বাংলা সাহিত্য-(বিসিএস এর প্রস্তুতির জন্য)

 বাংলা সাহিত্য-(বিসিএস এর প্রস্তুতির জন্য)-পোস্ট নং-04

1. 'নিমচাঁদ' চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায় কোন গ্রন্থে?

উত্তর: সধবার একাদশী

2. কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?

উত্তর: আনন্দময়ীর আগমনে

3. রবীন্দ্রনাথ ঠাকুরের 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' কবিতায় কবির উপলব্ধি হচ্ছে--

উত্তর: ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়

4. 'অনলপ্রবাহের' রচয়িতা কে?

উত্তর: ইসমাইল হোসেন সিরাজী

5. 'সংস্কৃতির রূপান্তর' গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর: গোপাল হালদার

6. বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে?

উত্তর: 'ইন্দ্রনাথ'

7. সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন মাত্র--

উত্তর: ২১ বছর বয়সে

8. 'দিবারাত্রির কাব্য ' কোন ধরনের রচনা?

উত্তর: উপন্যাস

9. বাংলা সাহিত্যের ১ম ঔপন্যাসিক কে?

উত্তর: প্যারীচাঁদ মিত্র

10. বাংলা সাহিত্যের ১ম উপন্যাসের নাম কি?

উত্তর: আলালের ঘরের দুলাল

11. 'ঠকচাচা' চরিত্রটি কোন উপন্যাসের?

উত্তর: আলালের ঘরের দুলাল

12. ' আধ্যাত্মিকা' উপন্যাসের লেখক কে?

উত্তর: প্যারীচাঁদ মিত্র

13. বাঙ্গালির লেখা বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটি?

উত্তর: রাজা প্রতাপাদিত্য চরিত্র

14. 'ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ' কে রচনা করেন?

উত্তর: সুনীতি কুমার চট্টোপাধ্যায়

15. কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়

১৮০০ সালে

16. 'তোতা ইতিহাস ' কার লেখা?

উত্তর: চণ্ডীচরণ মুনশি

17. রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দের কত তারিখে জন্মগ্রহণ করেন করেন?

উত্তর: ২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দে

18. 'চাঁদের অমাবশ্যা' গ্রন্থটির লেখক কে?

উত্তর: সৈয়দ ওয়ালীউল্লাহ

19. চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?

উত্তর: মনসামঙ্গল

20. 'পুরুষ পরীক্ষা 'কার রচনা?

উত্তর: হরপ্রসাদ রায়

21. 'হিতোপদেশ ' কে লিখেছেন?

উত্তর: গোলকনাথ শর্মা

22. 'কথোপকথন ' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: উইলিয়াম কেরি

23. 'বত্রিশ সিংহাসন ' কার রচনা?

উত্তর: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

24. ঢাকায় ১ম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তর: ১৮৬০ সালে।

25. মানিক বন্দ্যোপাধ্যায় রচিত 'মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক উপন্যাস ' কোনটি?

উত্তর: জননী

26. 'পুতুলনাচের ইতিকথা ' কার রচনা?

উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়

27. মানিক বন্দ্যোপাধ্যায় কত সালের কত তারিখে মৃত্যুবরণ করেন?

উত্তর: ১৯৫৬ সালের ৩ ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন।

28. 'পদ্মা নদীর মাঝি' উপন্যাসটি কার লেখা?

উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়

29. মানিক বন্দোপাধ্যায়ের 'পদ্মা নদীর মাঝি' নামক উপন্যাসের উপজীব্য কি?

উত্তর: জেলে-জীবনের বিচিত্র সুখ-দুঃখ

30. 'পদ্মা নদীর মাঝি' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র-

উত্তর: কুবের

31. কথা সাহিত্য বলতে কি বুঝায়?

উত্তর: উপন্যাস ও ছোটগল্পকে বুঝায়।

32. 'সমস্যা ও সমাধান ' গ্রন্থটির গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: মোহাম্মদ আকরম খাঁ রচিত।

33. 'মোস্তফা চরিত' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: মওলানা আকরম খাঁ

34. 'মানব মুকুট' লিখেছেন কে?

উত্তর: এয়াকুব আলী চৌধুরী

35. ১৮৯৯ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন কোন দুজন কবি?

উত্তর: কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ

36. বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ

উত্তর: কৃপার শাস্ত্রের অর্থভেদ

37. দীনবন্ধু মিত্র রচিত 'সধবার একাদশী' গ্রন্থটি কোন শ্রেণীর রচনা?

উত্তর: প্রহসন

38. বাংলা একাডেমীর 'আঞ্চলিক ভাষার অভিধান' সম্পদনা করেন কে?

উত্তর: ড. মুহাম্মদ শহীদুল্লাহ

39. 'কবর' কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তর্গত?

উত্তর: রাখালী

40. 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর'- এর পারিবারিক পদবী কোনটি?

উত্তর: বন্দ্যোপাধ্যায়

41. বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়?

উত্তর: উনিশ শতকে

42. বৃত্রসংহার কোন ধরণের গ্রন্থ?

উত্তর: মহাকাব্য

43.  ‘শাহনামা’ বাংলায় অনুবাদ করেন-

উত্তর: মোজাম্মেল হক

44. ‘প্রাগৈতিহাসিক’ ছোট গল্পের রচয়িতা কে?

উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়

45. 'বরযাত্রী' ছোটগল্পটির স্রষ্টা কে?

উত্তর: বিভূতিভূষণ মুখোপাধ্যায়

46. 'মেঘেদের ঘরবাড়ি' গল্পগ্রন্থটির রচয়িতা কে?

উত্তর: রশীদ হায়দার

47.  রবীন্দ্রনাথের কোন ছোটগল্পটি উপন্যাসের পর্যায়ে পড়ে?

উত্তর: নষ্ট নীড়

48. 'এপিটাফ' গল্পগ্রন্থটির রচয়িতা কে?

উত্তর: আবদুস শাকুর

49. ‘আত্মজা ও একটি করবী গাছ’-কার লেখা গল্প?

উত্তর: হাসান আজিজুল হক

50.  'বীরঙ্গনার প্রেম' ছোটগল্পটির লেখক কে?

উত্তর: জ্যোতিপ্রকাশ দত্ত

Next Post Previous Post
1 Comments
  • Anonymous
    Anonymous July 25, 2022 at 3:41 AM

    beautiful

Add Comment
comment url