একটি শিক্ষনীয় গল্প যা পড়তে লাগবে সময় অল্প
*একটি শিক্ষনীয় গল্প*


বুড়িমা “আপনি কেন ভিক্ষা করেন?
আপনি তো সচ্ছল পরিবারের একজন মহিলা, আপনার ছেলেও তো অনেক ভালো আয় করে জানি

মহিলা বলল,

"আপনি তো জানেন আমার স্বামী কয়েক বছর হল মারা গেছেন, আর আমার একটাই ছেলে,
সে বসরখানেক হচ্ছে বিদেশে গেছে।
সে আমাকে যে টাকা এক আত্বীয়র মাধ্যমে দিয়েছিলো!
সে টাকা শেষ হয়ে গেছে 

এখন আমার ভিক্ষা করা ছাড়া উপায় নেই"। 


আপনার ছেলে কি আপনাকে আর টাকা পাঠায় না?

না, কিন্তু সে আমাকে প্রতিমাসে একটা করে ছোট্র রঙিন ছবি পাঠায়।
যেগুলো আমি আদর করে চুমু দিয়ে ওর স্মৃতি হিসেবে দেয়ালে লাগিয়ে রেখে দেই"।


কী এমন ছবি! টাকা পাঠানো বাদ দিয়ে ছবি পাঠাচ্ছে কেন ! ইমাম সাহেব সিদ্ধান্ত নিলেন যে বৃদ্ধার বাসায় যাবেন।





এবং কিভাবে কাজে লাগাতে হয়।
মহিলা ভিক্ষা করতো কিন্তু তার জানা ছিলো না যে তার ঘরে কত লক্ষ টাকা পড়ে আছে! 










সুখ শান্তির জন্যে কত জায়গায় ধর্ণা দেই।





