরী আছে,
(সূরা ক্বাফ আয়াত নং ১৮)।
.
আল্লাহ আমাদের সবাইকে হারাম বর্জন
করে ফেসবুক ব্যবহার করার তাওফিক দান করুন।