একটি শিক্ষনীয় গল্প যা পড়তে লাগবে সময় অল্প

*একটি শিক্ষনীয় গল্প*

*যা পড়তে লাগবে সময় অল্প*
অ তে অজু করে আমি নামাজ পড়তে যাই,জ্বিনের গল্প,১ মিনিটের গল্প,ফিরে আসার গল্প,ভালবাসার গল্প,মজার মজার গল্প কার্টুন,পড়াতে মন বসার কৌশল,বর্ণমালা শিক্ষা,বীর্য বেশিক্ষণ ধরে রাখার উপায়,ইসলামী কার্টুন গানে বর্ণমালা শিক্ষা,বর্ণমালা পড়ি লিখি শিখি,কিভাবে পড়ার অভ্যাস তৈরি করতে হয়,বেলা ফুরাবার আগে,পড়ার চাপ
👵একজন বৃদ্ধা মহিলা প্রতিদিন এক মসজিদের সামনে ভিক্ষা করত।
✳️একদিন নামায শেষে মসজিদের ইমাম বাইরে এসে তাকে জিজ্ঞেস করলেন,
বুড়িমা “আপনি কেন ভিক্ষা করেন?
আপনি তো সচ্ছল পরিবারের একজন মহিলা, আপনার ছেলেও তো অনেক ভালো আয় করে জানি⚠️

মহিলা বলল,✅
"আপনি তো জানেন আমার স্বামী কয়েক বছর হল মারা গেছেন, আর আমার একটাই ছেলে,

সে বসরখানেক হচ্ছে বিদেশে গেছে।
সে আমাকে যে টাকা এক আত্বীয়র মাধ্যমে দিয়েছিলো!
সে টাকা শেষ হয়ে গেছে 😢
এখন আমার ভিক্ষা করা ছাড়া উপায় নেই"। 😢
✳️ইমাম বলেন," কেন? স
আপনার ছেলে কি আপনাকে আর টাকা পাঠায় না?

✳️বৃদ্ধা বললেন,
না, কিন্তু সে আমাকে প্রতিমাসে একটা করে ছোট্র রঙিন ছবি পাঠায়।
যেগুলো আমি আদর করে চুমু দিয়ে ওর স্মৃতি হিসেবে দেয়ালে লাগিয়ে রেখে দেই"।❤️

🔘ইমাম সাহেবের কাছে ব্যপারাটা অদ্ভূত লাগলো
কী এমন ছবি! টাকা পাঠানো বাদ দিয়ে ছবি পাঠাচ্ছে কেন ! ইমাম সাহেব সিদ্ধান্ত নিলেন যে বৃদ্ধার বাসায় যাবেন।

🔘একদিন বৃদ্ধার বাড়ি গিয়ে ঘরের দেয়ালে তাকিয়ে তো ইমাম সাহেব অবাক।
🌸তিনি দেখলেন দেয়ালে লাগানো সেই রঙিন ছবিগুলো ছিল আসলে ডলারের চেক,

🔍যার প্রতিটা ছিল হাজার ডলারের।💵
🔘কিন্তু মহিলা অশিক্ষিত হওয়ায় বুঝতে পারেনি সেগুলো আসলে কি!
এবং কিভাবে কাজে লাগাতে হয়।
মহিলা ভিক্ষা করতো কিন্তু তার জানা ছিলো না যে তার ঘরে কত লক্ষ টাকা পড়ে আছে! 💵💰💸

✳️ উপরোক্ত গল্পটা একটু অদ্ভুত না?
গল্পটা ঠিক আমাদের অধিকাংশ বাস্তবের সাথে মিল রয়েছে!


❤️ আমাদের সকলেরই বাসায় কুরআন নামের অমূল্য গ্রন্থ আছে।।
✳️ কিন্তু অনেকেই কুরআন পড়িনা, শুধু গেলাফে জড়িয়ে চুমু দিয়ে আদর করে সযত্নে শেল্ফে রেখে দেই

✳️অনেকে কুরআন পড়লেও কোনোদিন জানতেও চাইনা আসলে কী বলা হয়েছে এর আরবি হরফগুলোতে।
✳️ কেন দেওয়া হয়েছে এই কুরআন।??

✳️আমরা দুনিয়ায় হা-হুতাশ করে ছুটে বেড়াই, কত জায়গায় কত মানুষের কাছে যাই সুখ শান্তি আর সফলতার খোঁজে।
সুখ শান্তির জন্যে কত জায়গায় ধর্ণা দেই।

✳️কিন্তু কুরআনের মত মুল্যবান কিতাব, সব সমস্যার সমাধানগ্রন্থ, দুনিয়া ও আখিরাতের সফলতার সঠিক গাইড লাইন আমাদের ঘরে থাকতে কেন জানি সেটা আমাদের দৃষ্টি এবং মনোযোগের বাইরেই থেকে যায়?
😢😢 এই ভ্রান্তি ও উদাসীনতার শেষ হবে কবে?😢😢

〽️ আল্লাহ আমাদের সবাইকে প্রতিদিন কুরআন পড়ার, কুরআন বুঝার এবং কুরআনের শিক্ষা কর
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url