আমি কিভাবে সকলের কাছে প্রিয় হতে পারি?
সবাই বিভিন্ন শিক্ষণীয় বানী মুখস্ত করে রেখেছে। আপনি হয়তো লক্ষ্য করেননি, এভাবে অন্তত কয়েকশত বানী আপনার মুখস্ত আছে। তেমনই একটি মুখস্ত করা বানী হলোঃ
- পরিশ্রম সাফল্যের চাবিকাঠি
এই কথাটি জানে না, এমন কোন মানুষ নেই। অন্য কোন শিক্ষণীয় কথা বললে, মানুষ হয়তো দ্বিমত প্রকাশ করতে পারে। তবে এই কথাটি সবাই মেনে নেয়। সফল হতে হলে, পরিশ্রম করতে হয়। সফলতার চাবিকাঠি খুব ভালো চেনেন। কখনো কি ব্যর্থতার চাবিকাঠি খুজেছেন?
- ব্যর্থতার চাবিকাঠি হলো - সবাইকে খুশি করার চেস্টা
হ্যাঁ, আপনি যদি সহজে ও দ্রুত ব্যার্থ হতে চান, সেটার একটাই উপায় আছে - সবাইকে খুশি করার চেস্টা করুন। এত দ্রুত ব্যার্থ হবেন যে, আপনি নিজেই অবাক হয়ে যাবেন। ব্যার্থ হতে চাইলে, সবাইকে খুশি করার চেস্টা করুন।
কোন একজন সৎ চরিত্রের নেতা বা কোন সেলিব্রিটি খুঁজে বের করুন। লক্ষ মানুষ তাদেরকে পছন্দ করলেও, তাদের অপছন্দ করা মানুষের সংখ্যা নেহায়েত কম নয়। এসব বিখ্যাত ব্যক্তিরা সবার প্রিয় হতে পারেন নি।
আরো ভালো মানুষ দেখুন। সেরা ধর্ম প্রচারক, ধর্মীয় নেতা, ইত্যাদি লোকজনের জীবনে দেখুন। বেশিরভাগ মানুষ তাদেরকে পছন্দ করলেও, এমন কিছু মানুষ ছিলো, যারা তাকে অপছন্দ করতো। তারা খুব ভালোমানুষ হয়েও, সবার প্রিয় হতে পারেন নি।
মুহম্মদ (স) ছিলেন মানব ইতিহাসের সবচেয়ে উত্তম চরিত্রের মানুষ তিনি। তবুও কিছু মানুষ উনাকে পাথর মেরে রক্তাক্ত করেছে। আজকের যুগে মুহম্মদ (স) এর ব্যাঙ্গচিত্র আঁকে। এমনকি Quora তে মুহম্মদ (স) কে অপমান করে লেখালেখি করে। মুহম্মদ (স) সবার প্রিয় হতে পারেন নি।
- সর্বকালের সেরা মানুষটিও সবার কাছে প্রিয় হতে পারেননি। আপনি কিভাবে সকলের প্রিয় হবেন?
মানুষ নামক প্রানীটাকে আল্লাহ এমনভাবেই সৃষ্টি করেছেন যে, সকলের প্রিয়পাত্র হওয়া যায় না।
দ্রস্টব্যঃ সবার প্রিয় হওয়া অসম্ভব। সবার প্রিয় হবার চেস্টা না করে, শুধুমাত্র নিজের প্রিয় হোন। যে কাজটি নিজের জন্য সঠিক, সেই কাজটি করুন। এভাবে, আপনি কিছু মানুষের প্রিয় হবেন, কিছু মানুষের অপ্রিয় হবেন।