মাইকেল মধুসূদন-(বিসিএস এর প্রস্তুতির জন্য)

 মাইকেল মধুসূদন-(বিসিএস এর প্রস্তুতির জন্য), পোস্ট নং-03

1.আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে?

উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।

2.বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য কোনটি?

উত্তর: মেঘনাদবধ কাব্য।

3.‘মেঘনাথবধ কাব্য’ কার রচনা?

উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।

4.বাংলা ভাষার প্রথম মহাকাব্যের নাম কী?

 উত্তর: মেঘনাদবধ কাব্য।

5.মেঘনাদবধ কাব্যটি কোন ছন্দে রচিত?

উত্তর: অমিত্রাক্ষর ছন্দে।

6.মেঘনাথবধ কাব্য কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৮৬১ সালে।

7.‘মেঘনাথবধ’ কাব্যে স্বর্গ সংখ্যা কয়টি?

উত্তর: স্বর্গ সংখ্যা ৯টি।

8.মাইকেল মধুসূদন দত্ত কত তারিখে জন্ম গ্রহন করেন?

উত্তর: ১৮২৪ সালের ২৫ জানুয়ারি।

9.মাইকেল মধুসূদন দত্তের জন্ম স্থান কোথায়?

উত্তর: যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে।

10.মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম কি?

উত্তর: রাজনারায়ণ দত্ত।

11.মাইকেল মধুসূদন দত্তের মাতার নাম কি?

উত্তর: জাহ্নবী দেবী।

12.বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি?

উত্তর: বীরাঙ্গনা।

13.মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্যটির নাম কী?

 উত্তর : বীরাঙ্গনা।

14.বীরঙ্গনা পত্রকাব্যে পত্রসংখ্যা কত?

উত্তর: পত্রসংখ্যা 11 টি।

15. মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কি?

 উত্তর: সনেটের প্রবর্তন।

16.বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? 

 উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।

17.বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি?

উত্তর: শর্মিষ্ঠা।

18.বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি কোনটি?

উত্তর: পদ্মাবতী।

19.বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি/ঐতিহাসিক নাটক কোনটি?

উত্তর: কৃষ্ণকুমারী।

20.মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ নাটক কোনটি?

উত্তর: কৃষ্ণকুমারী।

21.মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

উত্তর: The Captive Lady.

22.বাংলা সাহিত্যের প্রথম প্রহসন কোনটি?

উত্তর: বুড়ো শালিকের ঘাড়ে রো।

23.বাংলা ভাষায় সনেট প্রবর্তন করেন কে?

উত্তর: মাইকেল মদুসূধন দত্ত।

24. কোন নাট্যকার বাংলা নাটকের পথিকৃৎ?

 উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।

25.‘দত্তকুলোদ্ভব’ কবি কে?

উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।

26.‘পদ্মাবতী’ নাটকটি কে রচনা করেন?

উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।

27. প্রশ্ন: মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ’ কাব্যের কাহিনীর উৎস কি?

উত্তর: রামায়ণের কাহিনী।

28. প্রশ্ন: কোন বাঙালি সাহিত্যিককে পাশ্চাত্যের মিল্টনের সাথে তুলনা করা হয়?

উত্তর: মাইকেল মধুসূদন দত্তকে।

29. প্রশ্ন: মধুসূদনের চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থে কতগুলো সনেট রয়েছে?

উত্তর: 102 টি।

30. প্রশ্ন: মেঘনাদবধ কাব্যে যুদ্ধের সময় পশ্চিম দুয়ারে রক্ষ হিসেবে কে ছিল?

উত্তর: বীর নীল

31. প্রশ্ন: অমিত্রাক্ষর ছন্দে রচিত মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি?

উত্তর: তিলোত্তমাসম্ভব কাব্য।

32. প্রশ্ন: সনেটের কটি অংশ ?

উত্তর: ২টি অংশ।

33. প্রশ্ন: মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টধর্মে দীক্ষিত হন-

উত্তর: ১৮৪৩ সালে।

34. প্রশ্ন: বাংলা কাব্যসাহিত্যে আধুনিকতার জনক কে?

উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।

35. প্রশ্ন: বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?

মাইকেল মধুসূদন দত্ত

36. প্রশ্ন: মধুসূদন বাংলা সাহিত্যের কোন ধরনের লেখক?

 উত্তর: প্রথাবিরোধী লেখক।

37. প্রশ্ন: “একে কি বলে সভ্যতা” কে লিখেছেন ?

 উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।

38. প্রশ্ন: তিলোত্তমা কাব্যটি কার রচিত?

