মেয়েরা বাসায় টিশার্ট বা গেঞ্জি পরতে পারবে কি??
★ এই গরমের মধ্যে যে বোনেরা বাসায় টিশার্ট বা গেঞ্জি পড়েন,
তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো....
ইনশাআল্লাহ....!!!
যেসব বোনেরা বাসায় টিশার্ট পড়েন,
আপনারা কি জানেন, কার কার সামনে
টিশার্ট ব্যবহার করা যাবে?
অনেকেই হয়তো বলবেন যে,
মাহরামদের সামনে পড়া যাবে...!!!
কিন্তু আমি এক্ষেত্রে বলব যে, না....
আপনার ধারণা সম্পূর্ণ ভুল...✘
শুধুমাত্র স্বামী ব্যতিত কারো সামনেই যেতে পারবেন না বেপর্দা হয়ে। এমনকি মায়ের সামনেও না।
আজকাল বাসায় ওড়না পড়াটা একটা ঝামেলার ব্যাপার হয়ে দাড়িয়েছে, যেটা আধুনিক যুগের একটা বড় ফিতনা।
মাহরামের নিকট যেতে পারবেন শুধুমাত্র হাত মুখ খোলা রেখে, জাস্ট এতটুকু, বাকি পর্দা পুরাপুরি করতে হবে। তাছাড়া হটাৎ কোন নন মাহরাম বাসায় চলে আসলে কি করবেন?
কারন, যে আপনার বাবা হয়,
যে আপনার ভাই লাগে,
সেই সম্পর্কের আগে তাদের
একটা পরিচয় আছে
তাহলো তারা সবাই পুরুষ...!!!
হতে পারে আপনার বাবা কিংবা ভাই,
কিন্তু তাদের ভিতরও পুরুষত্ব আছে
প্রিয় বোন, আপনারা যখন ওইসব টিশার্ট
পড়ে তাদের সামনে দিয়ে চলাফেরা করেন,
আপনাদের কারণে তাদের মানসিক চিন্তা
ভাবনা পরিবর্তন হচ্ছে, শয়তান সবসময়
তাঁদের মনে ধোঁকা দিচ্ছে এবং
তারা শয়তানের ফাঁদে পা দিয়ে
খারাপ কাজে লিপ্ত হচ্ছে...!!!
মনেরাখবেন শয়তান মরে যায় নি।
কিয়ামতের আগে বাবা তার মেয়ের সাথে,
ভাই তার বোনের সাথে, এবং ছেলে তার মায়ের সাথে যিনায় লিপ্ত হবে....
আস্তাগফিরুল্লাহ... আল্লাহ মাফ করো!!!
আপনারা খবরে হয়তো দেখে থাকবেন
যে, এই আলামতটা শুরু হয়ে গেছে....
কেন এসব হচ্ছে জানেন?
মেয়েদের বেপর্দার কারণে...!!!
আমরা বেপর্দায় চলাফেরা করে
নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছি...
শুধু তাই নয়, আমরা নিজ হাতে আমাদের
দুনিয়া এবং আখিরাত ধ্বংসের
বন্দোবস্ত করি...
তাই বোনেরা আপনারা একটু সাবধানে
চলাফেরা করবেন...
যেনো পরে আফসোস করতে না হয়...
আপনি টিশার্ট পড়তে পারেন, তবে সেইটা
আপনি আপনার ব্যক্তিগত রুমে পড়বেন,
যেনো সেইটা আপনার স্বামী ব্যতীত অন্য কেউ
না দেখতে পারে...!!!
আশাকরি আমার কথা গুলো
সবাই বুঝতে পেরেছেন...
আল্লাহ আমাদের সবাইকে সঠিক
বুঝ দান করুন....!!! (আমিন)