বিজ্ঞান থেকে সাধারণ জ্ঞান ২০২২ (part21)
৬৩৯) সবচেয়ে হালকা ধাতুর নাম কি ?- লিথিয়াম।
৬৪০) যৌগিক অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন ?-রবার্ট হুক।
৬৪১) সূর্যালােক পৃথিবীতে পৌঁছাতে কত সময় নেয়?- ৮ মিনিট।
৬৪২) মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কী?-ফিমার
৬৪৩) মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কী ?-ত্বক
৬৪৪)লােহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত দিন?-১২০
৬৪৫) শ্বেত কণিকার আয়ুষ্কাল কত দিন ?- ৫-৬ দিন
৬৪৬) অনুচক্রিকার গড় আয়ু কত দিন ?- ১০ দিন
৬৪৭) রক্তের গ্রুপ আবিস্কার করেন কে ?- ল্যান্ড স্টিনার
৬৪৮) বিলিরুবিন কোথায় তৈরী হয় ?- যকৃতে
৬৪৯) মুত্র প্রস্তুত হয় কোথায় ?-কিডনীতে
৬৫০) মহিলাদের পরিপূর্ণ জনন কোষকে কী বলে ?-ডিম্বাণু
৬৫১) প্রতি মিনিটে হৃদপিন্ডের সাভাবিক স্পন্দন কত ?-৭২ বার
৬৫২) নাড়ির স্পন্দন প্রভাবিত হয় কিসের মাধ্যমে?-ধমনীর মাধ্যমে
৬৫৩) মানব দেহের রক্ত সঞ্চালন চক্র কে আবিস্কার করেন?- ইউলিয়াম হার্ভে
৬৫৪)ফারেনহাইট স্কেল এ মানব দেহের সাভাবিক উষ্ণতা কত ?- ৯৮.৪ ডিগ্রী
৬৫৫)নারী পুরুষের মধ্যে কার তথ্য ধারণ ক্ষমতা বেশি-নারীর
৬৫৬) নারী/পুরুষ এর মধ্যে কার মস্তিস্ক যে কোনাে সিদ্ধান্ত দ্রুত দিতে পারে ? পুরুষ মস্তিষ্ক
৬৫৭) পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে কী বলে?- নিউরন
৬৫৮) স্ত্রী জনন বৈশিস্টের জন্য দায়ী কোন ক্রোমাজোম ?-x ক্রোমাজোম
৬৫৯) মানব দেহে ক্রোমাজোমের সংখ্যা কত ?-২৩ জোড়া
৬৬০) জীবের বংশগতির একক কোনটি ?- জিন
৬৬১) এন্টামিবার সংখ্যাধিক্যে মানব দেহে কী সৃষ্টি হয়?- আমাশয়
৬৬২) AIDS অর্থ কী ?- Acquired Immune Deficiency Syndrome.
৬৬৩) কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে ?-০গ্রুপ
৬৬৪) বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবী কে ?-লুইস ব্রাউন (ইংল্যান্ড)
৬৬৫) পেসমেকার কে আবিস্কার করেন ?- জার্মানির সিমেন্স এলিয়া কোম্পানী, ১৯৫৮ সালে
৬৬৬)মেডিসনের জনক কে?- হিপােক্রেটিস
৬৬৭) মানব দেহের রক্তের পরিমাণ কত?-৫-৬ লিটার
৬৬৮) পেনিসিলিন কে আবিস্কার করেন ?-আলেকজান্ডার ফ্লেমিং
৬৬৯) রাতকানা রােগ হয় কোন ভিটামিনের অভাবে ?- ভিটামিন A
৬৭০) বেরিবেরি রােগ হয় কোন ভিটামিনের অভাবে ?- ভিটামিন-বি -১
৬৭১) ঠোটের কোনা মুখের ঘা কিসের অভাবে হয় ?- ভিটামিন-বি-২
৬৭২) ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ করে কোন ভিটামিন ?- ভিটামিন-কে