ইসলামে নারীর পর্দা এবং করনীয় দৈনন্দিন

 নারীর পর্দা এবং দৈনন্দিন কাজ ইসলাম এ

১। পরিপূর্ন পর্দা করবেন।

২। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন।

৩। প্রতি সোমবার & বৃহস্পতিবার রোজা রাখবেন।

৪। প্রতিদিন তাহাজ্জুদ এর নামাজ পড়বেন।

৫।সবসময় অযুর সহিত থাকতে চেষ্টা করবেন।

৬।মা-বাবা ভাই-বোনের সাথে সুন্দর আচোরন করবেন।

৭।স্বামী থাকলে স্বামীর আদেশ মেনে চলবেন।


ইসলামী প্রশ্ন উত্তর,ইসলামে নারীর দায়িত্ব ও কর্তব্য,দৈনন্দিন জীবনে ইসলাম,নারীর পর্দা ও স্বামীর অধিকার,ইসলাম,ইসলামে নারী,ইসলামে স্বামীর দায়িত্ব,শরীফুল ইসলাম মাদানী,নারীদের নিয়ে ওয়াজ,ইসলামী প্রশ্ন উত্তর পর্ব,পুরুষের পর্দা,নারীর জান্নাত লাভের উপায়,ইসলামের কথা,মাওলানা আমিনুল ইসলাম,ইসলামের রাস্তা,নারীর জান্নাত যে পথে,প্রেম কি ইসলামে হালাল,ইসলামিক লেকচার,ইসলামিক আলোচনা,মুফতি আমিনুল ইসলাম,চারটি কাজেই নারীর জান্নাত,ইসলামিক,পুরুষের জন্যেও পর্দা?

৮।শশুর-শাশুড়ী থাকলে তাদের খেদমত ও কথামত চলবেন।

৯। রাগ যখন হবে সাথে জিকির শুরু করে দিবেন।অথবা যে বিষয়ে আলাপ করলে আপনার রাগ বৃদ্ধি হওয়ার আশংকা দেখবেন।ঐ
বিষয়ে আর কথা বাড়াবেন না।মনে রাখবেন রেগে গেলেন তো হেরে গেলেন।

১০। শয়তান যখন আপনাকে ভাল চিন্তা থেকে দুরে রাখতে চাই সাথে সাথে "আউজুবিল্লাহি" পুরাটা পড়বেন।

১১। রাতের বেলায় সূরা--- ফাতিহা-৪ বার সূরা--- এখলাস ৩ বার দুরুদ শরীফ ১১বার আস্তাগফিরুল্লাহ ১১ বার যতক্ষণ ঘুম আসবে না ততক্ষণ কালেমা শরীফ পড়বেন।

১২। মুসলমান নারীদের নিজ দায়িত্বে পর্দা পালন করা ফরজ খেয়াল রাখবেন পারিবারিক কোন কারনে যাতে আপনার পর্দা করা থেকে আপনাকে কেউ বিরত রাখতে না পারে।যদি দেখেন আপনার পর্দা করতে অসুবিধা হচ্ছে সাথে সাথে স্বামীর বাড়ীর সবাইকে বলুন লজ্জা পাবেন না কারন কবরে আপনার সাথে কেউ যাবে না।তাই এই দুনিয়াতে আপনাকে কে কি বললো তা না দেখে আখিরাতের কথা চিন্তা করুন।একটি কথা মনে রাখবেন পরিপূর্ন মুসলমান হয়ে এই পৃথিবীতে বাঁচতে হলে অনেক বাঁধা আসবে অনেক এ অনেক কিছু বলবে তাতে আপনি নজর দিতে পারবেন না।সব কথা শেষে হল সকল বাঁধা অপেক্ষা করে আপনাকে পর্দা করতে হবে।কাউকে দোষারপ করলে কবরে আপনাকে মাফ করা হবে না।

১৩। যখন কাজ করতে করতে আপনি ক্লান্ত হয়ে যান তখন সুবহানাল্লাহ -৩৩ বার আলহামদুলিল্লাহ -৩৩বার আল্লাহু আকবার ৩৪ বার পড়ুন নিয়মিত আল্লাহ আপনার কাজ সহজ করে দিবেন।

ইনশাআল্লাহ

১৪। যে কোন কাজ সফল হওয়ার জন্য প্রথমত, সহীহ নিয়ত করুন তারপর আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা করুন সফল হবেন। ইনশাআল্লাহ।।।
১৫। সব সময় গুন গুন করে কালেমা পাঠ করতে থাকুন এতে আপনার ঈমান বৃদ্ধি ও আচার-আচোরন সুন্দর হবে ইনশাআল্লাহ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url