২০৫০ সালের শ্রেষ্ঠ কবিতা
২০৫০ সালের শ্রেষ্ঠ কবিতাঃ
😃😃😃
" বীরপুরুষ " !
কবিঃ Yo Yo ঠাকুর
মনে করাে যেন মেইন রােডের মােড়ে ,
গালফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি অনেক দূরে ।
দুজন যাচ্ছি সি এন জি তে চড়ে ,
পর্দাটুকু একটুকু ফাঁক করে ।
সেদিন ছিল বিরােধীদলের অবরােধ ,
ভুলে গিয়ে সব বিপদ আপদ ।
দুজনে মােরা পৌছে গেছি ওই মােড়ে .. !
নেইতাে সেখানে কোন মানুষজন ,
ভয় পেলাে মাের জিএফ এর মন ।
বললাম আমি ভয় পেয়ােনা তুমি ,
মােড় পেরােতে আরতাে কিছুক্ষণ ।
এমন সময় হা রে রে রে রে রে ,
লাঠি হাতে আসল কয়েকজন ।
ফুটুস ফাটুস ককটেল উঠল ফুটে ,
কলিজা আমার নেইতাে আর বুকে ।
জানের মায়া আছে যে মাের সাচা ,
আপন প্রাণ বাচারে তুই চাচা ।
স্যান্ডেল খুলে দিলাম ঝেড়ে দৌড় ,
এক দৌড়ে পেড়িয়ে গেলুম মােড় ।
জিএফ বলল " যাসনে । মােকলেস ওরে ,
তুই পালালে কে বাঁচাবে মােরে " ?
বললাম আমি " পাগল নাকি ,
হারাইনিতাে হুশ "
নিজের জান বাচায় যারা