এশিয়া মহাদেশ কয়টি দেশ নিয়ে গঠিত? এবং এর দেশগুলো কী কী

পৃথিবীর সবচেয়ে বড় ও সবচেয়ে জনবহুল এশিয়া মহাদেশে মোট ৪৯টি দেশ আছে।

এশিয়া মহাদেশ কয়টি দেশ নিয়ে গঠিত? এবং এর দেশগুলো কী কী

দক্ষিণ এশিয়াতে আছে ৮টি দেশঃ

    ১. বাংলাদেশ
    ২. ভুটান
    ৩. নেপাল
    ৪. ভারত
    ৫. শ্রীলঙ্কা
    ৬. মালদ্বীপ
    ৭. পাকিস্তান
    ৮. আফগানিস্তান

দক্ষিণ-পূর্ব এশিয়াতে আছে ১১টি দেশঃ

১. মায়ানমার 

২. লাওস 

৩. ভিয়েতনাম 

৪. কম্বোডিয়া 

৫. থাইল্যান্ড 

৬. মালয়েশিয়া 

৭. সিঙ্গাপুর 

৮. ইন্দোনেশিয়া 

৯. পূর্ব তিমুর 

১০. ব্রুনাই 

১১. ফিলিপাইন

লাওস, ভিয়েতনাম এবং কম্বোডিয়াকে এই তিনটি দেশকে একসাথে ইন্দোচীন বলা হয়ে থাকে।

দূর প্রাচ্যে আছে ৬টি দেশঃ

   ১. চীনঃ আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম এবং মোট ১৪টি দেশের সাথে সীমানা রয়েছে।

  ২. মঙ্গোলিয়া
  ৩. উত্তর কোরিয়া
  ৪. দক্ষিণ কোরিয়া
  ৫. জাপান
  ৬. তাইওয়ান

মধ্যপ্রাচ্যে রয়েছে ৯টি দেশঃ

   ১. ইরান
   ২. ইরাক
   ৩. সৌদি আরব
   ৪. কুয়েত
   ৫. বাহরাইন
   ৬. কাতার
   ৭. সংযুক্ত আরব আমিরাত
   ৮. ওমান
   ৯. ইয়েমেন

নিকট প্রাচ্যে রয়েছে ৫টি দেশ

   ১. জর্ডান
   ২. সিরিয়া
   ৩. লেবানন
   ৪. ফিলিস্তিন
   ৫. ইজরায়েল

মধ্য এশিয়াতে রয়েছে ৫টি দেশঃ

   ১. কাযাখস্তান
   ২. উজবেকিস্তান
   ৩. তুর্কমেনিস্তান
   ৪. কিরগিজস্তান
   ৫. তাজিকিস্তান

তুরস্কের এশিয়া অংশকে বলা হয় এশিয়া মাইনর এবং এখানে ককেশাস অঞ্চলে মোট ৩টি দেশ রয়েছেঃ

   ১. জর্জিয়া
   ২. আর্মেনিয়া
   ৩. আজারবাইজান


এখনও আমাদের হাতে মোট ২টি দেশ বাকি আছে যাদেরকে নিয়ে কনফিউশান দেখা যায় যে তারা কি এশিয়ার না কি ইউরোপের দেশ। এই ২টি দেশকে এশিয়াতে অন্তর্ভুক্ত করে এশিয়ার মোট দেশ ৪৯টি। এগুলোকে ট্রান্সকন্টিনেন্টাল কান্ট্রিও বলা হয়। দেশ দুটি হলোঃ

তুরস্কঃ 

তুরস্কের বেশিরভাগ অংশ এশিয়ার পশ্চিমাঞ্চলে এশিয়া মাইনরের উপদ্বীপে হলেও কিছুটা অংশ আছে দক্ষিণ-পূর্ব ইউরোপে। তাই একে ইউরোপেও যুক্ত করা হয়, আবার এশিয়াতেও।

রাশিয়াঃ 

রাশিয়ার বেশিরভাগ অংশ এশিয়া মহাদেশে অবস্থিত হলেও এর রাজধানী মস্কো পড়েছে ইউরোপে এবং রাশিয়া মূলত উরাল পর্বতমালা দ্বারা এশিয়া ও ইউরোপ এই দুই অংশে বিভক্ত। তাই রাশিয়াকে ইউরোপের দেশ এবং এশিয়ার দেশ দুটোই বলা হয়। এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ রাশিয়ার এশিয়ার অংশ হিসেব করেই।

ধন্যবাদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url