সব সমস্যার সমাধান দিতে পারে আল-কুরআন

 ~ কি চমৎকার সমাধান..!!!

#সব সমস্যার সমাধান দিতে পারে আল কুরআন,সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন || মোল্লা নাজিম উদ্দিন || mollah nazim uddin || alo adhar,আল-কোরআন,কুরআন মানুষের সমাধানের জন্য,কুরআন তেলোয়াত,কুরআন,মৃত্যুর সময়,কুরআন নাজিলের উদ্দেশ্যে

🥰😍😍
⇨ যখন আমি কষ্ট পাই কোরআন বলেঃ
❝নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে।❞
- [সূরা ইনশইরাহ]

⇨ যখন আমি সুখ চাই, কোরআন বলেঃ❝আল্লাহ কষ্টের পরেই সুখ দিবেন!❞
- [সূরা তালাক : ০৭]

⇨ যখন আমি প্রিয় জিনিসটা পেলাম না,, কোরআন বলেঃ❝তোমাররা হইতো এমন জিনিস পছন্দ কর যা তোমাদের জন্য অকল্যানকর!❞
- [সূরা বাক্কারা : ২১৫]
⇨ যখন আমি কষ্ট সহ্য করতে চাই না,
কোরআন বলেঃ ❝যারা ইমান এনেছে এবং সৎকাজ করেছে আর আমি কাউকে তার সামর্থ্য এর অতিরিক্ত দায়িত্ব অর্পণ করি না। তারা হচ্ছে জান্নাতবাসী যেখানে তারা চিরকাল থাকবে!❞
- [সূরা আরাফ: ৪২]

⇨ যখন আমি আল্লাহর সাহায্য চাই, কোরআন বলেঃ ❝ভেঙে পড়না, নিরাশ হইওনা, আল্লাহর সাহায্য আসবেই এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখ আল্লাহর সাহায্য অতি নিকটে।❞
- [সূরা বাক্কারা :২১৪]

⇨ যখন আমি হতাশায় থাকি, কোরআন বলেঃ ❝আল্লাহর উপর ভরসা কর যদি তোমরা বিশ্বাসী হও।❞
- [সোরা মায়িদা : ২৩]

⇨ যখন আমি ধৈর্য ধারন করি, কোরআন বলেঃ ❝যারা সবরকারী তারা পুরষ্কার পায় অগনিত❞
- [সূরা যুমার : ১০]
⇨ যখন আমি বিপদে পড়ি, কোরআন বলেঃ ❝আমি অবশ্যই তোমাদেরকে পরিক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা , মাল, ও জানের ক্ষতি এবং ফল_ ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের।❞
- [সূরা বাক্কারা : ১৫৫]

❝অবশ্যই তুমি পাবে যা চলে গেছে, তার
চেয়ে উত্তম।❞
- [সূরা আনফাল: ৭০]

❝খুব শীগ্রই তোমার রব তোমাকে এত দেবে যে তুমি খুশি হয়ে যাবে!❞
- [সূরা: আদ_দুহা : ০৫]


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url