মাইকেল মধুসূদন দত্ত

39. প্রশ্ন: মাইকেল মধুসূদন দত্তের প্রবল দেশপ্রেমের প্রকাশ ঘটেছে-

সনেটে

40.. প্রশ্ন: ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ কার রচনা?

মাইকেল মধুসূদন দত্ত

41. প্রশ্ন: মাইকেল মধুসূদন দত্তের ‘তিলোত্তমাসম্ভব কাব্য’ একটি-

কাহিনীকাব্য

42. প্রশ্ন: ‘Blank Verse’ অর্থ কী?

উত্তর: অমিত্রাক্ষর ছন্দ।

44.‘মাইকেল মধুসূদন দত্ত’ কোথায় প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন।

 উত্তর: পদ্মাবতী নাটকে (দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্কে)

45.‘মাইকেল মধুসূদন দত্তর প্রথম পূর্ণাঙ্গ জীবনীগ্রন্থের নাম কি?

 উত্তর: যোগীন্দ্রনাথ বসু রচিত ‘মাইকেল মধুসূদন দত্তের জীবনচরিত’ (১৮৯৩)।

46.তিনি মাদ্রাজের উদ্দেশ্যে কলকাতা ত্যাগ করেন কত বছর বয়সে?

 উত্তর: ২৪ বৎসর বয়সে।

47.মধুসূদনের সৃষ্টির মাহেন্দ্রক্ষণ বলা হয় কোন সময়কে?

উত্তর: মাদ্রাজ থেকে ১৮৫৬ সালের প্রথম দিকে কলকাতায় ফিরে ১৮৬২ সালের মাঝামাঝি সময়ে মধুসূদনের বিলেত গমনের পূর্ব পর্যন্ত।

 48.মধুসুদন আর একটি মহাকাব্য লিখতে চেয়েছিলেন কোন কাহিনি নিয়ে?

 উত্তর: কারবালার কাহিনি।

 49.মধুসূদন রেবেকা মেকটাভিসকে কত তারিখে বিয়ে করেন?

 উত্তর: ১৮৪৮ সালের ৩১শে জুলাই।

50.মধুসূদনের অসম্পূর্ণ নাটকের নাম কী?

 উত্তর: সুলতানা রিজিয়ার বীরত্বপূর্ণ কাহিনি নিয়ে ইংরেজি অসম্পূর্ণ নাটক রিজিয়া।

 51.১৮৬২ সালে কেন মধুসূদন ইংল্যান্ড যান-

 উত্তর: ব্যারিস্টারি পড়ার জন্য।

 52.‘মাইকেল মধুসূদন দত্ত’ কি ব্যারিস্টার হতে পেরেছিলেন?

 উত্তর: তিনি ব্যারিস্টার হয়ে কলকাতায় প্রত্যাবর্তন করেছিলেন।

53.মহাভারতের সুন্দ ও উপসুন্দ কাহিনিকে অবলম্বন করে ‘মাইকেল মধুসূদন দত্ত’ রচিত কাহিনির নাম কী?

 উত্তর: তিলোত্তমাসম্ভব কাব্য (১৮৬০)।

 54. .‘মাইকেল মধুসূদন দত্ত’ রচিত রাধা কৃষ্ণ বিষয়ক গীতিকাব্রের নাম কী?

 উত্তর: ব্রজাঙ্গনা (১৮৬১)।

55. .‘মাইকেল মধুসূদন দত্ত’ কত তারিখে মৃত্যুবরণ করেন?

 উত্তর: ১৯শে জুন, ১৮৭৩; কলকাতা।

56. প্রশ্ন: কবি মধুসূদন কাকে মা বলে সম্বোধন করেছেন?

 উত্তর: কবি নিজ দেশকে মা বলে সম্বোধন করেছেন।

 57. প্রশ্ন: খ্রিষ্টধর্ম গ্রহণের কারণে মধুসূদনের নামের পূর্বে কী যুক্ত হয়?

 উত্তর: মাইকেল। 

 58. প্রশ্ন: মধুসূদন রচিত একটি প্রহসনের নাম লেখ?

 উত্তর: বুড়ো শালিকের ঘাড়ে রোঁ।

 59. প্রশ্ন: চতুর্দশপদী কবিতার আরেক নাম কী?

 উত্তর: ছনেট।


Next Post Previous Post
2 Comments
  • Anonymous
    Anonymous July 25, 2022 at 3:48 AM

    nice

  • Anonymous
    Anonymous August 12, 2022 at 11:16 AM

    Thanks for share 😊

Add Comment
comment url