আলোচিত দেশ শ্রীলংকা থেকে চাকরির পরীক্ষায় যেসব প্রশ্ন আসে

চাকুরীর পরীক্ষার প্রশ্ন,পরীক্ষার প্রশ্ন,চাকরির পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান,পল্লী বিদ্যুৎ পরীক্ষার প্রশ্ন,চাকুরীর পরীক্ষা,সরকারি চাকরির প্রস্তুতি,২০২১ সরকারি চাকরির প্রশ্নত্তোর,শ্রীলংকা ভ্রমণ,শ্রীলংকা,চাকরির প্রস্তুতি,পল্লী বিদ্যুৎ সহকারী পরিচালক প্রশ্ন,শ্রীলংকা খবর,শ্রীলংকা সংকটঃ,শ্রীলংকার,প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি,বাংলাদেশ শ্রীলংকা সম্পর্ক,শ্রীলংকা দেউলিয়া,শ্রীলংকার খবর,পরীক্ষায় আসার মত সাধারন জ্ঞান,তীব্র জ্বালানি সংকটে শ্রীলংকা
👉🏿 শ্রীলংকা ব্রিটিশদের নিকট থেকে স্বাধীনতা লাভ করে - ১৯৪৮ সালে। 

👉🏿 শ্রীলংকার পূর্ব নাম - সিংহল।

👉🏿 শ্রীলংকার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম - টেম্পল ট্রি।

👉🏿 বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী - শ্রীমাভো বন্দরনায়েক।

👉🏿 শ্রীমাভো বন্দরনায়েক শ্রীলংকার প্রধানমন্ত্রী হোন - ১৯৬০ সালে।

👉🏿 আলোচিত Elephant Pass কৌশলগত গুরুত্বপূর্ণ জায়গা - শ্রীলংকার।

👉🏿 শ্রীলংকা হতে ভারত বিচ্ছিন্ন হয়েছে - পক্ প্রণালী দ্বারা।

👉🏿 পক্ প্রণালীতে ভারত-শ্রীলংকার সীমারেখা নির্ধারিত হয় - ১৯৭৪ সালে।

👉🏿 শ্রীলংকায় গৃহযুদ্ধ শুরু হয় - ১৯৮৩ সালে।

👉🏿 শ্রীলংকার তামিল টাইগারদের সংগঠনের নাম - Liberation Tiger of Tamil Eelam (LTTE).

👉🏿 LTTE প্রতিষ্ঠিত হয় - ১৯৭৬ সালে।

👉🏿 শ্রীলংকা সরকার LTTE কে নিষিদ্ধ করে - ১৯৯৮ সালে।

👉🏿 LTTE এর প্রধানের নাম ছিল - ভেলুপিল্লাই প্রভারকণ।

👉🏿 LTTE প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণ মারা যান - ২০০৯ সালে।


more qustion


👉🏿 শ্রীলংকার তামিল টাইগারদের রাজধানী ছিল - জাফনা।

👉🏿 তামিলরা জাফনা শহর দখল করে - ১৯৯০ সালে।

👉🏿 তামিলদের আন্দোলনের প্রধন উদ্দেশ্য ছিল - জাফনা দ্বীপের স্বাধীনতা অর্জন করা।

👉🏿 দক্ষিণ এশিয়ার একমাত্র বৌদ্ধ দেশ - শ্রীলংকা।

👉🏿 মুসলিম অধ্যুষিত মান্নার দ্বীপ অবস্থিত - শ্রীলংকায়।

👉🏿 হযরত আদম (আ.) এর সাথে জড়িত পবিত্র পর্বত এডামস্ পিক অবস্থিত - শ্রীলংকায়।

👉🏿 ভারত ও শ্রীলংকার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে - রামেশ্বর দ্বীপ ও মান্নার দ্বীপ।

👉🏿 রত্নের শহর বলা হয় - শ্রীলংকার রত্নপুরকে।

👉🏿 শ্রীলংকায় বৌদ্ধদের তীর্থস্থানের নাম - অনুরাধাপুর ও ক্যান্ডি।

👉🏿 দশাননের দেশ হিসেবে পরিচিত - শ্রীলংকা।

👉🏿 দক্ষিণ এশিয়ায় আত্মহত্যার হার সবচেয়ে বেশি - শ্রীলংকায়। 

👉🏿 শ্রীলঙ্কার প্রশাসনিক রাজধানী - জয়বর্ধনেপুর কোর্টে।

👉🏿 শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী - কলম্বো।

👉🏿 শ্রীলংকা সরকার ও তামিল গেরিলাদের মধ্যে মধ্যস্ততা করেছে - নরওয়ে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url