দেশত্ববোধক গানের গীতিকার ও সুরকার-( বিসিএস এর প্রস্তুতির জন্য)

 দেশত্ববোধক গানের গীতিকার ও সুরকার-( বিসিএস এর প্রস্তুতির জন্য) পোস্ট নং-01

1. ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানের গীতিকার ও সুরকার-

** গীতিকার-গোবিন্দ হালদার, সুরকার-সমর দাস

2. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।’

** গীতিকার-আবদুল গাফফার চৌধুরী, সুরকার-আলতাফ মাহমুদ

3. ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি।’

** গীতিকার-গোবিন্দ হালদার, সুরকার ও শিল্পী-আপেল মাহমুদ৻

4. ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনল যারা।’

** গীতিকার-গোবিন্দ হালদার, সুরকার-আপেল মাহমুদ,

5. ‘আমি বাংলায় গান গাই।’

** কথা ও সুর-প্রতুল মুখোপাধ্যায়, শিল্পী-মাহমুদুজ্জামান বাবু

6. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি" ১ম সুরকার কে?

** ১ম সুরকার আব্দুল লতিফ

7. ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’

** গীতিকার : মনিরুজ্জামান মনির, সুরকার-আলাউদ্দিন আলি 

8. ‘চল্‌ চল্‌ চল্‌ ঊর্ধগগনে বাজে মাদল।’

** রচনা-কাজী নজরুল ইসলাম৻

9. ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়।’

** গীতিকার-গাজী মাজহারুল আনোয়ার, সুরকার-আনোয়ার পারভেজ

10. ‘একতারা তুই দেশের কথা বল রে এবার বল।’

** গীতিকার-গাজী মাজহারুল আনোয়ার, সুরকার-আনোয়ার পারভেজ

11. ‘সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে।’

** গীতিকার-মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার - আহমেদ ইমতিয়াজ বুলবুল

12. ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।’

** (বাংলাদেশের জাতীয সংগীত) রচনা-রবীন্দ্রনাথ ঠাকুর

13. ‘মুক্তির মন্দির সোপানতলে।’

** গীতিকার-মোহিনী চৌধুরী, সুরকার - কৃষ্ণচন্দ্র দে

14. ‘সোনা সোনা সোনা লোকে বলে সোনা।’

** গীতিকার ও সুরকার-আবদুল লতিফ

15. ‘আমি বাংলায় গান গাই।’

** গীতিকার ও সুরকার-প্রতুল মুখোপাধ্যায়

16. ‘এই পদ্মা, এই মেঘনা।’

** গীতিকার ও সুরকার-আবু জাফর

17. ‘কারার ঐ লৌহকপাট।’

** গীতিকার ও সুরকার-কাজী নজরুল ইসলাম

18. ‘ভয় কী মরণে রাখিতে সন্তানে।’

** গীতিকার ও সুরকার-মুকুন্দ দাস

19. ‘জনতার সংগ্রাম চলবেই গীতিকার।’

** সিকান্দার আবু জাফর, সুরকার-শেখ লুতফর রহমান

20. ‘এক নদী রক্ত পেরিয়ে।’

** গীতিকার ও সুরকার-খান আতাউর রহমান, শিল্পী-শাহনাজ রহমতুল্লাহ৻

21. ‘ধন ধান্য পুষ্প ভরা।’

** গীতিকার ও সুরকার-দ্বিজেন্দ্রলাল রায়৻

22. ‘একাত্তরের মা জননী।, কোথায় তোমায় মুক্তিসেনার দল’

** গীতিকার ও সুরকার-আহমেদ ইমতিয়াজ বুলবুল

23. ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা।’

** গীতিকার-নাসিম খান, সুরকার-সেলিম আশরাফ

23. ‘সব কটা জানালা খুলে দাও না।’

** গীতিকার-নজরুল ইসলাম বাবু, সুরকার-আহমেদ ইমতিয়াজ বুলবুল

24. ‘জয় বাংলা বাংলার জয়।’

** গীতিকার-মাজহারুল আনোয়ার; সুরকার-আনোয়ার পারভেজ৻

25. ‘রক্ত দিয়ে নাম লিখেছি।’

** গীতিকার আবুল কাশেম সন্দ্বীপ-সুরকার-সুজেয় শ্যাম

 26. 'সেই রেললাইনের ধারে মেঠোপথটার পারে দাঁড়িয়ে'

** গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, সুরকার আহম্মেদ ইমতিয়াজ বুলবুল, শিল্পী-সাবিনা ইয়াসমিন।

27. ‘এই পদ্মা এই মেঘনা।’

** গীতিকার ও সুরকার-আবু জাফর, শিল্পী-ফরিদা পারভীন।

28. ‘আমার দেশের মাটির গন্ধে ’

** সুরকার আব্দুল আহাদ, গীতিকার ড. মনিরুজ্জামান, শিল্পী-শাহনাজ রহমতউল্লাহ. ।

29. ‘সাড়ে সাত কোটি মানুষের আর একটি নাম, মুজিবর, মুজিবর, মুজিবর’

** গীতিকার শ্যামল গুপ্ত, বাপ্পী লাহিড়ীর সুরে, আব্দুল জব্বারের গাওয়া।

30. ‘মিলিত প্রাণের কলরবে’

** কথা-হাসান হাফিজুর রহমান, সুর- শেখ লুৎফর রহমান ।

31. ‘সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে? ইয়াইয়া’

** গীতিকার ও সুরকার- মোকসেদ আলী সাঁই ।

32. ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার।’

** গীতিকার-নইম গহর, সুরকার-অজিত রায়

33. ‘ব্যারিকেড বেয়নেট বেড়াজাল’

** গীতিকার- আবু বকর সিদ্দিকী , সুর- সাধন সরকার ।

34. ‘মুক্তির মন্দির সোপান তলে’

** কথা -মোহিনী চৌধুরী, সুর-কৃষ্ণ চন্দ্র দে ।

35. ‘আমরা তো সৈনিক শান্তির সৈনিক’

** আখতার হোসেন, সুর সেলিম রেজা ।

36. ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে’

** কথা-আখতার হোসেন, সুর- অজিত রায় ।

37. ‘মাগো ভাবনা কেনো আমার তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে’

** কথা- গৌরি প্রসন্ন মজুমদার, সুর হেমন্ত মুখোপাধ্যায়।

38. ‘চলছে মিছিল চলবে মিছিল’

** কথা- দিলওয়ার, সুর- অজিত রায়।

39. ‘আমাদের চেতনার সৈকতে’

** কথা-নাজিম মাহমুদ, সুর সাধন সরকার ।

40. ‘আয়রে চাষী মজুর’

** গীতিকার-কবি দেলোয়ার,সুর -সুজেয় শ্যাম।

41. ‘ঘুমের দেশে ঘুম ভাঙাতে’

** কথা-বদরুল হাসান, সুর- আলতাফ মাহমুদ।

42. ‘কারখানাতে খেত খামারে’

** কথা- এনামুল হক, সুর-আলতাফ মাহমুদ ।

43. ‘লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়’

** কথা-মতলুব আলী, সুর- শেখ লুৎফর রহমান।

44. ‘মাগো তোমার সোনার মানিক’

** রাহাত খান, সুর-সুখেন্দু চক্রবর্তী ।

45. ‘তারা এ দেশের সবুজ ধানের শীষে’

** কথা- মো. মনিরুজ্জামান,সুর-সমর দাশ।

46. ‘দূর হতে আসে ঐ মৃত্যুর পরোয়ানা’

** কথা-চিরঞ্জীব দাশ শর্মা, সুর- সমর দাশ।

47. ‘শোনো একটি মুজিবরের থেকে’

** গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, সুরকার-অংশুমান রায়

48. ‘সালাম সালাম হাজার সালাম’

** শিল্পী-মহম্মদ আবদুল জব্বার, গীতিকার-ফজলে খুদা

49. ‘নোঙ্গর তোলো তোলো’

** গীতিকার-নইম গহর, সুরকার - সমর দাস

50. ‘ও মাঝি নাও ছাইড়া দে’

** গীতিকার এসএম হেদায়েত, সুরকার-আহমেদ ইমতিয়াজ বুলবুল

51. তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে

** গীতিকার ও সুরকার আপেল মাহমুদ

52. ‘এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে’

** গীতিকার ও সুরকার-খান আতাউর রহমান

53. ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’

** গীতিকার ও সুরকার-আহমেদ ইমতিয়াজ বুলবুল

54. ‘সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি’

** গীতিকার: মনিরুজ্জামান মনির, সুরকার-আলাউদ্দিন আলি

55. ‘মা গো, ভাবনা কেন?’

** গীতিকার-গৌরীপ্রসন্ন মজুমদার, সুরকার-সমর দাস।

56. ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়'

** গীতিকার ও সুরকার-আব্দুল লতিফ


Next Post Previous Post
2 Comments
  • Anonymous
    Anonymous July 24, 2022 at 9:06 AM

    Onek kicu janlam vaiya

  • Anonymous
    Anonymous July 25, 2022 at 3:50 AM

    onk kicui shikha jai aii gula theke

Add Comment
comment url